![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সেই ঐশী যে কিনা মালিবাগে নিজ ফ্ল্যাটে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার হ স্ত্রীকে হত্যা করেছিল ।আর সেই পুলিশ ও তার স্ত্রী ছিল ঐশীর নিজেরিই মাতা পিতা। প্রতিটি খারাপের পিঁছনে নিশ্চয় কোন না কোন কারন আছে সূতারাং ঐশী খারাপ হওয়ার
পিঁছনেও কোন না কোন কারন আছে।তবে সে যাই হোক আমি মনে করি বা আমার মতে ঐশীর মত মেয়েদের খারাপ হওয়ার জন্য তাদের অবিভাবক ও এই সমাজ দায়ী আপনাদের মত কি ?
আপনি যতই ক্ষমতাশালী ব্যক্তিবর্গ হন না কেন আপনার সন্তান কখন বাসায় আসে আবার কখন সে বাসার বাহিরে গেল ? এসব খেয়াল
করার দায়িত্ব পিতামাতা হিসেবে কিন্ত আপনারই।সে কি কলেজে ঠিকঠাক মত যাচ্ছে কিনা এবং কলেজে কি ধরনের ছেলে মেয়ে বা কাদের
সাথে সে মিলামেশা করছে এগুল খবরাখবর রাখার দায়িত্বও কিন্ত একজন বাবা মা হিসেবে আপনারই ।
পাঠক কাঠাল গাছে কিন্ত কাঠালই হয় কাঠাল গাছে কিন্ত লিচু হয় না। যে যেরকম করবে ঠিক সে সেরকম ফলই পাবে । টক ফল গাছে
মিষ্টি ফলের আশা করা যাবে না ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: অবশ্যই সন্তানদেরকে একটা সময় পর্যন্ত সন্তানের দিকে অনেক বেশি খেয়াল রাখা উচিত , তার স্কুল ব্যাগ প্রথম থেকে খোলা বন্ধ করেতে হবে তারসাথে
বন্ধু সুলভ আচরণ করতে হবে । তার অবুঝ মনটাকে বুঝতে হবে । তাকে ভাল আর মন্দের পার্থক্য বোঝতে হবে ।
একসাথে সব বোঝাতে যাবেন না । বয়স এবং সময়ের সাথে তাল মিলিয়ে তার কানে কৌশলে বোঝটা হবে । মাকে সন্তানের জন্য অনেক সময় দিতে হয়
এটা অগ্রাজ্য করার উপায় নাই ।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু সুন্দর মতামত দিয়েছেন। ধন্যবাদ । আশা করছি আপু আপনাদের মতামত গুলো পাঠকদের কাজে আসবে।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা মা যতই খারাপ হোক না কেন
কোন পিতা-মাতাই চান না তাদের
সন্তান খারাপ হোক। তবে পারিপার্শ্বিকতা
সন্তান খারাপ হবার প্রধান কারণের অন্যতম।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই সুন্দর ও মূল্যবন বক্তব্যের জন্য।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অভিভাবকের দায়িত্বই প্রধান। তাঁরা কোনভাবেই এর দায় এড়াতে পারেন না।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মতামত ভালো লাগল।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
দি রিফর্মার বলেছেন: উদ্ভট উটের পিঠে চলেছে দেশ। ছেলে মেয়েদের জন্য অবসর সময় কাটানোর কোন ব্যবস্থাই বর্তমানে নাই। নাই কোন Extra Curriculum Activities. হাতে তুলে দিচ্ছি মোবাইল আর ট্যাব। খেলছে ব্লু হোয়েল। এই বিষয়ে অভিভাবকদের কোন চিন্তা নাই। চিন্তা শুধু Golden A+. শিশুদের পিঠে বইয়ের বোঝা। এই অবস্থার অবসানে অভিভাবক ও সমাজপতিদের দ্রুত এগিয়ে না আসলে ঐশীদের সংখ্যা দিন দিন বেড়েই চলবে। কয়জনকে মৃত্যুদন্ড দিবে আদালত???
