![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী জয়া আহসান এখন বড় পর্দা সিনেমার নায়িকা হয়ে উঠছেন ।
তার এ পযন্ত কয়েকটি সিনেমাই বের হয়েছে তবে মনে হয় না জয়া আহসান কোনটায় হিট হয়েছেন।
তবে জয়ার চেষ্টার কোন ত্রুটি রাখেননি তা আমরা জয়ার অভিনয় দেখেই বুঝতে পেরেছি ।আসলে
তরকারিতে যতই লবন মরিচ দেননা কেন রান্নার হাত ভালো না হলে তরকারি কখনই মজা হবে না ।
যাক সে প্রসঙ্গ বাদ দিই ।
এক সূত্র জানাতে পারলাম এবার জয়া আহসান ঝরা পালক নামে কলকাতার একটি নতুন বাংলা সিনেমায়
অভিনয় করবেন ।আর এ সিনেমায় জয়া আহসানকে বনলতা সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ।আর
এ সিনেমাটি প্রিয় কবি জীবনানন্দ দাশের জীবনী ওপর নির্মাণ করা হচ্ছে।অবশ্য শুধু মৌখিকভাবে ছবিটিতে
অভিনয় নিয়ে হয়েছে এখনও কাগজ কলমে এ বিষয় পাকাপুক্ত কোন চুক্তি হয়নি; তাই আনুষ্ঠানিকভাবেও ঘোষণাটি
এখনও আসেনি।সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্তন মুখার্জি আর সিনেমাটিতে জীবনানন্দ দাশের ভাই অশোক
আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার অভিনয় আমার কাছে তেমন ভালো লাগে না।
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০
খাঁজা বাবা বলেছেন: ঝাল বেশী হলেও খাওয়া যায় না
২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা খারাপ বলেন নাই।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭
রাখালছেলে বলেছেন: গরু দিয়ে হাল চাষ করা যায় না
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গরু দিয়াই হয় ছাগল দিয়া হয়না।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে তরকারিতে যতই লবন মরিচ দেননা কেন রান্নার হাত ভালো না হলে তরকারি কখনই মজা হবে না ।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।