|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সরকারে ভিতরে ভিতরে চলছে দণ্ড যা বুঝার মত ক্ষমতা কারো নাই। যেমন ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র 
আনিসুল হক সাহেবকে দিয়েই ধরা যাক । আমাদের জানা মতে উনি বেশ কিছুদিন যাবর্ত শরীর অসুস্থ নিয়ে
বিদেশ গেছেন চিকিৎসা করানোর জন্য।এবং উনার মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগও ধরা পড়েছিল। 
আর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। এক কথায় আমাদের জানা মতে আনিসুল হক সাহেব 
বিদেশে এখনও মনে হয় চিকিৎসাধীন অবস্থায় আছেন । একজন সরকারী কর্মকর্তা বেশ কিছুদিন ধরেই বিদেশর 
মাটিতে চিকিৎসা করাচ্ছেন অথচ তার শরীর কি ভালোর দিকে না খারাপের দিকে তার কিছুই আমরা বলতে পারি না
 বা জানি না । এমন কি এ বিষয় কোন মিডিয়া সংবাদ পত্রেও লেখা ওঠে না । এ বিষয়টি আমার মাথায় ঢুকছে না।
এ বিষয় নিয়ে যেহেটু কোন ছাড়া শব্দ নেই এতেই বোঝা যাচ্ছে সরকার মন্ত্রী মহাদয়গনদের ভিতরে ভিতরে অবস্থা বেশি 
ভালো চলছে না।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ১২:৪০
২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ১২:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও ঠিক বলেছেন তবু চিন্তার বিষয় ।
২|  ২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:১০
২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ৩:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খবরে এসেছে আনিসুল হকের অনুপস্থিতিতে দখলমুক্ত জায়গাগুলো আবারও দখল হয়ে গিয়েছে। আমি এই দেশটাকে নিয়ে আর কিছুদিন পর স্বপ্ন দেখাও বন্ধ করে দিব...
  ২৬ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৪
২৬ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু আপনেই না ভাই আজকাল অনেকেই এদেশকে নিয়ে আর ভাবে না
৩|  ২৬ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:০৮
২৬ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: আফনের সাথে একমত হইতে পালাম না মামু!
  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৪৫
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরে বুঝবেন 
৪|  ২৬ শে অক্টোবর, ২০১৭  বিকাল ৩:৫৮
২৬ শে অক্টোবর, ২০১৭  বিকাল ৩:৫৮
আবু তালেব শেখ বলেছেন: বুঝিনা কি চলছে। তবে ভীত শক্ত আছে এখনো।ক্লিক
  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৪৫
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:৪৬
২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:৪৬
বর্ষন হোমস বলেছেন:
শুধু মাত্র মিডিয়ায় কোন খবর নাই এর উপর নির্ভর করে এত বড় ধরণের সিদ্ধান্তে চলে গেলে হবে না।আমদের মিডিয়া আলোচিত বিষয় নিয়ে সরগরম থাকে এবং যেকোন ফালতু ম্যাটার কে আলোচনার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসতে সাহায্য করে।যেমনঃকিছুদিন প্রধান বিচার পতিরে নিয়া গেঁজাইছিলো।এখন এইটা বন্ধ।