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কমেন্ট সহমত।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
নাহিদ ২০১৯ বলেছেন: বর্তমানের যে ৪ জি যুগ আসছে একটু চোখের আড়াল হইলেই ইয়াবা খাওয়া শিখে ফেলতেছে
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।খুব সতর্ক হতে হবে।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯
আবু তালেব শেখ বলেছেন: যথাসময়ে ঐশীকে নিয়ন্ত্রন করা হয়নি।
তাই তার অভিভাবোক দায়ী
শাস্তিও পেয়েছে
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে যে পাপ করবে সে সে শাস্তিও পাবে।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬
লেখা পাগলা বলেছেন: অভিভাবক এবং এ সমাজ কোনভাবেই এর দায় ভার এড়াতে পারেন না ।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮
শোভ বলেছেন: ভাই আপনার সাথে একমত , কিন্তুু কাঠল নামটা কেমন জানি হয়ে গেল ।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কাঠাল হবে ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
অনল চৌধুরী বলেছেন: চোর,ঘুষখোর,দুর্নীবাজ,মদ-নেশাখোর,পরকিয়াকারী বাবা-মা‘র সন্তান ভালো হবে কিভাবে? বাবা-মা যেমন,সন্তানও তেমন হবে।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে সব বাবা মাই চায় তার সন্তান মানুষের মত মানুষ হোক।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
তারেক ফাহিম বলেছেন: প্রাথমিক শিক্ষা তথা পরিবার শিক্ষা থেকে যদি কোন শিশু ফেল মারে তাহলে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম কোন অযৌক্তিক কিছুনা আমার মতে।
ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও ঠিক।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
প্রামানিক বলেছেন: বলার কিছু নাই।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো দেখছি ভাই।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩
হিম বাহ বলেছেন: ড্রাগ বা নেশাই ওকে ঘাতক বানিয়েছে। সমাজের আর সেই সাথে আমাদেরও দায় আছে
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দায় অস্বীকার করার কোন পথ নাই।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১
অাসাদুজ্জামান লিটন বলেছেন: ঐশীর খারাপ হওয়ার জন্য কথিত প্রতিটি সুনাগরিক দায়ী। আমরা আমাদের নিজ নিজ এলাকার মাদক বা সন্ত্রাস সম্পর্কে প্রশাসনকে কতটুকু তথ্য দিয়ে সাহায্য করে থাকি? ঐশীর সৃষ্টি একদিনে হয় নাই। যারা ঐশীকে মাদকের পথে হাত ধরে নিয়ে গেছে তারা ভুত বা পেত্নি নয় তারাও দৃশ্যমান মানুষ আমাদের চোখের সামনে দিয়েই ঘোরা ফেরা করেছে তবুও আমরা বাধা তো দেই নাই এমন কি প্রশাসনকেও জানানোর প্রয়োজন মনে করি নাই। ফৌজদারি কার্য বিধির ভাষ্য অনুযায়ী প্রতিটি সুনাগরিকেরই দায়িত্ব সমাজের অসঙ্গতিপূর্ণ সকল কর্ম কাণ্ড সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনকে তথ্য প্রদান করতে হবে। এবার আপনারাই বলুন ঐশী সৃষ্টির পিছনে কি সমাজ , বাবা-মা নাকি নিজেদের সু নাগরিক হিসেবে পরিচয় দানকারী আমরা নিজেরাই দায়ী ? ধন্যবাদ সুন্দর লেখনির জন্য ।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আমাদের নিজ নিজ এলাকার মাদক বা সন্ত্রাস সম্পর্কে প্রশাসনকে কতটুকু তথ্য দিয়ে সাহায্য করে থাকি?
দিয়েও কোন লাভ নেই ঘুষের বিনিময় সব উল্টাপাল্তা হয়।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাকে অনেকে পুলিশের চাকুরির পাপ হিসেবেও বলে থাকেন। কারণ, তেনাদের মধ্যে সৎ খুবই কম...
