নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ব্লু হোয়েল চ্যালেঞ্জ মানুষকে মেরে তাকে মূল্যহীন বানিয়ে দিচ্ছে !!!!!!!!!!!!

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪



যেসময়টি মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়া মানুষদের
সেই ভুল পথ থেকে বের করে আনার কথা ভাবছে, সেখানে এমন একটি
সময় হতাশাগ্রষ্ঠ মানুষ যুবক কিশোর সকলের সামনে সামপ্রতিক সময়
ভয়াল রূপে আত্মহত্যার রাস্তা দেখিয়ে দেয়ার জন্য উদয় হয়েছে, বহুল আলোচিত
গেম ব্লু হোয়েল ।আর এ ব্লু হোয়েল নিয়ে বেশ আতঙ্কগ্রষ্ঠ হচ্ছেন এবং আতঙ্কগ্রষ্ঠ
আছেন অনেক বাবা,মা,ই।
গেমটি সকলের কাছে ব্লু হোয়েল চ্যালেঞ্জ নামেই পরিচি ।
সামপ্রতিক সময় এমন বেশ কয়েকটি আত্মহত্যার খবর শোনা গেছে যেখানে ব্লু হোয়েল-এর প্রভাব রয়েছে বলে
আত্মহত্যাকারীর স্বজন পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্যও
ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেইম কেই দায়ী করেছেন।

শুধু এখানেই শেষ নয় বর্তমান সময় ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেইমটি সকল বাবা মা,দের প্রধান চিন্তার কারন হয়ে
দাঁড়িয়েছে।আর এ কারণেই বাবা মা সকল প্রতিবেশি আত্মীয়স্বজনেরা তাদের সন্তানদেরকে যতটা সম্ভব নজরে
রাখাছেন এবং অন্যকেও তাদের সন্তানদের নজরে রাখারর পরামর্শ দিচ্ছেন ।

এই ব্লু হোয়েল বা ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেইমটি ২০১৩ সালে রাশিয়ায় এফ৫৭ নামে যাত্রা শুরু করে,আর এই
গেইমটির খেলার কারনে প্রথম আত্মহত্যার অভিযোগ আসে ২০১৫ সালে।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ফিলিপ বুদেইকিন নামের এক সাবেক মনোবিদ্যা শিক্ষার্থী এই গেইম বানিয়েছেন বলে
দাবি করেন। কিন্তু কেন এই গেইমটি বানালেন তিনি ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই গেইমটির উদ্দেশ্য হচ্ছে
সমাজে যাদের কোনো মূল্য নেই বলে তিনি বিবেচনা করেন তাদেরকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার মাধ্যমে
সমাজকে পরিষ্কার করা। আসলে গেইমটির ডেভেলপাররা ভাবছেন,গেইমটি খেলে যারা আত্মহত্যা করছে
তারা সমাজের মূল্যহীন মানুষ ।

ব্লু হোয়েল চ্যালেঞ্জ মানুষকে মেরে তাকে মূল্যহীন বানিয়ে দিচ্ছে, দয়া করে সকলে
এ বিষয় সতর্ক থাকুন


আরো জানতে এটি পড়ুন


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিশ্বাস করুন আমার মাথায় একটুও ডুকছেনা কেন মানুষ আত্মহত্যা করে ?

২| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আলোচনা করে ভালো হলো, আত্মহত্যা করার মতো ব্লগার নেই; কিন্তু মিডিয়াতে লিখে, বেশী মানুষকে আকৃস্ট করা হলো।; কারণ, মিডিয়ার লোকজন লিখতে জানে না।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই, তা আপনার শরীরের অবস্থা কি এখন ?

৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

সামিয়া বলেছেন: এখন চারদিকে এই এক বাক্য এক স্লোগান ব্লু হোয়েল ব্লু হোয়েল ব্লু হোয়েল

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লু হোয়েল চ্যালেঞ্জ মানুষকে মেরে তাকে মূল্যহীন বানিয়ে দিচ্ছে, প্লীজ আপু দয়া করে সকলকে
এ বিষয় সতর্ক করুন।

৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টক অব দা টাউন (Blue Whale) নীল তিমির দংশনঃ বিশেষ সতর্ক বার্তা

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই ।আপনার লিংটি সংযোগ করে দিয়েছি ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

নিরাপদ দেশ চাই বলেছেন: এইসব মারাত্মক অনলাইন গেমসের মুল শিকার প্রাপ্তবয়সীরা নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ গেমসের পাল্লায় পড়ে আত্মহত্যা করে না। এই গেমসের মুল শিকার টিএজ কিশোর কিশোরি। বয়ঃসন্ধিকাল সময়টা বড় বিপদজনক এ কথা কে না জনে। এই ভয়াবহ গেমস এই বিপদজনক সময়টাকে টার্গেট করে বানানো হয়েছে। শুধু যে ব্লু হোয়েল গেমসই মারাত্মক তা নয়। আরো বহু অনলাইন গেমস এবং আ্যপস কিশোর কিশোরিদের মারাত্মক এডিক্ট বানাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আজকালের ছেলেমেয়েরা তাদের মা বাবাদের চাইতেও অনেক বেশি কম্পুটার এক্সপার্ট। এ কারনে তাদের ওপড় নজরদারি করাও অনেক কঠিন হয়ে পড়ছে। টিন এজ বয়সি ছেলেমেয়েদের মা বাবাদের জন্য সময়টা এখন অনেক কঠিন।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইতো দেখছি।

৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: মারাক্তক কথা শেয়ার করেছেন হাসু ভাই ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

নতুন বিচারক বলেছেন: সতর্ক প্রয়োজন ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী কিছুটা।

৮| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

মামুন ইসলাম বলেছেন: চমতকার পোস্ট ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

রোকসানা লেইস বলেছেন: নেশা মানুষকে খেয়ে ফেলবে। যদি উল্টা হতো মানুষ নেশাকে বশ করে ফেল তো।
এই যেমন আপনি আমি কখনো ব্লু হোয়েল নিয়ে মাতব না।

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন কিন্ত সেটা কি কখন হবে ?

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

সোহানী বলেছেন: যেকোন গেইমই খারাপ তারউপর যদি নেশাতে পরিনত হয়। আমরা কিছু বোঝার আগেই টেকনলজি হাতে এসে গেছে তাই এর অপব্যবহার ও অনেক বেড়ে গেছে........

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আপু আমরা টেকনলজির হাতে পরে মার খাচ্ছি ।

১১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

নিউ সিস্টেম বলেছেন: ভালো খেলাটি কোথায় ডাউনলোড করা যায়।

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বলতে পারি না।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

আবু তালেব শেখ বলেছেন: মিডিয়ায় যে ভাবে এটা নিয়ে মাতামাতি করছে তাতে আরো কৌতূহল বেড়ে যাচ্ছে মানুষের। কেমন চ্যালেঞ্জ দেখি একটু ট্রাই করে। আমারো হয়েছে

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা ভালো বলেছেন B-) দেইখেন ট্রাই মারতে যাইয়া আবার ডুইব্বা যাইয়েন না। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.