|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ উত্তাল । চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা এবং ট্রলারকে গভীর সাগরে না যেতে না বলা হয়েছে এবং উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৫৬ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর বলেছেন নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ২:২২
১৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ২:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  
     
২|  ১৯ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:০২
১৯ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: এখন কি অবস্থা ?
  ২০ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:২৪
২০ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের অনেক জায়গায় ভারী বর্ষণ হচ্ছে।
৩|  ২০ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:৪১
২০ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কোন এলাকায় আছেন, মামা?
  ২০ শে অক্টোবর, ২০১৭  ভোর ৪:১০
২০ শে অক্টোবর, ২০১৭  ভোর ৪:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আছি ঢাকার রামপুরা এলাকায় ।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ২:০৫
১৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ২:০৫
তারেক ফাহিম বলেছেন: অবশেষে মামার চোখে পড়ল, মন্তব্য না করি কেমনে, অাবার প্রথম মন্তব্য্র,

প্রথম মন্তব্যকারী হিসেবে কি পেতে পারি মামা