নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সালে অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত কাকুকে হয়তো নোবেল দেয়া হবে,দরিদ্র দূরকরনীয় কারনে

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৭


আমার মতে তারা পারবেন বাংলাদেশের এখনকার সরকার সত্যই কিন্ত পারবেন ২০২৪ সালের মধ্যে
বাংলাদেশের দারিদ্র্য দূর করতে ।কেননা প্রতি যে হারে দেশ থেকে মানুষ ঘুমচুম হচ্ছে,হারি যাচছে
কেও কেও আবার রাজনীতি অস্থিরতার কারনে দেশ ছেড়ে পালিয়ে যেয়ে বিদেশে পারি জমাচ্ছে । এত
হত্যা এত গুম এত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া,দৈনন্দিন জীবনে চাহিদা মেটানোর সকল দ্রবের মূল্য
বেড়ে যাওয়া,যারা বা যেসব দরিদ্র মানুষ ঠিকমত তিলবেলা খেতে পারছেন না তারা একসময় এই না
খেয়ে থাকতে থাকতে অভাব অনটণে এমনেই মরে যাবেন।এক কথায় বলা চলে গরীবের অপ মিত্যু ।
আর সেই সুযোগে ২০২৪ সালের মধ্যেই বাংলাদেশের সব দারিদ্র্য দূরকরণীয়র কারনে বাংলাদশের
এখনকার অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত কাকুকে নোবেল দেয়া হবে ।তবে কখন কোন সালে কোনদিন
নোবেল পাবেন বা কাকে দেয়া হবে সেটা আমার মত বেকুবদের বোঝা দায়,তবে আনুমানিক আন্দাজ
করে বলতে পারি তখন মুহিত কাকু বেঁচে থাকলে আর আওয়ামীলিগ সরকার ক্ষমতায় থাকলে,২০২৪
সালের নোবেল মুহিত কাকুই পাবে।কেননা আবুল মাল আবদুল মুহিত কাকু নিজের মুখেই বলেছেন,
তারা বাংলাদেশ ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবেন।এখন চলছে ২০১৭
আর মাত্র ৭টি বছর তার পরেই আমরা বেঁচে থাকলে দেখতে পারবো আমাদের প্রাণ প্রিয় মুহিত কাকুকে
দরিদ্র দূরকরনীয় নোবেল হাতে নিয়ে গৌরবের সাথে দেশে ফিরতে ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা অপেক্ষায় রইলাম সুসংবাদের। অর্থমন্ত্রীকে বলবেন নোবেলের ভাগ যেনো আমাদের ব্লগারদেরও দেওয়া হয়। দারুন লেখা। চালিয়ে যান।

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবে যে সে সুদিন আসবে কে জানে।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব রাবিশ, বোগাস আর দুষ্টু কথাবার্তা। =p~

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে রঙ লাগলে যা হয় তাদের এই শেষ বয়সে মনে রঙ ধরতাছে এই আর কি=p~

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:




এসব লোক নিজ পরিবারের বাইরে কারো ভালো চাহেনী কোনদিন; কিবরিয়া সাহেব, সাইফুর রহমান ও মুহিত সাহেব কেরানীর থেকে বিশী যোগ্যতার মানুষ নন, বা ছিলেন না।

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই সত্যটা আপনি আর আমরা ব্লগার সারা ওরা জানে না। তাই আজ দেশ লুন্ঠনের পথে।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

ঠ্যঠা মফিজ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে সহমত।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

ধ্রুবক আলো বলেছেন: উনি এক সাথে দুইটা নোবেল পাবেন।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই যেন হয়। :-/

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

নতুন বিচারক বলেছেন: সেই আশায় আপনি ঘুম নষ্ট কইরেন না।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দু চোখে আমার ঘুম আসে না নোবেলের আশায়।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন: অর্থমন্ত্রীর চটকদার সবগুলি কথাকে একত্রিত করে একটা পোষ্ট দিলে নোবেল কিমিটির বেশ সুবিধা হবে ।
জাতিও বুঝতে পারবে এই লোকটি আসলেই নোবেলের যোগ্য !!!!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা =p~ দারুন কথা বলছেন কিন্তু ডঃ এম এ আলী ভাই তেমন একটি গোছালো পোস্ট কি জাতি আমাদের আলী ভাইয়ের
কাছে আশা করতে পারে না।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাইম রাজ বলেছেন: দেয়া হোক তাকে নোবেল ।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেয়া হোক তাকে নোবেল =p~

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা প্রবাসী আর বেসরকারী উদ্যোক্তারা এসব নিরসনের চেষ্টা করবেন। তবে বাহবা নিবে সরকার...

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হচ্ছে ভাই তাদের এসব ভাষনই হল তাদের আগামীতে টিকে থাকার মূল পুঁজি।

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

নিউ সিস্টেম বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ো।

১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

আবু তালেব শেখ বলেছেন: ইজ নট রাবিশ ভোগাস গবেট ইডিয়ট

১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এদের কথা এক মনে আরেক ।

১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.