|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
এই হল আমাদের বাংলাদেশ সামনে আবার নির্বাসন থুক্কু নির্বাসন নয় নির্বাচন  
  
হাতের ক্ষমতা ঘুরিয়ে ঘাড়িয়ে পাকাপুক্ত করে হাতে নেয়ার পালাবদল চলবে ।
যাই হোক মূল আলোচনা আসি;কাল সংবাদ পত্রে দেখলাম ফরহাদ দম্পতিদে 
নিয়ে একটি নিউজ তারা নাকি এবার নিজেরাই নিজেদের জালে  ফেঁসে যাচ্ছেন ।
এরা নাকি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রত করার জন্য অপহরণ নাটক সাজিয়েছিলেন
,আর সে নাটকের কোন সত্যতা মিলেনি,আর সে অপরাধে ফৌজদারি দণ্ডবিধির ২১১ এবং ২০৯ ধারায়
তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন এবার মামলার তদন্ত
 কর্মকর্তারা।ডিবি এবং আদালত সূত্র মতে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের কল্পিত এবং কথিত 
অপহরণের আলোচিত মামলার পুলিশ প্রতিবেদন শনিবার ঢাকার আদালতে দাখিল করেছেন মামলার
তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মাহবুবুল হক। প্রথম থেকেই রহস্যেঘেরা এই ঘটনার 
দীর্ঘ তদন্তে ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন মতে মিথ্যা অভিযোগ বলে জমা
 দিয়েছেন তিনি। আদালত আগামী ৭ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন রেখেছে।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৫
১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমই মনে হচ্ছে।
২|  ১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:১৯
১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:১৯
হাফিজ হুসাইন বলেছেন: ফরহাদ মাজহার নাকি "বুদ্ধিজীবি"। হাঃ হাঃ হাঃ।
উনার সারা জীবনেও কি গোয়েন্দাদের ক্ষমতা দেখেন নাই।
উনার চেয়ে বড় অপরাধীরাও অপরাধ করে বাচতে পারে নাই। আর উনি আসলেন নতুন ভেলকি দেখাতে।
অপহরন এটা আবার কোন মেটার হল নাকি।
সত্যিকারের দূর্ধর্ষ অপহরনের অপরাধী কেও গোয়েন্দারা বের  করে ফেলে। অার এটা তো "সামথিং ইস নাথিং"
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:৫৮
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাঃ হাঃ হাঃ। 
৩|  ১৬ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৫১
১৬ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৫১
চাঁদগাজী বলেছেন: 
ফারহাদ মাজহার কবিতাও লিখতেন?  উনার প্রবন্ধ যারা পড়েছেন, তারা আবার কোন ঘটনা ঘটায় কে জানে?
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:৫৮
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কে জানে? 
৪|  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:২১
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:২১
হাতকাটা হাকিমুল বলেছেন: বিষয় এখনও ক্লিয়ার নাহ । এসব করে উনার লাভ কি ?
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:০০
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই আসল কথা লাভ ছাড়া কেহ এমন কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না।
৫|  ১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৩২
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৩২
আবু তালেব শেখ বলেছেন: তদন্ত কারিদের উপরও আস্হা হারিয়ে ফেলেছে মানুষজন। তারা যা বলবে সেটাই গ্রান্ড
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৭
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই কিন্তু সত্য কথা ।
৬|  ১৭ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:০৭
১৭ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি দোষী হলেই অবশ্যই শাস্তি দেয়া উচিত...
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৮
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরাও চাই দেশের সকল দোষীর শাস্তি হোক ।
৭|  ১৭ ই নভেম্বর, ২০১৭  ভোর ৬:৪৬
১৭ ই নভেম্বর, ২০১৭  ভোর ৬:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফরহাদ বা বরবাদ মাজহার কল্পিত অপহরণ নাটক সাজিয়েছিলেন কিনা জানি না, তবে একথা সত্য যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো টাকার লোভে নিরীহ জনসাধারণকে মিথ্যা অপবাদে ফাঁসানো, অপহরণ, গুম, খুন সহ নানান অপকর্মে জড়িত | এদের যন্ত্রনায় শুধু দেশে অবস্থানরতরাই নয়, প্রাবাসী বাংলাদেশিরাও দেশে ফেরার পর অতিষ্ট হয়ে পড়েন |
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৪০
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথা বলেছেন। 
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৯
১৬ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ লোকই ভন্ড।