|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সরি আপু ইচ্ছে করে আমার শরীর আপনার শরীরকে স্পর্শ করে নি ।
না জেনে শুনেই এই দুর্ঘটনা। তাছাড়া আপু রাস্তায় চলতে গেলে যে কোন ধরনের
দুর্ঘটনা ঘটতে পারে আর এতে শুধু এক জনের যেমন দোষ হতে পারে না;তেমন 
অনেক সময় দুই পক্ষের কোন পক্ষেরই দোষ থাকে না।যেমন এই যে এখন আপনার
শরীরের সাথে আমার শরীর টা হালকা লেগেছে তাতে আপনি ক্ষেপে গেছেন আসলে 
বিশ্বেস করেন আপু আমি ইচ্ছে করে আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শ
লাগাইনি । 
না কে শুনে কার কথা,মেয়েটির বয়স ১৮ + ২ = ২০ হবে ।মেয়েটির একটি কথাই আপনাদের মত পুরুষদের 
আমাদের চেনা আছে; লুচ্চা বদমাইশ লোক,মেয়ে মানুষ দেখলে হুস থাকেনা না তাই মেয়ে মানুষের
শরীরের উপর ঝাপিয়ে পড়া ।
এটা কি বলছেন আপু ঝাপিয়ে পড়লাম কোথায় ? শুধু আপনি আসছেন আমি যাচ্ছি আর
আপনার শরীরের সাথে হয়ত আমার শরীর হালকা টাচ লেগেছে তাতেই এই অবস্থা ।
কোন ভাবেই মেয়েটি লোকটির কথা বিশ্বাস করছিলনা । আর যে লোকটির সাথে এ ঘটনা
লোকটিও ভদ্র এবং ভালো মানুষ। ঘটনা ক্রমে হয়ত মেয়েটির শরীরের সাথে তার শরীরের
স্পর্শ লাগতে পারেই,যেহেতু ঢাকা শহর একটি ব্যস্ততম শহর আর এখানে সকালের ফজর
নামাজ আদায়ের পর হতে মানুষ কর্ম জীবনের ব্যস্ততায় ছুঁটে পরেন সেই মাঝ রাত্রি অবধি,
আর এই ছুঁটৈ চলার মাঝেই অনেক সময় ঘটে যায় কত ধরনের ছোট ছোট দুর্ঘটনা ।হ্যা
এটা সত্য সবাই ভালো না আবার তেমন ভাবে ভাবলে সবাই যে খারাপ তাও না;খারাপ ভালো
মিলেই এ শহরের অবসান ।
যাই হোক মেয়েটি এক পর্যায় উত্তেজিত হয়ে চেচামেচি করাতে রাস্তায় বেশ মানুষ জরো হয়ে গেলে
কয়েকজন মিলে মেয়েটিকে এবং ছেলেটি উভয় পক্ষকে বুঝিয়ে শুনিয়ে দিতে চাইলেন এতে ছেলেটি
ওখান থেকে চলে গেল তার গন্তব্যে কিন্ত মেয়েটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটিকে খুব বকাঝোকা
করতেই ছিল ।
 ৩৪ টি
    	৩৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৬
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু করা প্রয়োজন।
২|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৬
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৬
সাগর শরীফ বলেছেন: একবার আমিও এই ঘটনার স্বীকার হইছিলাম । কলেজ যাবার পথে । পরে কলেজ গিয়ে দেখি সে আমাদের কলেজেরই একই বিল্ডিংয়ের অন্য কোন ডিপার্টমেন্টের ছাত্রী । রাস্তার পর কলেজ বারান্দায়ও আরেক দফা গ্যাঞ্জাম লেগে গেল , তাও সেই’ই পায়ে পাড়া দিয়ে লাগাল ঝগড়া । দিনটাই ধুলা করে দিল মেয়েটা ।
  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৮
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা এরকম ছোট ছোট ঘটনা অনেক সময় ভয়াবহ আকার ধারন করে।
৩|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৫
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৫
বানেসা পরী বলেছেন: কেউ কেউ ইচ্ছা করে ধাক্কা লাগায় আবার কারো কারোরটা দূর্ঘটনা বশত: হয়ে যায়। পরিস্হিতি আর মানুষের মেন্টালিটির উপর অনেকটা ডিপেন্ড করে। এ্যাক্সিডেন্টলি ধাক্কা লাগলে সেটা সহজভাবে মেনে নিতে হবে। তবে যদি মনে হয় যে কেউ ইচ্ছা করে এমনটা করেছে তাহলে অবশ্যই প্রতিবাদ করা উচিত।
  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২০
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও পোস্টে উল্লেখ্য করেছি মেয়ে বা ছেলে সকলের চরিত্র এক নয়।
৪|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৬
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৬
ভাললাগে না বলেছেন: একবার কোন এক ভদ্রলোকের সাথে হেটে যাচ্ছিলাম। জরুরী কাজে কাজে যাচ্ছিলাম আর জরুরী কথা বলার জন্য পাশে হাটাও দরকার ছিল। হঠাৎ করেই একজন ভদ্র মহিলার সাথে জোরেই ধাক্কা খাই। ভয়ে কোন রকমে সরি বলেই কেটে পড়ি। আল্লাহ্ মালুম দাড়িয়ে থাকলে কি হত!!??
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১০
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর হত বড়জোর মুখের জগীং দেখা আর শোনা লাগত। 
৫|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৭
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছূ সুযোগ সন্ধানী যেমন আছে, তেমনি কিছু ওভার সেনসিটিভ মহিলাও আছেন! দুটোই বিরক্তিকর!
একদিন এমন এক মহিলা দীর্ঘক্ষণ এমন করতেই থাকলে বেচারা গুমরা মূখৈ লজ্জ্বায় লাল হয়ে গেছিল! পরে হালকা কিছূ ডায়লগ দিতে মহিলা চুপ করেছে  
 
