|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 
  
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার আগেই সংসদ ভেঙে দিয়ে একটি সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।তার সঙ্গে নির্বাচনের সময়ে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও ২০০৮ সালের পূর্বের নির্বাচনী আসনের সীমানা পূর্নবহাল এবং ইভিএম-ডিভিএম পদ্ধতি চালু না করা । ১/১১ থেকে শুরু করে বর্তমান সরকার কর্তৃক দলের চেয়ারপার্সনসহ বিরোধী জোটের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত যত মামলা আছে তা সব প্রত্যাহার করতে হবে। ২০ দফা সুপারিশ করেছে দলটি।অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ,অংশগ্রহনমূলক এবং গ্রহনযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুসংহত করার আদর্শে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাসী।  নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  বর্তমান অকার্য্কর এবং অপরিপক্ক সংসদ ভেঙে দিতে হবে। এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে। সকল রাজণৈতিক দলকে সমান সুযোগ প্রদান করতে হবে এবং সভা সমিতি করার জন্য সুযোগ সুবিধা প্রধান করিতে হবে। 
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন  বিএনপি বিশ্বাস করতে চায় নির্বাচন কমিশনের এই সংলাপ বা রোডম্যাপ বা পথ নকশা নিছক কালক্ষেপন বা লোকদেখানো কার্য্ক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। এই সংলাপ যেন প্রহসনে পরিনত না হয় তা কমিশনকেই নিশ্চিত করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের আন্তরিকতা, দক্ষতা এবং নির্ভিক পদক্ষেপ সমগ্র জাতি প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ এবং গ্রহনযোগ্য করার জন্যে বিএনপি ইসিকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়।
 ১৮ টি
    	১৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৮
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন খারাপ কইরা কোন লাভ নাই । এইসব পঙ্গু দলকে দিয়ে কোন আশা নেই।
২|  ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৩৩
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: মামা ভবিষৎবানী করে ফেললেন!!
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৬
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী 
৩|  ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৪১
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৪১
নাইম রাজ বলেছেন: বিপরীত জয় হোক মামা।
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৭
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে না শুধু শুধু নষ্ট করে লাভ নেই।
৪|  ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৫
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৫
লেখা পাগলা বলেছেন: ঠিক বলেছেন।
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৮
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে না শুধু শুধু ঘুম নষ্ট করে লাভ নেই।
৫|  ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৬
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:০৬
চাঁনমিয়া বলেছেন: আপনার এসব ভাবনা গাজাখুরি মনে হচছে।আগামীতে বিএনপি প্লামান্টে আসবে।
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২০
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে।
৬|  ১৬ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১:২৫
১৬ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১:২৫
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর গনতন্ত্র ফিরে আসুক যা আজো বাংলাদেশে এসেছে কিনা সন্দেহ রয়ে যায়।
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২১
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসবে বলে মনে হয় না।
৭|  ১৬ ই অক্টোবর, ২০১৭  বিকাল ৫:১১
১৬ ই অক্টোবর, ২০১৭  বিকাল ৫:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: প্রথম মন্তব্যের উত্তরে সহমত। 
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২০
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৮|  ১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ৮:০০
১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ৮:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখের বেটী জীবনেও এমন ভুল করবে না যে, বি এন পি আবার ক্ষমতায় আসবে...
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৬
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একবার পা পিচল কাঁটলে এ জীবনে তিনারও ফির ক্ষমতায় আসতে আবার জন্ম গ্রহন করিতে হবে ।
৯|  ১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ৯:২৫
১৬ ই অক্টোবর, ২০১৭  রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: আমি কিছু বলবো না
  ১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:০৯
১৭ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বললে কিন্তু ঘুম কইরা দিমু 
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৫
১৬ ই অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: 
 
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।