নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একজন ব্লগার আরেকজন ব্লগারের পাশে যেভাবে বাংলা বানান সহযোগিতায় এগিয়ে আসবে

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২


সুপ্রিয় ব্লগারগণ আমরা অনেকেই ব্লগ লিখছি আর এই লেখার মাঝেই হচ্ছে আমাদের শত শত হাজারো
বাংলা বানান ভুল।ভুল হওয়াটা যেমন অন্যায় কিছু না,তেমন ভুল সংশোধনও খুব জরুরি । কেননা ইতিহাসের
পাতা ঘাটলে একমাত্র আমাদের দেশেই ভাষাযুদ্ধের ইতিহাস খুঁজে পাওয়া যাবে যা পৃথিবীর আর কোনও দেশের
ইতিহাসের পাতায় মিলবে না।তাই আমাদের নিজেদের দেশের সন্মানে এবং আমাদের স্বার্থে প্রয়োজন শুদ্ধ বাংলা
চর্চা। আমরা অনেকেই অন্যের লেখা ব্লগ পড়ছি আর সে লেখায় বানান ভুল যখন দেখি, তখন শুধু লিখককে বলছি
আপনার বানান ভুল হইছে বানান ঠিক করেদিন আবার অনেক সময় অনেক ব্লগার আছেন যদি কোনও ব্লগারের
লেখায় বানান ভুল খুঁজে পান খুব খারাপ ভাবে কমেন্ট করে।আসলে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে
কেহ ইচ্ছাকৃতভাবে বানান ভুল লিখে না । আবার অনেক সময় আমরা যখন তাড়াহুড়া করে লেখি তখন হয়ত বানান
ভুল না টাইপিং মিসিং হওয়ায় অনেক শব্দের বানান ভুল বানানে রূপ নেয়।যাই হোক বেশি কথা বাড়িয়ে লাভ নেই
আমি আমার মূল কথায় ফিরি,আমারা যখন অন্যের লেখা পড়বো আর লেখায় থাকা কোন ভুল যদি আমাদের চোখে
পরে তাহলে যে যতদূর সম্ভব হবে লেখককে শুধু হয়েছে না বলে তার কোন লাইনে শব্দটা ভুল হয়ছে এবং সেটা সঠিক
বানান কিভাবে লিখতে হবে সেটাও সেই লিখককে বুঝিয়ে দিতে হবে ।যেমনঃ তাকে দণ্ড দিতে হবে হয়ত এটা দণ্ড নয় দন্ড হবে। আবর এমন হতে পারে তার মিত্যু হয়েছে, এখানে বলা যেতে পারে তারমিত্যুনয় মৃত্যু হবে নয়ত বা >মিত্যু>মৃত্যু>এভাবেই এক ব্লগার আরেক ব্লগারের পাশে থেকে
বাংলা বানান চর্চায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।সকল ব্লগারের জন্য মঙ্গলময় জীবন এবং শুভকামনা থাকল।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

মিথী_মারজান বলেছেন: সুন্দর আইডিয়া।
এতে ভুল বানান সংশোধনের এবং নতুন সঠিকভাবে শুদ্ধ বানান শেখার সুযোগ থাকবে।
তবে দুই পক্ষকেই তাদের ব্যবহারে নমনীয় এবং আন্তরিক হতে হবে।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা আপু তাতো অবশ্যই বানান সহযোগিতার পাশাপাশি আমাদের ব্যবহারেও আন্তরিকতা থাকতে হবে। ধন্যবাদ আপু ।

২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

অর্ক বলেছেন: তারাহুরা নয় তাড়াহুড়া হবে ধন্যবাদ হাশু মামা। আপনার মতো সজ্জন ভালো মনের মানুষের সাথে ব্লগিং করতে ভালো লাগছে। শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ অর্ক ভাই হ্যা এভাবেই একজন আরেকজনের পাশে দাড়াতে হবে।হাশু মামা নয় হাসু মামা বলুন। =p~

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি খুব বেশি বানান ভুল করি।চেষ্টা করি যেন বানান ভুল না হয়।তারপরও হয়।

তবে একটি পোষ্টে বেশি বানান ভুল থাকলে তা ধরিয়ে দেওয়াটা সময় সাপেক্ষ।তাই অনেকের ইচ্ছে থাকলেও ভুল ধরিয়ে দিতে পারেন না।
একটি দুটি বানান ভুল থাকলে তা অনেক সহ ব্লগারই ধরিয়ে দিতে পারেন।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই । সবাইকে এ বিষয়গুলো মাথায় রাখতে হবে ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারার ১ম লাইনে: বানা<বানান ভুল বানানে রূপ নেয়।

হুম এভাবেই একজন আরেকজনের পাশে থাকি।

সুন্দর আইডিয়া, সুন্দর কথন, সবাই মেনে চললে ব্লগ ও ব্লগিং হবে আনন্দময়।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই ।হ্যা ভাই ঠিক এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

কামরুননাহার কলি বলেছেন: আমিতো অনেক বানান ভুল করে ফেলি দেখে না দেখে। কি করে এর সমাধান করবো বুজতে পারছি না।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলে সকলের তরে, এক ব্লগার আরেক ব্লগারের ভুলগুলো ধরিয়ে দিতে পারি এবং সমাধান করতে পারি ।