এমন সেনসেশন নিয়ে এখন পুরুষদেরওতো চলতে কষ্ট হবে। কারণ রংধনু প্রজন্ম অধীকারের জন্য লড়ছেই   ভীরের মাঝৈ পুরুষে পুরুষে তো কত ধাক্কাধাক্কি, ঠৈস ঠুসে দাড়িয়ে থাকতে হয়!  হায় কি হবে? যদি পিছনে গে থাকে
  ভীরের মাঝৈ পুরুষে পুরুষে তো কত ধাক্কাধাক্কি, ঠৈস ঠুসে দাড়িয়ে থাকতে হয়!  হায় কি হবে? যদি পিছনে গে থাকে   
    
   
   
   
   
  
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৯
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর করার দুনিয়াতা যেভাবে চলবে সে ভাবে আমাদেরকেও চলতে হবে । তাছাড়াও নারী পুরুষতো সমান অধিকারী তাই নারী
পুরুষও  ধাক্কাধাক্কি, ঠৈস ঠুসে দাড়িয়ে যাতায়েত করতে হবে কিছু করার নাই  
৬|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:৪৯
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাদ্গাজী ভাই সঠিক বলেছেন।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২০
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু করা প্রয়োজন।
৭|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৮
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:৫৮
প্রামানিক বলেছেন: অনিচ্ছা সত্বেও কিছু ঘটনা ঘটে থাকে।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২২
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা অবশ্য সেটা বেশির ভাগ নারীরা বুঝতে চান না আর সমস্যাটা ওখানেই হয়।
৮|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৬
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৬
কবীর বলেছেন: 
আমার বয়স ১৮ হয়নি আমি কী এ গল্প পড়তে পারবো?  
  
