|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমাদেশের দেশের মানুষ এখন আর গরীব নাই আমাদের বাংলাদেশে
এখন দারিদ্র মানুষ নাই ।এটি দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ ।এসব কথা
বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী দেশ বিদেশে বলে কয়ে বেরাচ্ছে আর সেই
সুবাদে বাংলাদেশের মানুষের বারো পার করে তেরটা বাজাচ্ছে ।এই যদি হয়
বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি তাহলে এদেশের মানুষকে শিক্ষা এবং
বিদেশী বিভিন্ন সাহায্য অনুদান থেকে বঞ্চিত হওয়ার সময় আর বেশিদিন নেই।
 বিদেশী সাহায্য বা অনুদানে চলে এমন এক স্কুলের হেড মাষ্টার সাহেবের কাছে
 কালকে শুনলাম আগামী ২০১৮ সাল থেকে নাকি ওই স্কুলে বিদেশীরা সাহয্য 
সহযোগিতা করবেনা । ওনাকে প্রশ্ন করায় উনি শুধু বললো আমাদের দেশ নাকি 
দারিদ্র মুক্ত বাংলাদেশ এ দেশে নাকি গরীব মানুষ নাই তাই এই স্কুলে যে বিদেশীরা
সাহায্য করত তারা আর আমাদের স্কুলে সাহায্য করবে না ।একটা দুঃখের কথা হল
ওই বিদেশী কম্পনীর সাহায্য অনুদানে বাংলাদেশের কয়েক লক্ষ্য ছেলে মেয়ে সফলতার 
সাথে প্রাথমিক শিক্ষা অর্জন করত আর এখন যদি বিদেশীরা সাহায্য না করে তাহলে ওই 
সকল ছেলে মেয়েদের অবস্থা কি হবে ?
তাই বলছি মাননীয় প্রধান মন্ত্রী দয়া করে এরকম মিছে  কথা  আর বইলেন না,যে মিছে কথায়
দেশের মানুষে ক্ষতি ছাড়া লাভ নাই তেমন মিছে কথার প্রয়োজনও নাই।
 ২৪ টি
    	২৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৫
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে অয়ন ভাই মিডিয়া ফিডিয়া যারই সৃষ্টি বারোটা পার হয়ে তেরটা কিন্তু আমাদেরি বাজছে।
২|  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:১২
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: উনি মিথ্যা বলেন নি। 
উনার কথাটা আমি বুঝতে পারেন নি।
  ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৬
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত হলেও হতে পারে আমাদের আবার বয়স বাড়ছে কি না ! 
৩|  ১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৭
১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৭
আবু তালেব শেখ বলেছেন: পররাষ্ট্রনীতি খুব দুর্বল সেটা খুবই স্পট।
নিজে বড় মিয়া সাজার আগে
ভাবতে হবে আমাকে
লোকেরা বড় মিয়া মানে কিনা
  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৩
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেইটাই কেউ বুঝেনাকো ভাই কেউ বুঝে না।
৪|  ১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১১
১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১১
লেখা পাগলা বলেছেন: সাবাস বাঙালি জয়বাঙলা স্লোগান দিয়ে শুধু আগে বাড়ো।
  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৪
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয়বাঙলা জয় বঙ্গবন্ধু এটা আমাদের জাতীয় স্লোগান হওয়া প্রয়োজন।
৫|  ১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১২
১৮ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিদেশি টাকা এনে কিছু লোক কোটিপতি বনে যাওয়া থেকে না হয় বঞ্চিতই হল, তাতে কি!!