৬| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবনা।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৭| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মামা, সংশোধন করার জন্য পয়েন্ট বাই পয়েন্ট ভুল ধরিয়ে দিতে গেলে সারাটা দিন শুধু বানান সংশোধনই করতে হবে! আপনার লেখা থেকেই উদাহরণ দিলাম। পাক্কা দশ মিনিট লাগল টাইপ করতে।

ব্লগ লেখছি নয়, লিখছি; ভুল সংশোধনও জরুরী নয়, জরুরি; আর কোন দেশ নয়, কোনও; বানান ঠিক করেদিন নয়; করে দিন; খারাপ ভাবে কমেন্ট নয়, খারাপভাবে; কেহ ইচ্ছাকৃত ভাবে নয়, কেউ ইচ্ছাকৃতভাবে; তারাহুড়া করে লেখি নয়, তাড়াহুড়া করে লিখি; টাইপিং মিছিং নয়, মিসিং; ভুল যদি চোখে পরে নয়, পড়ে; সঠিক বানান কিভাবে নয়, কীভাবে; সেই লিখককে নয়, লেখককে।

[বাংলা একাডেমির প্রমিত নিয়ম ব্যবহার করেছি।]

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে,সারাটা দিন নয় শুধু একটি পোস্টের বানান সংশোধন করতে যদি এক সপ্তাহ সময় লাগে
তবু সেটা শুদ্ধ বানানে সহযোগিতায় আপনাকে এগিয়ে আসতে হবে।

৮| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বানান নিয়ে সবারই যত্নবান হওয়া উচিত। এখন তো ডিকশনারির অভাব নেই। অনেক ডিকশনারি অ্যাপ পাওয়া যায়। একটু সময় নিয়ে কষ্ট করে লিখলে আর লেখার পর দু'একবার রিভিশন দিলেই প্রায় শতভাগ নির্ভুল লেখা সম্ভব। একটি পোস্টে আমি এ ব্যাপারে কিছুটা আলোকপাত করেছিলাম। যদিও আমি শতভাগ নির্ভুল নই, তবুও চেষ্টা করি নির্ভুলভাবে লেখার।
অনেকেই বানানে ভুল ধরিয়ে দিতে গেলে রাগ করেন। আসলে এটা রাগ করার বিষয় নয়। লেখার কোয়ালিটি যত ভালই হোক না কেন, বানান ভুল থাকলে সেই লেখা পড়ার আগ্রহ আর থাকে না। তাই অনেক কোয়ালিটিসম্পন্ন লেখাও আমি শুধু বানান ভুলের কারণে এড়িয়ে গেছি। অনেকে এটাকে আমার উন্নাসিকতাও ভাবতে পারেন কিন্তু আমি এর থেকে বের হতে পারিনি।

মুগ্ধতা ভাইয়ের কারেকশন সঠিক। আমার লেখায় মুগ্ধতা ভাইয়ের সাদর মন্তব্য পেলে খুবই খুশি হব।

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি বেশি ভাবতে হবে।

৯| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ব্লগাররা একটা লেখা শেষ হলেই- লেখাটা পোষ্ট করার জন্য অস্থির হয়ে পড়ে।
যদি একবার লেখাটাতে চোখ বুলায় তাহলে ভুল অনেকখানি কমে যাবে।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কতক্ষণে পোস্টাইবে সেই চিন্তায় মাথা বিবর থাকে ।

১০| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

নতুন নকিব বলেছেন:



ইউ আর টকিং এ্যাবাউট এ মোস্ট ইমপোর্টেন্ট সাবজেক্ট। স্পেলিং মিসটেক ইজ এ গ্রেট প্রোবলেম। উই এভরিবডি শুড বি কেয়ারফুল টু এভয়েড মিসটেক ইন আওর রাইটিংস।

ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু ভাই।

১১| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, খুবই গুরত্বপুর্ণ বিষয় নিয়ে লিখেছেন ।

শুভেচ্ছা রইল ।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।শুভময় সময় কাটুক আপনার জীবনের প্রতিটি মুহুর্ত।

১২| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভালো আইডিয়া। অনেকের উপকার হবে।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: এই বিষয়ে সবাইকে এগিয়ে আসা দরকার।
সার্থে<স্বার্থে

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই,হ্যা এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

প্রামানিক বলেছেন:
সার্থে<স্বার্থে

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই,হ্যা এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমারতো বানান ভুল দিয়েই শুরু হয় তারপরেও যথা সম্ভব সহব্লগার ভাই/ বোনেরা তাদের উদারতার গুনে অনেক বানানই ঠিক করে দেয় তাতে আমি অনেক খুশি হই। কারণ নব্য লিখিয়েন হিসেবে আমার ভুল হওয়াটা স্বাভাবিক যারা শুধরায়ে দিবেন তারা সত্যি অনেক বড়মনের অধিকারী। আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বানান মনে থাকলেও অনেক সময় ফন্টের কারনে ভুল হয়ে যায় । যেমন অভ্রতে অনেক চেস্টা করেও আমি জদ্দুর এর সঠিক বানান লিখতে পারিনা ।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লিটন ভাই আমিও কিন্তু বুঝতে পারছি না যতদ্দুর হইবো না জদ্দুর হইবো:)

১৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

নতুন বিচারক বলেছেন: যে যাই বলুক আমি বলবো এটা একটা কাজের ও দরকারি পোস্ট দিছেন হিটখোর হাসু মামা।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নতুন বিচারক ভাই। :)

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আহবান


আমিও এটা চাই :)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক আপু আপনের আর আমার চাওন মিল্লা গেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.