![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে প্রায় ১৮ ঘন্টা পর খুললেন প্রিয় অপ্রিয় সবার একদম প্রথম কাছের বন্ধু সামু।
কেন ছিল বা কি কারনেই বন্ধ ছিল তা কিছুই জানিনা ।নাকি শুধু আমারই সমস্যা হয়েছিল
তাও বলতে পারি না।তবে যাই হোক আশা করি সব সমস্যা দুর হয়েছে আর তাই হয়ত
এখন ঢুকতে পারছি। অবশেষে ঢুকতে পারায় সামুকে অনেক ধন্যবাদ। ভাইগো ভাই
কাইল বিহালতন কি চিন্তাই না ছিলাম।ব্লগে ঢুকতে না পারায় । আচ্ছা একটা ব্যাপার জানিনা
এইযে কাইল হইতে সামু ব্লগে ঢুকতে না পারার সমস্যা কি শুধু আমারি ছিল নাকি আপনাগোও ছিল ?
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসেন লাগি বাজি।
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় সবারই হয়েছিল।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক এখন তাহলে আশা করি আল্লাহুর রহমতে সবাই ঠিক আছি ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
জুন বলেছেন: আমিও পারছিলাম না হাসু মামা
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু এখন ঠিক আছে।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮
অনিক_আহমেদ বলেছেন: এখানেও একই অবস্থা।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন ঠিক আছে।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
সুমন কর বলেছেন: হুম, গতকাল সমস্যা ছিল। আজ ঠিক হয়ে গেছে।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
কবির আহমেদ (কবির) বলেছেন: আমারও ছিল। গতকাল সামুর সার্ভারে সমস্যা হয়েছিল আজ ঠিক হয়ে গেছে।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
ফয়সাল রকি বলেছেন: কাল বিকেলে একবার লগিন করতে চাইলাম পারলাম না, আজ দেখি পেইজ লোড হচ্ছে।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: বুঝলাম না কি হয়েছিল আবার কালকে ?
১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
মানিজার বলেছেন: উ কি কও মনু । যাউক আমি তু ঢুকি নাই ডুই ডিন মনে হয় ।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: আমি আসি নাই কালকে
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: মামা এই পোষ্টটি মনে হয় ডিলিট মারাই ভাল!!