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৩
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পড়তে পারেন তয় পথঘাটে সাবধানে চইলেন। 
৯|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:২৬
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন, সমান অধিকারের দাবী তোলার সময় একথা খেয়াল থাকেনি?
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৮
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১০:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ ভুল হইয়া গেছে এইবারের মত মাপ কইরা দেন । 
১০|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৫
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৩৫
লেখা পাগলা বলেছেন: এ কেমন কথা ভাই। 
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৪
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১১|  ২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:০৭
২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
অনাকাঙ্খিত এমন ঘটনা ঘটতেই পারে,
ধুলা,বালি, মশা মাছির উপদ্রব এমরা
মেনে নিয়েই শহরে বাস করতে বাধ্য হই,
গাঁ সওয়া হয়ে গেছে, এটাও তেমনি।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১২
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা সেটাইতো ভাই।
১২|  ২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:৪০
২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁশ করে পথেঘাটে চলতে হয়।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৫
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার হুশ জ্ঞান ঠিক রাইখেন কইলাম। 
১৩|  ২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:৫২
২৮ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১:৫২
শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,
সেদিন দক্ষিন অঞ্চলে বাসে করে দাড়িয়ে যাচ্ছি-কিছুক্ষন পর আমার পাশ থেকে এক মহীলা ছিট থেকে উঠে পড়লে আমি সেই ছিটে বসে পড়লাম। পাশে আরেকটি মহীলা সারা সরীর কাপড় দিয়ে ব্যান্ডেজ মত করে কাঠ হয়ে বসে আছে-চোখ দুটোও দেখতে না পাওয়ার মত করে ফাকা করে রেখেছে। তো আমি ছিটে অর্ধেক বসতে পেরে ওনাকে বললাম একটু চেপে বসা যাবে? তারপর উনি কি বুঝে-আমার আর ওনার মাঝ খানে আরো অতিরিক্ত একটি ব্যাগ গুজে দেওয়ার চেষ্টা করছেন। আমি ভাবলাম জ্ঞানের যথেষ্ট আভাব আছে। তাকিয়ে দেখি বেশ দুরে একজন দানব মত গোফওয়ালা লোক-ওনাকে ডেকে বললাম এখানে বসেন। লোকটি এমনভাবে জায়গা করে বসে পড়লেন যে মেয়েটি বাসের দেওয়ালের সাথে যেন চেপ্টে যেতে লাগল আর আমার দিকে মিট মিট করে কিযেন ভাবতে লাগল।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৫৭
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি ভাবতে ছিল কিছু টের পেয়েছিলেন।
১৪|  ২৮ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
২৮ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাস্তায় হাঁটার সময় আমি এদের সাথে দূরত্ব বজায় রাখি। ইচ্ছা করে ধাক্কা মেরে চিল্লায়। এত বদ!
  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৫৯
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ১১:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভালো । না হলে আবার কোন সময় কোন দূর ঘটনা ঘটে কে জানে ।
১৫|  ২৮ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:২৮
২৮ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:২৮
আবু তালেব শেখ বলেছেন: অধিকতর অভদ্র মেয়ে মানুষ এগুলো ।
সম্মান বোধ কম। ক্ষমা সুন্দর দৃষ্টির চোখটা অন্ধ
  ২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১১
২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।
১৬|  ২৯ শে অক্টোবর, ২০১৭  ভোর ৪:১৩
২৯ শে অক্টোবর, ২০১৭  ভোর ৪:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু সেনসিটিভ মহিলা আছে যারা এরকম করে। তাদের দেখা যায়, টেম্পুর সীটে পুরুষের সাথে গাদাগাদি করে বসেও স্পর্শ না হওয়ার জন্য হাঁসপাঁস করে। অথচ টেম্পুর ঝাঁকুনিতে অনিচ্ছা সত্ত্বেও গায়ে গা লাগবেই...
  ২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১০
২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এটাই বুঝিনা এরা কেন বোঝেনা রাস্তায় যেমন গাড়ি চললে এক গাড়ি আরেক গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে তেমন এক
মানুষ আরেক মানুষের শরীরে ঘষাও লাগতেই পারে তাতে উত্তেজিত হওয়ার কারন নাই।
১৭|  ২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:২২
২৯ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইচ্ছাকৃত না হলেও অনেকে ভাবে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে।  
 
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
  ২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১১
২৯ শে অক্টোবর, ২০১৭  দুপুর ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৫৮
২৮ শে অক্টোবর, ২০১৭  সকাল ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
কিছু মেয়ে/মহিলা আছে যারা মনে করে যে, পুরুষেরা ওদের গায়ে লাগার জন্যই সারাক্ষণ চেষ্টা করছে; এগুলো হাঊকাউ