|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আজকাল পেপার পত্রিকা খুললেই যে বিষয়টি সামনে আসে তা হল ছাত্র ছাত্রী দের সাথে
 শিক্ষক বা শিক্ষিকার অনৈতিক সম্পর্ক করার ঘটনা। সাম্প্রতিক মেল অনলাইন নিউজে
এক সংবাদ উঠে এসেছে ৪০ বছরের শিক্ষিকার সাথে ১৬-১৭ বছরের ছাত্রদের অপকর্মের
সম্পর্কের কথা। একজন শিক্ষক শিক্ষিকার একজন ছাত্র-ছাত্রীর সাথে কি শুধুই টিচার আর ছাত্র ছাত্রী
পরিচয় ? আমার মনে হয় না,একজন বাবা,মা সাথে একজন ছেলে মেয়ের যেমন সম্পর্ক ঠিক একজন 
ছাত্র-ছাত্রীর সাথেও একজন শিক্ষক-শিক্ষিকার তেমন সম্পর্ক হওয়া উচিৎ । একজন বাবা,মা যেমন তার
ছেলে মেয়ের ভালো ছাড়া খারাপ চাইতে পারেননা ঠিক একজন শিক্ষক শিক্ষিকারও উচিৎ তাদের ছাত্র-
ছাত্রীদের সবকিছু ভালো মন্দ বোঝানো । একজন শিক্ষক-শিক্ষিকাকে একজন ছাত্র-ছাত্রীকে তাদের নিজের
 সন্তানের মত দেখতে হবে,এবং একজন ছাত্র-ছাত্রীকেও তাদের শিক্ষক-শিক্ষিকাদের নিজের পিতামাতার মত
 মনে করতে হবে ।  আর তাতেই একজন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সার্থকতা।
 ৩৫ টি
    	৩৫ টি    	 +৩/-০
    	+৩/-০  ২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৩
২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী হেনা ভাই ।সেই হিসেবে আমরা এখনো অনেক ভালো আছি।
২|  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৮
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৮
লেখা পাগলা বলেছেন: ভালো লাগল লেখাতা।
  ২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৩|  ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৭
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চরিত্রের স্খলণ হল তার দ্বার সব সম্ভব।
একজন শিক্ষক যদি নাবালিকা ছাত্রীর সাথে
কাম-কেলীতে মত্ত হতে পারে তা হলে একজন
শিক্ষাই বা পারবেন না কেন তার নাবালক ছাত্রের
সাথে আদিম খেলায় রত হতে? এটা অমানুষের কাজ,
যতক্ষন পর্যন্ত সে মানুষ থাকে ততক্ষণ সে কোন অণৈতিক
কাজ করতে পারেনা, তবে যখন সে অমানুষ হয়ে যায় তখন
তার দ্বারা সব সম্ভব। কারণ পশু মা-বাবা-ভাই-বোন এর পার্থক্য 
করতে জানেনা। 
অপটপিকঃ এদের  মিত্যু দণ্ড দেয়া উচিৎ !!! হাহাহাহা
  ২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৪
২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন বলেছেন নূরু ভাই আমি আপনার কমেন্টের সাথে সহমত।
অপটপিকঃ এদের মিত্যু দণ্ড দেয়া উচিৎ !!! হাহাহাহা 
ওটা টাইপো ছিল। মিত্যু দণ্ড  না আসলে মৃত্যু দন্ড হবে ।
৪|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:১২
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে বানানের ব্যাপারে সর্তক দৃষ্টি রাখুন। অতিরিক্ত বানান ভুল প্রথম পাতায় পোস্ট প্রকাশের অন্তরায় হতে পারে।
  ২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩২
২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ স্যার যতটুক সম্ভব হয় ঠিক করার চেষ্টা করবো ।
৫|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৪৮
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৪৮
ডা: মেহেদী হাসান বলেছেন: এর জন্য আমি প্রথমেই দায়ী করবো মিডিয়া কে, এর বিস্তার ঘটেছে বিশেষ করে বিভিন্ন আর্ট ফিল্ম, ড্রামা ও মুভি থেকে। 
যা আপনি পার্শ্ববর্তী দেশের প্রতিটা সেক্টরে দেখতে পাবেন।
  ২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:১৫
২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কথা বলেছেন ভাই।
৬|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৬
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৬
বাকরখানি বলেছেন: 
হিটখোর বালপুস্ট। ছবির মহিলারে চিন্তা কৈরা শাওয়ার নেন নাই? হের ফাঁসি যে চাইসেন, নিজে তো শিরোনামটা পর্যন্ত ভুল বানানে লেক্সেন, ভিত্তের ভুলগুলার কথা উপ্রে কাভাও কৈসে।
  ২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:১৯
২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বাকরখানি ভাই এই লেখাটা পড়ে দেখুন ,http://www.somewhereinblog.net/blog/amamja/30219507
৭|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৭
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৭
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: ব্লগের কত্রীপক্কের কাচে এই পুস্ট ইস্টিকি কইরবার আবেদন জানাইতিচি।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৫৯
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেই খুঁজছে ক্লোজাপ ১
৮|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৬
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৬
