![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রধান নেপথ্যের নায়ক হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই কাজ তিনি প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশেই করেছেন ; বলে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। আসলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির চালাকি এবং বিএনপির নেত্রী বিশৃঙ্খলা তৈরির জন্য সড়ক পথে কক্সবাজার রওনা হয়েছেন,আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদেই রিজভী এসব বলতে বাধ্য হয়েছেন।
আওয়ামীলিগে কিছু ছাগল যে পালছে প্রধান মন্ত্রী এটা সত্য ; না হলে কে সড়ক পথে আকাশ পথে যাবে
না মাঁটি কেঁটে রাস্তা বানিয়ে যাবে এত কথা বলার দরকার আছে ।কেন প্রধান মন্ত্রী বা সরকারের বড় কোন
নেতা নেত্রী সড়ক পথে কোথাও যান তখন দেখি রাস্তা ঘাট স্কুল কলেজ সব বন্ধ করে দিয়ে সাধারন মানুষদের
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিরবদা পালন করতে বাধ্য করান তখন কি ওটা সাধারন মানুষের জন্য কষ্টকর
ভোগান্তি নয়।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো তেমনি মনে হচ্ছে ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতিকদের কাদা ছোড়াছুড়ি দেখতে ভাল্লাগেনা মামা
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো একই অবস্থা।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৫
ভাবনা ২ বলেছেন: পোষ্টের মত মন্তব্যও সরস ,বেশ মঝা পাওয়া গেল ।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমন মজা টক না ঝাল
৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, কর্মী সবাই চরম হিপোক্রেট | তাই নিজেরা ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক রাস্তায় জনগণকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাজনৈতিক গাড়ির মিছিল করা, আর প্রতিপক্ষকে আক্রমণ করার সেই একই নাটক দেশের জনগণ আজীবনই দেখে যেতে হবে |
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাথার্ত বলেছেন ভাই সহমত।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
লেখা পাগলা বলেছেন: এখন সব দলের নেতা কর্মীরাই হল বেড়ার পাল।
আর সরকার হল মানুষ খেকো।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২
মেহের নেগার বলেছেন: ভালো লাগল লেখাটা।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কট।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ছেড়েছে আমি ভয়ই পেলাম ।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬
মার্কো পোলো বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
এসব করার জন্য, জনাব রিজভী ফিজভী, তারেক মারেক মিলে বয়স্ক মহিলাকে ঢাকা-টেকনাফ রুটের গাড়ীতে বসায়ে দিয়েছে।
উনার সাথে একমত।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
রিজভী সাহেব এই রিপোর্ট হয়তো লিখে রেখেছেন রোহিংগারা দেশে প্রবেশের সাথে সাথেই; উনাকে রিটায়ারমেন্টে পাঠানোর দরকার; উনি ক্লান্ত হয়ে গেছেন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হহয়তবা হতে পারে।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১
ঠ্যঠা মফিজ বলেছেন: বুঝিনা কিছু।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝার দরকার নাই ঘরে যাইয়া ঘুমাইয়া থাকেন সময় হলে বুঝবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
এসব করার জন্য, জনাব রিজভী ফিজভী, তারেক মারেক মিলে বয়স্ক মহিলাকে ঢাকা-টেকনাফ রুটের গাড়ীতে বসায়ে দিয়েছে।