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম কি আর করার।
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২২
নাইম রাজ বলেছেন: ভালা কইছেন ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫
অাসাদুজ্জামান লিটন বলেছেন: হা.. হা বিচার মানেন তালগাছটি সত্যি আপনার। পুলিশ এবং পুলিশের পরিবার সম্পর্কে কতটুকু জানেন আপনি? পুলিশের চাকুরীর পাপ ! এই কথাটি আক্ষরিক অর্থে আপনি কি বুঝাতে চাইছেন ? একটু বুঝিয়ে বলবেন কি? তেনাদের মধ্যে সৎ খুবই কম... বাহ দারুণ বলেছেন আমি বা আপনি কতটুকু সৎ নিজ নিজ ক্ষেত্রে একটু ভেবে বলবেন কি। নিজের নামটি না লিখে “বিচার মানি তালগাছ আমার” লিখেছেন এ থেকে কিছু হলেও প্রতীয়মান হয় আপনি কতটা সৎ। ধন্যবাদ ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাই বলেন এখন মানুষ লাক্ষ লাক্ষ টাকা দিয়েও মানুষ কোন স্বার্থে পুলিশের চাকুরি করতে চায় কে জানে।
১৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৫
অনল চৌধুরী বলেছেন: সব পেশাতেই মানুষ সুযোগ পেলে দুর্নীতি করে।তবে পুলিশের চাকরী করে কিন্ত ঘুষ খায়না,এমন লোক হাতে গোণা যাবে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
অনল চৌধুরী বলেছেন: বিচার মানি তালগাছ আমার-এটা প্রতীক অর্থে লেখা।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
হাফিজ রাহমান বলেছেন: আপনার অভিমতের সাথে আমি সহমত পোষণ করতে বাধ্য। মাতা পিতার অবহেলাতেই ছেলে সন্তান বিপথগামী হয়- এটি একটি স্বতঃসিদ্ধ কথা। মাতা পিতা দায়িত্ব সচেতন হলে সন্তান সুসন্তান হয়েই গড়ে উঠে। ব্যতিক্রম যে নেই তা নয়। তবে তার পরিমাণ খুবই স্বল্প।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
অভিনন্দন হাসু মামাকে, এই মেয়ের বিষয়টি আলোচনায় আনার জন্য।
১০. অনল চৌধুরী বলেছেন: চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মদ-নেশাখোর, পরকিয়াকারী বাবা-মা‘র সন্তান ভালো হবে কিভাবে? বাবা-মা যেমন, সন্তানও তেমন হবে।
-একদম করেক্ট। ধন্যবাদ অনল চৌধুরী্।
১৮. অনল চৌধুরী বলেছেন: সব পেশাতেই মানুষ সুযোগ পেলে দুর্নীতি করে। তবে পুলিশের চাকরী করে কিন্ত ঘুষ খায়না, এমন লোক হাতে গোনা যাবে।
-সঠিক।
১৫. বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাকে অনেকে পুলিশের চাকুরির পাপ হিসেবেও বলে থাকেন। কারণ, তেনাদের মধ্যে সৎ খুবই কম...
-একেবারে খারাপ বলেছেন বলে মনে হয় না।
১৭. অাসাদুজ্জামান লিটন বলেছেন: হা.. হা বিচার মানেন তালগাছটি সত্যি আপনার। পুলিশ এবং পুলিশের পরিবার সম্পর্কে কতটুকু জানেন আপনি? পুলিশের চাকুরীর পাপ ! এই কথাটি আক্ষরিক অর্থে আপনি কি বুঝাতে চাইছেন ? একটু বুঝিয়ে বলবেন কি? তেনাদের মধ্যে সৎ খুবই কম... বাহ দারুণ বলেছেন আমি বা আপনি কতটুকু সৎ নিজ নিজ ক্ষেত্রে একটু ভেবে বলবেন কি। নিজের নামটি না লিখে “বিচার মানি তালগাছ আমার” লিখেছেন এ থেকে কিছু হলেও প্রতীয়মান হয় আপনি কতটা সৎ। ধন্যবাদ ভাই।