মহসিন ৩১ বলেছেন: ছাগলকে কাতুকুতু দিলে পাল্টা দিবে লাথি ; আবার টানলে খুটা গাড়বে; সুতরাং রলারস্কেটিং লাগায়ে দিলেই নিজে নিজে চলতে পারে ---- এটাও শিক্ষামন্ত্রনালয়কে তৈরি করে দিতে হবে। দেয়া ুুচিত ।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:০১
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মনে হয় কেহ বুঝতে চাইনা।
৯|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৪৮
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো আলোচনা হতে পারে ।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১১
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১০|  ২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:২২
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:২২
ধ্রুবক আলো বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা ভাই আরেকটু যদি লক্ষ্য করেন পঠিত হয়েছে কতবার, ভালো হত।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৩
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই। আচ্ছা আলো ভাই কয়বার পঠিত  হলো সঠিক সংখ্যা বাহির করার উপায় কি ?
একটু যদি বলতেন ।
১১|  ২০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৭
২০ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: এ আর এমন কী! যে পিতা নিজের কন্যার সাথে ব্যভিচার করে তাকে কি শাস্তি দেবেন, হাসু মামা? এমন কিন্তু অহরহই ঘটছে। 
ছাত্র-শিক্ষিকা, শিক্ষক-ছাত্রীর মধ্যকার সম্পর্ক তো নিত্যকার ঘটনা!
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৫
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কষ্ট লাগে ভাই সমাজে এমন নরপিচাশীনী ঘটনা শুনলে বা দেখলে।
১২|  ২০ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৬
২০ শে নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: বর্তমানে শিক্ষক শিক্ষিকারা তাদের নৈতিকতা ভুলে যাচ্ছে।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মালুম কবে তাদের গার থেকে শয়তান নামবে।
১৩|  ২০ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৮
২০ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:১৮
পবন সরকার বলেছেন: অনৈতিক কাজের জন্য শিক্ষকদের ঘাড় ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া দরকার।
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৭
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম আমার আর কিছু বলার নাই।
১৪|  ২১ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১০
২১ শে নভেম্বর, ২০১৭  রাত ১:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব খবর তো পত্রিকায় পাই। ব্লগে লিখছেন ভালো কথা। মন্তব্যর উত্তরও দিয়েন। খালি পেজ রিফ্রেশ করলে হইব?
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৪
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন আমি বুঝি আপনাদের সাথে আড়ি কেটেছি যে কারনে আপনাদের মন্তব্যের উত্তর দেইনা; দিলাম তো । 
১৫|  ২১ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৪৫
২১ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:৪৫
হাঙ্গামা বলেছেন: ১২৮১ বার পঠিত।
আমি ১২৮২ নাম্বার   
 
আর এই নিউজ তো মেলা পুরানা। খিক্স....আপনের উদ্দেশ্য কি?
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪১
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উদ্দেশ্য কি 
১৬|  ২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
২১ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫১
হারানোপ্রেম বলেছেন: Teacher is next to parents
  ২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৪
২৩ শে নভেম্বর, ২০১৭  সকাল ১০:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ।
১৭|  ২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:২৩
২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: এসব বিকৃতির ফল।
  ২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:২৫
২২ শে নভেম্বর, ২০১৭  সকাল ৯:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মনে হচ্ছে সুপ্রিয় খায়রুল ভাই।
১৮|  ২৮ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
২৮ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
মহসিন ৩১ বলেছেন: বলা হয় ভাবিয়া করিও ; করিয়া ভাবিও না --- অথচ অনেকেই করিয়া তারপর ভাবতে বসে !!!!
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৪
২০ শে নভেম্বর, ২০১৭  সকাল ১১:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ ধরনের অনৈতিক কার্যকলাপ পশ্চিমা সমাজে বেশি দেখা যায়।