|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আপনি জানেন কি মোটরযানের খুচরা যন্ত্রাংশের দোকানে থরে থরে সাজানো যে সকল হাইড্রোলিক হর্ন খুচরা ও পাইকারী 
অহর অহর বিক্রি হচ্ছে,সেই হাইড্রোলিক হর্নের জন্য আপনার শিশু এবং আপনার প্রতিবেশি শিশুদের অনেক বড় ধরনের ক্ষতির
কারন হতে পারে । 
  
 
আর তাই শিশু কিশোরদের সহ সকলের কথা মাথায় রেখে হাইকোট হাইড্রোলিক হর্ন এর বিরুদ্ধে একটি রায় গোষনা দিয়েছেন ।
 যানবাহনে থাকা সকল হাইড্রোলিক হর্ন গাড়ি চালক এবং মালিকদের ১৫দিনের ভিতর থানায় জমার নির্দেশ দেয়া হয়েছে।
আরেকটু ভালো হত সরকার আইন করে যদি এই সকল পরিবেশ দূষণকারী হাইড্রোলিক হর্ন বাজারে খুচরা পাইকারী বিক্রেতা
এবং আমদানি কারকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতেন।বিশেষ করে আমদানিতে কোন  নিষেধাজ্ঞা বা আইনি ব্যবস্থা না থাকায় প্রতিবেশী ভারত এবং চীন থেকে বিকট শব্দের পরিবেশ এবং জীবনের ঝুকিপূণ্য এইসব হর্ন আমদানি করছেন বাংলাদেশী ব্যবসায়ীরা।
বিশেষ আবেদন থাকবে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনে এসব হর্নের আমদানি বন্ধ করার এবং আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার। সব থেকে বড় কথা হল রাজধানী ঢাকার শব্দদূষণের অন্যতম মূল উপকরণ হল এইসব হাইড্রোলিক হর্ন,আর সেজন্যই জরুরি ভিত্তিতে আইনি পক্রিয়ায় এর নিষেধাজ্ঞা আর যা এখনই করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০১
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা আপনার ভাবনা বা ধারনা ।যে যেভাবে ধরে নিতে পারেন ভাই। কারন ধরতে নাই মানা । 
২|  ০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ৯:২১
০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ৯:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টের সাথে সহমত।
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০১
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৩|  ০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৯
০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি আমার বাচ্চাকে দেখেছি যখন হাইড্রোলিক হর্ণ বাজানো হয় তখন ভয়ে কুকরে যায় এবং নিজে নিজেই কান চেপে ধরে। এই হর্ণ বাচ্চাদের ওপর মারাক্তক প্রভাব ফেলে। ধন্যবাদ।
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৪
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি আমার বাচ্চাকে দেখেছি যখন হাইড্রোলিক হর্ণ বাজানো হয় তখন ভয়ে কুকরে যায় এবং নিজে নিজেই কান চেপে ধরে। এইযে ভয়টি এটাযে শিশুদের জন্য কত মারাক্তক প্রভাব ফেলে এটা বোঝানো তাদেরকে দায় ।
৪|  ০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৮
০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৮
তিতাস মোহাম্মদ বলেছেন: ভাল বিষয়
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৪
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ তিতাস মোহাম্মদ ভাই।
৫|  ০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৭
০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আদালতের রায়ে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ। তারপরেও প্রকাশ্যে এটি কিভাবে ব্যবহার করা হয়, আমার মতো নাদানের পক্ষে বুঝা মুশকিল।
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৭
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবকিছু হানিমানি দিয়ে ম্যানেজ করে নেয় ভাই।আমাদের দেশে জায়গা মত টাকা দিলে সব সম্ভব ।
যত ক্ষতি ভোগ করতে হয় সাধারন মানুষদের।
৬|  ০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৮
০৯ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: আদালত শুধু রায় দিছে, বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তারা এখন ভাল ভাবে কাজ করলেই হয়।
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৮
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখতে থাকেন কাজ হয় কিনা।
৭|  ০৯ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:৫০
০৯ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: হাইড্রোলিক হর্ন আসলেই মারাত্মক জিনিস!!
অবিলম্বে এর হেস্তনেস্ত করা দরকার!
  ১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৯
১০ ই অক্টোবর, ২০১৭  ভোর ৫:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ হবে 
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৭  ভোর ৪:৪৮
০৯ ই অক্টোবর, ২০১৭  ভোর ৪:৪৮
মলাসইলমুইনা বলেছেন: আমার ধারণা ঠিক প্রশ্নটা হবে আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা এটা জানেনা কিনা ? ব্যাপারটা বোঝে কি না ? তারা এটা বিশ্বাস করেনা কিনা সেটাও আপনি জিজ্ঞেস করতে পারেন বলে আমার মনে হয় |