-ভাই, আপনি কি পুলিশে চাকরি করেন? করলে অবশ্যই খুশি হব। আর মনে করব, একজন সত ব্যক্তির সাথে ডিসকাশন হল, যিনি পুলিশে আছেন। এতে রাগের কি আছে? পুলিশের চাকরি নিশ্চয়ই খারাপ কিছু নয়। অবশ্যই এই বাহিনী মাটি ও মানুষের প্রয়োজন পূরনের মহান এবং ঝুঁকিপূর্ন একটি দায়িত্বে নিয়োজিত। কিন্তু এই পেশাটিকে মানুষ আজ ঘৃনার চোখে দেখে। এর কারন কি? আমার মনে হয় এটা এ কারনে যে, আমরাই, এই বাহিনীরই কিছু লোক নৈতিকতা হারিয়ে এই মহত পেশাটিকে সবচে' ঘৃনিত এবং নিচু স্তরে নামিয়ে নিয়ে এসেছি। নিতান্ত দায় ঠেকা ব্যতিত মানুষ আজ আর পারতপক্ষে পুলিশের দারস্থ হওয়ার ঝুঁকি নিতে চান না। কারন, তাদের মনে-মগজে একথা বদ্ধমূল হয়ে আছে, পুলিশের কাছে যাওয়া মানে আক্কেল সেলামীর খপ্পড়ে পড়া। তদুপরি, স্বীকার করতে হবে, এখনও সত এবং দক্ষ পুলিশ আমাদের বাহিনীতে রয়েছেন। এক টাকা ঘুষ খান না এমন ব্যক্তিও আছেন। যদিও তাদের সংখ্যা হয়তো জ্যামিতিক হারে কম! তবু, আলহামদুলিল্লাহ।
অন্যদিকে দেখুন, ঐশির বাবার বেতন কত ছিল? তিনি তার মাসিক মোট বেতনের চেয়ে কত টাকা বেশি ভাড়ার বাসায় বসবাস করতেন? তার বাড়তি আয়ের সোর্স কি ছিল? এগুলো পত্র-পত্রিকায় বিস্তারিত এসেছে। মানুষ এইসব দেখে দেখে পুলিশের চেহারার চিকনাই মেলানোর চেষ্টা করে। সুতরাং, মানুষের দোষ কোথায়?
প্রত্যেকের জন্য শুভকামনা। আল্লাহ পাক আমাদের নৈতিকতাপূর্ন জীবন যাপন করার তাওফিক দিন। আমাদের পুলিশ বাহিনীর ভেতরে যোগ্য, দক্ষ, সত লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। বাহিনীর প্রতিটি ব্যক্তিতে সততার গুনে গুনান্বিত করুন। প্রত্যেককে আখেরাতে আপনার সামনে জবাবদিহি করার অনুভূতি দান করুন। আমীন।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো এবং যুক্তিমূলক হয়েছে আপনার মন্তব্য।
২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পুলিশে ভালো লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল তারপরও কিছু ভালো যা হাতের আঙ্গুলে গনা যাবে!
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইয়েস ঠিক ।
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ অাসাদুজ্জামান লিটন কে বলছি। সম্ভবত আপনি পুলিশে চাকুরী করেন। মাদক সম্পর্কে পুলিশকে বলতে গেলে উল্টা যে বলতে যাবে তাকেই ফাসিয়ে দেবে এমন হাজারো রেকর্ড পুলিশের আছে। শোনের সাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা না করাই ভালো।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইয়েস এটাও ঠিক ।
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক মামা
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী আপা।
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ আসাদুজ্জামান - আমি বিশ্বাস করতে চাই আমাদের পুলিশ সৎ ও ভালো। সবাই অসৎ না এটাও আমরা জানি। কিন্তু আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন আর আপনি যদি পত্রিকা, টিভিতে নজর রাখেন তাহলে আপনাকে মানতেই হবে ওয়াসা, তিতাস, ডেসা, বি আর টি এ, কাস্টমস, পুলিশ - এখানে সংখ্যাগরিষ্ঠ সৎ নাকি অসৎ। আমার একটা পোস্টে আমি প্রশ্ন রেখেছিলাম, এই সব অসৎ কর্মকর্তারা কীভাবে ছেলে মেয়ের চোখে চোখ রেখে কথা বলেন? বাবুল আক্তারের মত লোক এখন নিজের স্ত্রী হত্যার সাথে জড়িত হওয়ার অভিযোগ এসেছে। তিনি নিজেও কি পেরেছেন পুলিশ হয়ে নিজ স্ত্রী হত্যার সুরাহা করতে?
