নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এ পযন্ত দশ লাখের মত আছে তবে আরো অনেক রোহিঙ্গাদের আসার আশঙ্কা রয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৬



৬ অক্টোবর শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকেক বলেন বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামার একটা আশঙ্কা রয়েছে। মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে এখন পর্যন্ত আসা রোহিঙ্গাদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখের মত। সব মিলিয়ে এপযন্ত রোহিঙ্গাদের সংখ্যা মোট আট লাখ শরণার্থীদের জন্য ৬ মাসের ত্রাণ সাহায্য এবং আবাসনের একটি পরিকল্পনা এরই মধ্যে করা হয়েছে। আর এরজন্য সাহায্য সংস্থাগুলো প্রায় সাড়ে ৪৩ কোটি ডলারের তহবিল আহ্বান করেছে। এই অবস্থায় নতুন করে বড় আকারে রোহিঙ্গা প্রবেশের যে আশঙ্কা রয়েছে তার কতটা প্রস্তুতি রয়েছে ? বাংলাদেশের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেছেন ঢল নামার সম্ভাবনা তারা কম মনে করলেও তারা আগের ধারণার তুলনায় কিছুটা বেশি শরণার্থী আসবে বলে প্রস্তুতি নিচ্ছেন। আমরা আগে ৮৪ হাজার পরিবারের থাকার বিষয়ে পরিকল্পনা করেছিলাম কিন্তু এখন আমাদের পরিকল্পনায় আছে ১ লক্ষ ৫০ হাজার পরিবার। তবে স্যানিটেশনের ক্ষেত্রেও আগের চিন্তাভাবনার চেয়ে একটু বাড়িয়ে চিন্তা করা হচ্ছে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসবেই তো! দেয়াল না তোলা পর্যন্ত আসতেই থাকবে...

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইতো দেখছি ভাই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


দেয়াল তুললেও আসবে; রোহিংগাদের জন্য ওখানে আর কিছু নেই, ঘরবাড়ী, জমি, কোন কিছুই নেই; শেষে প্রাণ হারানোর ভয়ে তারা বাংলাদেশে চলে আসবে।

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ভাবনা,এটাও ঠিক বলেছেন এখন বা এই মূহুর্তে রোহিঙ্গাদের সেখানে অনেক বিপদ আর আমরা ছাড়া তাদের পাশে
দাঁড়াবার মতও কোন দেশ নাই।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৪

জুন বলেছেন: তখন বাংলাদেশিরা কই যাবে ?

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি আপু।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫১

মলাসইলমুইনা বলেছেন: একটাই ভালো খবর ইন্টারন্যাশনাল কোনো একটা ফোরামে চীনকে সমর্থন করেছে বাংলাদেশ আর তাতে ভারত নাকি মনোক্ষুন্ন হয়েছে | ইটা খুবই ভালো খবর | এই সম্পর্কটাকে এখন দ্রুত আরো উন্নত করতে হবে | চীনের সাহায্য পেতে হবে এই সমস্যা সমাধানে | আমি আশাবাদী এই সমস্যা সমাধানে |

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।আরো গভীর ভাবে ভাবতে হবে আমাদের।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ মলাসইলমুইনা বলেছেন : : : --- একটাই ভালো খবর ইন্টারন্যাশনাল কোনো একটা ফোরামে চীনকে সমর্থন করেছে বাংলাদেশ আর তাতে ভারত নাকি মনোক্ষুন্ন হয়েছে | ইটা খুবই ভালো খবর | এই সম্পর্কটাকে এখন দ্রুত আরো উন্নত করতে হবে | চীনের সাহায্য পেতে হবে এই সমস্যা সমাধানে | আমি আশাবাদী এই সমস্যা সমাধানে | ধন্যবাদ্

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।আরো গভীর ভাবে ভাবতে হবে আমাদের।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদেরকে ভারত অথবা চীনের সংগে শক্ত গাঁটছড়া বাধতে হবে যেহেতু ভারত মুসলিম বিদ্বেষী সুতরাং চীনকে শক্তভাবে ধরতে হবে।




ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত তারা কি আমাদের কাছে ধরা দিবে ভাই ?

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮

মামুন ইসলাম বলেছেন: একবার ভেবে দেখুন বাঙ্গালীদের অবস্থা কি হবে ?

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো হবে।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।আরো গভীর ভাবে ভাবতে হবে আমাদের।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

মামুন ইসলাম বলেছেন: জুন আপা বলেছে তখন বাংলাদেশিরা কই যাবে ?

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।আরো গভীর ভাবে ভাবতে হবে আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.