সরকার প্রাথমিক শিক্ষা ফ্রি করে দিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। এর পরও যদি বিদেশের কাছ থেকে সাহায্য এনে শিক্ষা দেয়া লাগে সেটা আমার কাছে দুঃখজনকই মনে হচ্ছে ভাই।
প্রধানমন্ত্রী কতটা মিথ্যে বলেছেন সেটা আমি জানিনা, তবে বুঝতে পারি বাজারে গেলে, পঞ্চাশ টাকা কেজি চাল কিনে মানুষ ভাতই খেয়ে বেঁচে আছে দিব্যি। এখন আর কেউ ভাতের অভাবে মরে না। আর যারা কাজকর্ম না করে ঘরে শুয়ে বসে খাবার চায় তাদের খবর আমি নেই না কখনো।
  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৫
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকিতো ভাই এতকিছু ভাবিনিতো আগে।
৬|  ১৮ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:৫১
১৮ ই নভেম্বর, ২০১৭  বিকাল ৫:৫১
নিয়াজ সুমন বলেছেন: বেশি লাভ করতে গিয়ে ক্ষতি যে করছে তার কোন খেয়াল নেই।
শুধু শুধু নিজের ক্রেডিট বাড়ানো আর জনগনের পেটে লাতি দেখানো।
  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:০২
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিজেকে নিজে যে বড় বলে বড় সে নয়
লোকে যারে বড় বলে বড় সে.........। 
এই কথা গুলো হয়ত আমরা ভুলে যাচ্ছি সুমন ভাই।
৭|  ১৮ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
১৮ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
যে দেশ নিজস্ব অর্থায়ণে বিশ্বকে অবাক করি দিয়ে পদ্মা সেতু বানাতে পারে,
যে দেশ  ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারে, যে দেশের মানুষ
৭০/৭৫ কেজি দরে চাল কিনে খাবার ক্ষমতা রাখে সে দেশের মানুষ গরীব 
থাকতে পারে ? প্রশ্নটি আপনার কাছে 
  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৭
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নূরু ভাই হঠাৎ বিপদে পরে একজনের দশজন মিলে খাওয়া কোন ব্যপার না । আর ৭০ থেকে ৭৫ টাকা দরে যে
ব্যক্তিরা চাউল কিনে খাচ্ছে তারাই ঠ্যলা বুঝে কত ধানে কত চাউল। 
কাকের গায়ে ময়ূরের পাখনা লাগাইলেই ময়ূর হওয়া যায়না।
৮|  ১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৫৪
১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে সেইটা খুব স্বাভাবিক। 
বিএনপি আমলে জিডিপি ছিল ঈর্ষনীয়। আওয়ামী আমলে জিডিপি কমে গেলেও মোটামুটি সন্তোষজনক ছিল।
  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা।
৯|  ১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:০১
১৮ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্ত্রীদের মত বলতে পারি, নিউইয়র্কে আমাদের দেশের চাইতে বেশী ভিক্ষুক আছে। একটা গরীব শ্রেণী সবসময় থাকবেই। আর আমরা গরীব দেশ নই - এটা থিওরিট্যাক্যালি সত্য, তবে প্র্যাকটিক্যালি সত্য নয় কারণ আমাদের মন্ত্রী, এমপি, পুলিশ, সরকারী কর্মচারীদের বেশীরভাগই দুর্নীতি বাজ...
  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৮
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দশ কথার এক কথা ভাই,যতদিন দেশে দুর্নীতি থাকবে ততদিন দেশও গরীব থাকবে ।
১০|  ১৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০২
১৯ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০২
কানিজ রিনা বলেছেন: প্রধান মন্ত্রী মিথ্যা বলবেন কেন? আমরা
৬০ টাকা করে চাল কিনে খাচ্ছি। গরীব
হলে কেউ এত দামের চাল কিনতে পারে?
আসলে বলা উচিৎ আমরা বিদেশের সাহায্য
দিয়ে বড় লোক হইয়া গিয়াছি। 
বেকার যুবক ছেলেরা ইয়াবা কিনে খাচ্ছে
বড়লোক বলেই ইয়াবা কিনে খায়। 
সররাস্ট্র মন্ত্রী বলেছেন ইয়াবা সারাদেশে
ছড়িয়ে পড়েছে। ভালই বলেছেন।
  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৯
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন সত্য কথাগুলো বলার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
১১|  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৭:৩৩
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৭:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন: 
বাংলাদেশ থেকে বছর বছর কত মানুষ হজ করতে যায় জানেন?
দেড় লাখ!
দুটি বড় মুসলিম দেশ মিশর ও তুরষ্কের মিলিত সংখার চেয়েও বেশী!
  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৪
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার মন্তব্যের উত্তর আমার জানা নাই ভাই। 
১২|  ১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৮:৪৭
১৯ শে নভেম্বর, ২০১৭  সকাল ৮:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: কি বলবো জানি না।
  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৩
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলার প্রয়োজন নাই। 
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
১৮ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরা মনে হয় সত্য-মিথ্যা বুঝে না। সত্য-মিথ্যা মিডিয়ার সৃষ্টি তো, তাই!