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই উপযুক্ত এবং যুক্তিমূলক কথা বলার জন্য।
২৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১
অাসাদুজ্জামান লিটন বলেছেন: ভাইজান, আমি পুলিশে চাকরি করিনা।এতে আপনি মনে কষ্ট নিবেন না। আপনার ডিসকাশন হচ্ছে একজন অতি সাধারণ দিনমজুর শ্রমিকের সাথে । ভাইজান আমার লেখায় কি রাগ বা ক্রোধ প্রকাশ পেয়েছে ? যে কারনে রাগ করেছি বললেন?
পুলিশের চাকরি নিশ্চয়ই খারাপ কিছু নয় আপনার এ কথা শতভাগ সত্য। সাথে আমি বলব এটা একটি মহৎ পেষা যেহেতু পুলিশের কারণে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি।বাহ দারুণ বলেছেন, “এই বাহিনী মাটি ও মানুষের প্রয়োজন পূরণের মহান এবং ঝুঁকিপূর্ণ একটি দায়িত্বে নিয়োজিত” ধন্যবাদ আপনাকে।
পেশাটিকে মানুষ আজ ঘৃণার চোখে দেখে? যদি তাই হবে তবে এখনো কি কারণে পুলিশে ভর্তির সার্কুলার দেখা মাত্র লক্ষাধিক আগ্রহী প্রার্থী হুমড়ি খেয়ে আবেদন করে? যদি আপনার কথা সত্য হয় তবে হিমুরা ফুল দিয়ে পুলিশ কে ধন্যবাদ জানায় কি কারণে? যদি ঘৃণাই করবে তবে থানায় প্রতিদিন শত শত মানুষ সাহায্য চাইতে আসে কি কারণে? আপনি বা আমি কোন অপরিচিত এলাকায় ঠিকানা খুঁজে না পেলে দুজন মানুষের ভিতরে একজন পুলিশের কাছে ঠিকানা জানতে চায় কি কারণে?আসলে আপনার এ প্রশ্নের জবাব দিতে গেলে রাত শেষ হয়ে যাবে যুক্তি শেষ হবে না।
“আমার মনে হয় এটা এ কারণে যে, আমরাই, এই বাহিনীরই কিছু লোক নৈতিকতা হারিয়ে এই মহত পেশাটিকে নামিয়ে নিয়ে এসেছি” আপনার এ কথা যেমন সত্য তেমন এ কথাও সত্য যে পুলিশ দ্বারা যাদের স্বার্থ উদ্ধার হয়না ওই সব গুটি কয়েক মানুষ তিলকে তাল বানিয়ে এই বাহিনীর বদনাম করে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে।
আপনি বলেছেন নিতান্ত দায় ঠেকা ব্যতীত মানুষ আজ আর পারতপক্ষে পুলিশের দ্বারস্থ হওয়ার ঝুঁকি নিতে চান না।সত্য কথা -শুধু আজ নয় এ বিষয়টি ব্রিটিশ আমল থেকে চলে আসছে কারণ পুলিশ সম্পর্কে মগজে কিছু ভ্রান্ত ধারনা ঢুকে আছে তাই পুলিশ ও জনগণ আজো পুরপুরি বন্ধু হতে পারে নাই । হয়ত শুনেছেন আগের দিনে মায়েরা বাচ্চাদের ঘুম পড়াত পুলিশ বা জুজু বুড়ির ভয় দেখিয়ে।যে শিশুটিকে পুলিশের ভয় দেখিয়ে ঘুম পড়ানো হয় সেই শিশুটি বড় হয়ে যে শত্রু ভেবে পুলিশকে আক্রমণ করবেনা এর নিশ্চয়তা কি?
পুলিশের কাছে যাওয়া মানে আক্কেল সেলামীর খপ্পরে পড়া শতভাগ সত্য না হলে ঘটনা সত্য তবে এ ধরনের আশংকা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেবা চাইবেন দেখবেন বিষয়টি উল্টো এবং আশাকরি অতি সহজেই সমাধান পেয়ে যাবেন ।
আপনি ঐশীর বাবার বেতন,বাড়ি ভাড়া সহ অন্যান্য বিষয়ে জানতে চেয়েছেন আসলে যে বিষয়টি সম্পর্কে জানি না সে বিষয়ে উত্তর কি দিব কি করে? যদি বলেন ঐশীর বাবা অসৎ তাই তার সন্তান এমনটা করেছে তবে আমি বলব একজন স্কুল শিক্ষকের সন্তান কিভাবে মাদক আসক্ত হয়? কি ভাবে উত্তরার মত জায়গায় আলিশান বাড়ির মালিক হয়?
