নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সুচি মাসির মুখে মনে হচ্ছে পদ্ম ফুল ফুঁটছে :) এগিয়ে চলুন মাসি আমরা আছি সাথে ;)

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২


মিয়ানমারের স্টেট কাউন্সেলর সান সুচি রাখাইন থেকে পালিয়ে আসা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সান সুচি বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দুইবার বাংলাদেশের সঙ্গে তারা আলোচনা করেছেন। অতীতের সাফল্যের ধারায় এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের সংঙ্গে তাদের আলোচনা হচ্ছে।রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিতিক এক ভাষণে সান সুচি রোহিঙ্গা সংকট নিরসনে করণীয় সম্পর্কে বলেন রাখাইন রাজ্যে আমাদের অনেক কিছুই করতে হবে। আমরা যদি করণীয় বিষয়গুলোর তালিকা করি এবং অগ্রাধিকার ঠিক করি তাহলে যে তিনটি প্রধান করণীয় আমাদের সামনে আসে তা হলো প্রথমত বাংলাদেশে যারা চলে গেছে তাদের প্রত্যাবাসন এবং কার্যকরভাবে মানবিক সহায়তা দেওয়া। দ্বিতীয়ত পুনরায় স্থানান্তর এবং তাদের জন্য পুনর্বাসন করা। তৃতীয়ত এ অঞ্চলটির উন্নয়ন এবং স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা করা।

সান সুচি আরো বলেছেন আমাদের দেশের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে। তাই আমাদের আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও আমাদের দেশের প্রকৃত অবস্থা আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। অন্য কেউই আমাদের মত করে আমাদের দেশের শান্তি এবং উন্নয়ন কামনা করবে না।এমন কি আমাদের দেশের শান্তি এবং উন্নয়ন আমাদের চেয়ে অন্য কেউ বেশি চাইতে পারে না। তাই এসব সমস্যা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।সান সুচি আরো বলেছেন উন্নতি এবং সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি আমরা তা বাস্তবায়ন করে যাবো। সমালোচনা এবং অভিযোগের জবাব কথায় না দিয়ে আমাদের পদক্ষেপ এবং কাজ দিয়ে তা বিশ্বকে বুঝিয়ে দেবো ।

রাখাইন রাজ্যে পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে মিয়ানমার সরকারের কর্মপরিকল্পনা জানিয়ে এ ভাষণে সান সুচি আরো বলেছেন যারা বাংলাদেশ থেকে ফিরে আসবে শুধু তাদের নিয়ে কাজ করলেই হবে না বরং দাইং নেত এবং মাইওর মত ক্ষুদ্র জাতিগোষ্ঠী, রাখাইন জাতি এবং হিন্দুদের নিয়েও আমাদের কাজ করতে হবে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। তাদের জীবন উন্নত করতে আমাদের স্থিতিশীল ও টেকসই কর্মসূচি হাতে নিতে হবে। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রণয়ন করতে হবে এবং আগামী বছরগুলোয় সংঘাতময় এই অঞ্চলে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কঠোর ভাবে কাজ করতে হবে এবং বিশ্বকে দেখিয়ে দিতে হবে।মিয়ানমারের স্টেট কাউন্সেলর হিসেবে এই সম্মিলিত উদ্যোগে সরকারের প্রতিনিধিত্ব করবেন বলেও সুচি জানান।

অনলাইন নিউজ থেকে তুলে ধরা

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


কথা শুনতে ভালোই লাগছে; দেখা যাক, উনার কথার সাথে কাজের মিল হয় কিনা!

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই দোআ করুন মন ভরে উনার মুখের কথা আর কাজে যেন আমরা মিল খুঁজে পাই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: নোবেল পাওয়া ব্যক্তিত্ব যেহেতু ভাষণটা ভালই রপ্ত করেছেন সেই সাথে আবার নেত্রী ও বটে।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানে এক কথায় ভাই দারুন এক চিজ ব্যক্তিত বলা চলে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অং সান সু চি তার কথা রক্ষা করতে পারবেন বলে মনে হয় না। কারণ, মিয়ানমার দেশটা চালায় সে দেশের সেনাবাহিনী। সু চি সেখানে কাঠের পুতুল ছাড়া আর কিছু নন। তার এই ভাষণও সেনাবাহিনীর দ্বারা পরিকল্পিত কৌশলের অংশ।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার এই ভাষণও সেনাবাহিনীর দ্বারা পরিকল্পিত কৌশলের অংশ। হেনা ভাই আমার কাছেও তাদের এসব কথাবার্তা শুধু
শান্তনার বানী মনে হল । আসল কাজে তারা ঠনঠনাঠন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: সুকির কথায় ২ তবে কাজে সম্ভবত ০।


২+২= ৪ বলতে পারলাম না!:)


তবে কথা ও কাজ একই হবে আমরা এমন প্রত্যাশা করতেই পারি! এমন প্রত্যাশা করা ছাড়া আমাদের মতো আম আদমির আর কিই বা করার আছে!!

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠাসা অংকরে ভাই ২ + ২ = ৪ ;)

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাই অংকের সাতটা কিতাবে আমি হাফিজ!:)

তাই দুই যোগ দুই এর মতো কঠিন অংকও আমার কাছে ডালভাত! আপনি অংক সম্পর্কে কি জানতে চান শুধু একবার বলেন??
দেখেন কেমতে সব কইয়া দেই!;)

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেহি পরে আপনেরে কাছ থেইক্কা আমি অংক শিইখা নিমুনি । :)

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

আখেনাটেন বলেছেন: আন্তর্জাতিক রাজনীতি বড়ই কূটিল।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব রাজনীতি দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গলময় এবং শান্তির নয়।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: অতীতের ইতিহাস থেকে জানা যায় মগ জাতিটা জন্মগত ভাবেই হিংস্র।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর সেটাই কিন্ত সত্য প্রামানিক ভাই।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: মগ জাতি জন্মগত ভাবেই জলদস্যু ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা ঠিক কইছেন আপনি।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০ লাখের জায়গায় যদি ১০ হাজার ফেরত নেয় তাহলে লাভ কি?

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো প্রশ্ন ভাই। আইছে পাঁচ জন নিবে একজন তাহলে লাভ কি ?

১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৮

মামুন ইসলাম বলেছেন: সবাই কি সব কথা রাখতে পারে।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: রাজনৈতিক ভাষনটা ভালই লগলো :-P

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা যা বলেছেন ভাই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.