![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ লক্ষ্য করেছেন আজ বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৯তম জন্মদিন,আর এই উপলক্ষে আজ হুমায়ূন আহমেদকে নিয়ে গুগলের ডুডল তৈরি করেছে।১৩ই নভেম্বর যারাই কমবেশি গুগলে উকি দিয়েছেন তারাই চমকে উঠেছেন। সেখানে বেলুনের সঙ্গে আর্ট করা হুমায়ূন আহমেদের ছবি দিয়ে একটি বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। ছবিতে দেখা যাচ্ছে চায়ের টেবিলে বই হাতে বসে আছেন প্রিয় কবি স্যার হুমায়ূন আহমেদ । তিনি টেবিলের উপর রেখে বইটি পড়ছেন। গুগল তাদের ওয়েবসাইট জানিয়েছেন আজকের ডুডলটি গুগল কৃতপক্ষ হুমায়ূন আহমেদকে হিমুর সাথে মিলিয়ে করে তৈরি করেছে। কারণ তার উপন্যাসগুলির মধ্যে হিমু সব থেকে বেশি জনপ্রিয় একটি চরিত্র। ধন্যবাদ গুগলকে ।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মনিরা আপু । শুভ রাত্রী ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গর্ববোধ করছি গুগোলের এমন কাজে। ধন্যবাদ গুগোল
সুপ্রিয় লেখকের জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই সত্যই গর্ববোধ হচ্ছে গুগোলের এমন একটি কাজ দেখে।তাই আমাদের বাংলাদেশের
সকলের পক্ষ থেকে গুগলকে ধন্যবাদ জানাই।
এবং সুপ্রিয় লেখকের জন্মদিনের শুভেচ্ছা থাকল।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গুগুলে কর্মরত বাংলাদেশীদের কাজ মনে হচ্ছে। ধন্যবাদ।
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুগলকে।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
ভালো হলো, বাংগালীদেরও যে বড় লেখক আছে, গুগল তা জানলো
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাংগালীদেরও যে বড় লেখক আছে সেটা গুগলও জানে শুধু জানলাম না আমরা এ দেশের কদর।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৫
সচেতনহ্যাপী বলেছেন: মোকফেক জামান সফল নামের ব্লগারের টাইটেলে এটা পেয়েছি।।
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো তথ্য দিলেন ভাই।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৯
সোহানী বলেছেন: রিয়েলি? কানাডা থেকে কিন্তু অন্য ডুডুল।
তবে চাঁদগাজী এর জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রতি বছর গুগুল কর্তৃপক্ষ স্কুল বা অন্যান্য মাধ্যমে ডুডুল আর্ট কম্পিটিশান এর আয়োজন করে। এর মধ্য থেকে বাছাই করা ডুডুল আর্টগুলো পুরুষ্কৃত করা হয় ও ডিসপ্লে করা হয়। ডুডুল আর্ট এ ক্লিক করে এটি কার তৈরী জানা যায়। আমার ছেলে গত দুই বছর ধরে এ কম্পিটিশানে ডুডুল আর্ট পাঠিয়েছিল, যদিও পুরুষ্কার পাওয়ার মতো আর্টিস্ট সে না তারপর ও কানাডার সব স্কুল থেকে ব্চ্চারা কম্পিট করে। তাই বাংগালীদেরও যে বড় লেখক আছে, গুগল তা জানে ও এটা সিলেক্ট করেছে।
ধন্যবাদ হাসু মামা এটা জানানোর জন্য।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল জেনে ।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লক্ষ্য করেছি।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
ধ্রুবক আলো বলেছেন: গতকালকেই লক্ষ্য করেছি।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
নতুন বিচারক বলেছেন: এটা আমিও গতকালকেই লক্ষ্য করছিলাম।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: আজ নেই ।
১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সোহানী বলেছেন: রিয়েলি? কানাডা থেকে কিন্তু অন্য ডুডুল।
তবে চাঁদগাজী এর জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রতি বছর গুগুল কর্তৃপক্ষ স্কুল বা অন্যান্য মাধ্যমে ডুডুল আর্ট কম্পিটিশান এর আয়োজন করে। এর মধ্য থেকে বাছাই করা ডুডুল আর্টগুলো পুরুষ্কৃত করা হয় ও ডিসপ্লে করা হয়। ডুডুল আর্ট এ ক্লিক করে এটি কার তৈরী জানা যায়। আমার ছেলে গত দুই বছর ধরে এ কম্পিটিশানে ডুডুল আর্ট পাঠিয়েছিল, যদিও পুরুষ্কার পাওয়ার মতো আর্টিস্ট সে না তারপর ও কানাডার সব স্কুল থেকে ব্চ্চারা কম্পিট করে। তাই বাংগালীদেরও যে বড় লেখক আছে, গুগল তা জানে ও এটা সিলেক্ট করেছে।
ধন্যবাদ হাসু মামা এটা জানানোর জন্য।
তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ সোহানী আপুকে।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
ফাহমিদা বারী বলেছেন: আনন্দিত হওয়ার মতই ব্যাপার। তবে গুগলের কর্তাব্যক্তিরা বুদ্ধি রাখেন ঘটে। আমরা যারা দেশের বাইরে থেকে গুগলে ঢুকছি তারা কিন্তু এটি পাইনি। শুধুমাত্র একটি নির্দিষ্ট জোনেই এটা ব্যবহার করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গুগল কে ।