একজন মানুষকে দোষ দিব?এত সাহস আমার নাই।যেহেতু প্রসঙ্গ ছিল ঐশী সেহেতু আমি সংক্ষেপে এতটুকুই বলতে চাই আমরা প্রত্যেকে যদি নিজ নিজ এলাকার মাদক ও মাদক ব্যবসায়ীদের মূল তুলে ফেলতে পারি তবে আর কোন দিন কোন মানব সন্তান ঐশী হিসেবে সমাজে প্রকাশ পাবেনা। আর তাই সংবিধান অনুযায়ী সুনাগরিক হিসেবে প্রধান দায়িত্ব সমাজের সকল প্রকার অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহীনিকে সহযোগিতা করা।
যদি পুলিশকে বিশ্বাস না হয় সেই ক্ষেত্রে র্যাবসহ আরও অনেক সংস্থা আছে তাদেরকেও জানানো যায়।
আপনার মন্তব্য খুবই ভালো লেগেছে আর তাই আপনি সহ সকলের জন্যও রইল শুভকামনা। আলোচনায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আপনার লেখনীতে এটা প্রকাশ পায় আপনি একজন ভালো লেখক।তাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ (নতুন নকিব)
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অাসাদুজ্জামান লিটন ভাই বেশ জমে উঠেছে কিন্ত আলোচনা পর্ব । সবার জন্য শুভ কামনা থাকল।
২৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮
অাসাদুজ্জামান লিটন বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি হাজার প্রমান পেয়েছেন ?বাহ দারুন। প্রত্যক্ষ না পরোক্ষ ? সাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করছি ? হা হা আপনিতো বিলেত ঘুরে মক্কা যাচ্ছেন। হুজুকে নয় বাস্তবতায় আসুন। ধন্যবাদ ভাই
২৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৪
অনল চৌধুরী বলেছেন: মানুষ নিজেদের জীবন-সম্পদ আর সন্মান রক্লার জন্য একমাত্র পুলিশ ছাড়া তাৎক্ষণিকভাবে অন্য কোন পেশার ব্যক্তির কাছে যায় না।বৈধ কোন পেশা খারাপ না,খারাপ হয় মানুষ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খাটি ও মূল্যবান কথা বলেছেন ভাই। ধন্যবাদ ।শুভকামনা ।
২৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮
নতুন নকিব বলেছেন:
ভাই আসাদুজ্জামান লিটন,
কষ্ট করে দীর্ঘ এবং সুন্দর মন্তব্যে আবারও অভিনন্দন। আসলে আমাদের বোধ হয়, বিবেক মরে গেছে ভাই। নারায়নগঞ্জের লোমহর্ষক সেভেন মার্ডারের কথা মনে পরে গেল নতুন আরেক কাহিনী শুনে। সততার নমুনা দেখে আসতে পারেন প্রথম আলোর নিচের লিঙ্কে গিয়ে-
মুক্তিপণের টাকাসহ ডিবির দলকে আটক করেছে সেনাবাহিনী
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই সত্য বিবেক মোর গেছে মরিয়া
কি আর হবে সত্য মিথ্যা যাচাই করিয়া।
৩০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩
অাসাদুজ্জামান লিটন বলেছেন: মুখে মিষ্টি । ঘটনা সত্য হলে তাদের এই অনৈতিক কাজের জন্য কঠিন ও কঠোরতম শাস্তি দেয়া হউক। ধন্যবাদ ভাই # নতুন নকিব
৩১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫
অাসাদুজ্জামান লিটন বলেছেন: ভিাই লেখক সত্যি দারুন লাগছে এই জমে ওঠার আড্ডা । অসাধারন
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭
নীলপরি বলেছেন: পরিবেশের একটা প্রভাব থাকেই ।