![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুগল লোকাল গাইড হল সারা বিশ্বে গুগল ম্যাপের উন্নয়ন এবং স্থানীয় কন্টেন্ট প্রদান, পর্যালোচনা এবং প্রতিক্রিয়া প্রদান করেন যে সকললোক। প্রতিবছর গুগল লোকাল গাইডস সামিটে অংশগ্রহণের জন্য সারা বিশ্ব থেকে শীর্ষ লোকাল গাইডসদের নির্বাচন করা হয়ে থাকে।তাই প্রতিবছরেরর মত এই বছরও গুগল সারা বিশ্ব থেকে প্রায় ১৫০ জন কে নির্বাচিত করেছেন ।
আর সেই ১৫০ জনের ভিতরে এই বছর আমাদের বাংলাদেশ থেকে ছয় জনকে নির্বাচিত করা হয়েছে। যাদের নির্বাচন করা হয়েছে তারা হলেন, ময়মনসিংহ লোকাল গাইডসের পাভেল সারওয়ার, দিনাজপুর লোকাল গাইডগের সুমাইয়া জাফরিন চৌধুরী এবং বাংলাদেশ লোকাল গাইডসের মাহাবুব হাসান, সোনিয়া বিনতে খোরশেদ, ফারহানা রোপা, ঢাকা লোকাল গাইডসের মুহিবুর রহমান । তবে দুঃখের বিষয় হল এই ছয় জনের মধ্য তিনজনের ভিসা না হওয়ায় ৩ জন যোগ দিতে পারছেন না।আর বাকি যে তিনজন যোগ দিবেন তারা হলেন,পাভেল সারওয়ার, মাহাবুব হাসান এবং সোনিয়া বিনতে খোরশেদ।
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বিচারক ভাই অভিনন্দণ জানানোর জন্য।
২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো বতেই,আমাদের গৌরব ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
আরজু পনি বলেছেন: বাহ! দারুণ!
অনেক অভিনন্দন রইল।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ পনি আপু।
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭
লেখা পাগলা বলেছেন: অভিনন্দন ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ পাগলা ।
৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১
নাইম রাজ বলেছেন: অভিনন্দন বাংলাদেশী এই মহানায়কদের ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাইম রাজ ভাই ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২
এম. হাবীব বলেছেন: অভিনন্দন পাভেল সারওয়ার, মাহাবুব হাসান এবং সোনিয়া বিনতে খোরশেদ কে...
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই ।
৭| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার,অভিনন্দন সকলকে ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৮| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: অভিনন্দন জানাই তাদের পথ চলা শুভ হোক।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সার্চম্যান ভাই ।
৯| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো খবর।
তাদের সবার জন্য অভিনন্দন।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
১০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
blogermassud বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
১১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
সুখবর
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চাদগাজী ভাই । এটা আমাদের জন্য বিশাল কিছু ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৫
নতুন বিচারক বলেছেন: অভিনন্দণ জানাই তাদের ।