নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

চ্যাটের বাল আব্দুলা_আব্দুল্লার অর্থ মানে কি আপনি জানেন ? দয়া করে ভাষায় সংযোত হন

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

আজ কাল পথে ঘাটে যে কোন জায়গায় ঝগড়া বিবাদ বা কথা কাঁটাকাটি হলেই আমরা
হুট করে একজন আরেকজনকে বলে ফেলি চেতের বাল আব্দুলাহ । আসলে আমরা কি কেও
ঠিকমত জানি যে চেতের বাল আব্দুলাহ বলে ভাষা খারাপ করছি সে আব্দুল্লাহর মানে কি ?
আব্দুল্লাহ শব্দের সাথে অনেক সম্পর্ক জড়িত আছে তবে সর্ব প্রথম যে বিষয়টি হল যে
আমরা না জেনে শুনে কতবড় অন্যায় পাপ করছি তা নিজেরাও বলতে পারি না ।
যেমনঃ আব্দুল্লাহর অর্থঃ আল্লাহর বান্দা।
অন্যদিকে আমাদের প্রিয়নবী বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) এর বাবার নামও আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব
ছিল। তাই আমরা যখন একে অপরের সাথে কথা বলবো দয়া করে যেন আমরা ভাষায় সংযোত থাকি।
ছোট ছোট ভুলেই কিন্ত আমরা অনেক বড় বড় পাপ করে ফেলছি।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: কথা ঠিক

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শব্দটা হবে , চ্যাটের বাল :)

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

রাসেল উদ্দীন বলেছেন: এসব স্পর্শকাতর বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত!

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী আমিও সেটাই বলতে চেয়েছি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুধু এই কথায়ই নয়, আমরা অনেকেই না জেনেই আরও অনেক ভুল করে থাকি। যেমন- রহীম, জব্বার, সাত্তার, রাজ্জাক অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের সাথে তার বান্দা হিসেবে যেসব নাম রাখা হয়। যেমন রহীম এটা আল্লাহর গুণবাচক নামের একটি, এখন কোন মানুষ রহীম হতে পারে না বরং আবদুর (গোলাম বা বান্দা) রহীম হতে পারে। মানে হল রহীমের বান্দা।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা মানুষ বুঝে না বুঝে কেন এই ভুলগুলো করে।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: অল্প কথায় ভালো লিখছেন।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

ধ্রুবক আলো বলেছেন: কথা ঠিক। খুব সুন্দর বক্তব্য রেখেছেন। ধন্যবাদ। আমাদের জানায় ও হুটহাট কথা বলে ভুলে আছে। যেগুলো সংশোধন জরুরি।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী আলো ভাই এসব ছোট ছোট বিষয়গুলো সংশোধন জরুরী হয়ে পড়েছে।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

নাইম রাজ বলেছেন: কথা খারাপ বলেন নাই।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


ভাষা সমস্যা

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব সমস্যার সমাধান খুবই জরুরী।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গালিরও আবার ভাষাজ্ঞান!

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি যা মনে করেন।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

আল ইফরান বলেছেন: না বুঝে এইভাবে আমরা অনেক শব্দই ব্যবহার করি যা খুব ভালো অর্থ বহন করে না।
তবে আমরা যারা জানি বা বুঝি তাদের মনে হয় এই গালিগুলো ব্যবহারের আগে সতর্ক হওয়া দরকার আছে।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাই আর যারা না বুঝে তাদেরও বোঝাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.