নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র উচিত আগে সেনাবাহিনী সেনাবাহিনী করে না নেঁচে নিজেদের দলকে শক্তিশালী করে গড়ে তোলা

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭


যে ভাবে ২০১৮ সালে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ একাদশ জাতীয়
সংসদ নির্বাচন করতে পারেন,এতে অন্তত সাপও মরবে লাঠিও ভাংবে
না,এক কথায় দুধও বিক্রি হল সাথে কলাও ফ্রি।

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি চায় সেনাবাহিনী মাঠে
রেখে নির্বাচ করতে,কিন্ত সরকার সেনাবাহিনী দিতে চান না।আমার
মতে সেনাবাহিনী মাঠে রেখে নির্বাচন করলে সরকারের কোনও ক্ষতি
নাই,শুধু দরকার কিছু কৌশল অবলম্বন।

যেহেটু মাঠে সেনাবাহিনী থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেন,
আওয়ামীলীগকেও প্রয়োজন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ
দেয়ার।

বিএনপি যখন বলছে সেনাবাহিনী মাঠে রাখতে তখন আওয়ামীলীগ চাইলে
সেনাবাহীনী মাঠে রাখতে পারেন । তবে সেনাবাহিনী মাঠে নামানোর আগে
তাদের কিছু কৌশল শিখিয়ে দিতে হবে,এক কথায় সেনাবাহিনীকে আওয়ামীলীগ সরকার আগে থেকে বুঝিয়ে দিবেন যত হোক যাই,ক্ষমতা কিন্ত আমার চাই।

আমি এখানে এটাই বুঝাতে চেয়েছি দলের জনপ্রিয়তা না থাকলে সেনাবাহিনী
কি আর বিডিয়ার বাহিনী কি পুলিশই বা কি,কোন কিছু দিয়েই ক্ষমতায় যাওয়া যাবেনা। আর সেই জনপ্রিয়তা এবং দলের জন্য জীবন দিতে পারে এমন নেতা কর্মী কোনটাই মনে হয়না এখন আর বিএনপি’র আছে ।যদি তেমন জনপ্রিয়তা বা দলের জন্য এবং খালেদা আর
তারেক জিয়াকে ভালোবাসতো তাহলে অবশ্যই বিএনপি'র সেই সকল নেতাদের রাজপথে দেখা যেত।

এখন বিএনপি যেমন চাইছে আগামী নির্বাচনে সেনাবাহিনী মাঠে রেখে নির্বাচনে অংশ নিতে,এখন কথা হল আওয়ামীলীগ সরকার
প্রথম প্রথম না করলেও পরে দেখা গেল সেনাবাহিনীদের সাথে একটা গোল মিটিং করে বা বৈঠকবাজী করে,সব সিস্টেমে এনে
ব্যাস সেনাবাহিনী মাঠে রেখে নির্বাচন দিলেন তাতে কি আওয়ামীলীগের বিন্দু পরিমান ক্ষতি হবে লাভ ছাড়া,যদি আগে থেকে
সিস্টেম করে নেয় সেনাবাহিনীর সাথে।

তাই বিএনপি'র উচিত আগে সেনাবাহিনী সেনাবাহিনী করে না নেঁচে নিজেদের দলকে শক্তিশালী করে গড়ে তোলা।
তারপর আস্তে ধীরে সুস্থে নির্বাচনে অংশগ্রহন করা।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

কামরুননাহার কলি বলেছেন: আপনার কথা ঠিক । তবে আমার প্রশ্ন বাংলাদেশে এমন নির্বাচন হবে কেন?
কেনো নিজের স্বার্থে পিছে পিছে দৌড়ায় সব দলগুলো?
কেনো সাধারণ মানুষদের কষ্ট দেয় এই নিজ স্বার্থ দলগুলো?
কেনো এতো মিথ্যে, অন্যায়, দুর্নীতি, অনাচর এসব কেনো করে?
তাহলে তো বলতেই হয় এসব শুধু মাত্র নিজেদের টাকার গোলা ভরার জন্য করে!
সার্পোট করি না আমি কোন দলকেই। আমি শুধু চাই এদেশে শান্তি হোক ভাইয়া, শান্তি চাই।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু,আমাদের মন্ত্রী মহাদয় গণেরা শুধু ক্ষমটা আর নিজেদে স্বার্থ লুন্ঠনে ব্যস্ত তারা কেউ আমাগো সাধারন মানুষের কথা ভাবে না,
যদি ভাবতো তাহলে আজ দেশের অবস্থা এমন হতনা।

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



বিএনপি যদি আসলেই সেনাবাহিনী চায়, মুখে বলতে হবে, "সেনাবাহিনী চাই না", খুবই সহজ কৌশল।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো দেখছি,

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ৫ এলাকায়, তারেক ৫ এলাকায় জিতলে, ১৫১ সীট পেতে কষ্ট হবে না।

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয় হতে পারে।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

এম এ মুক্তাদির বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বিএনপি যদি আসলেই সেনাবাহিনী চায়, মুখে বলতে হবে, "সেনাবাহিনী চাই না", খুবই সহজ কৌশল।
সব কিছু কি এতো সহজ ?

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝতে আমারও কষ্ট হচ্ছে সব কিছু যদি এত সহজে হয়ে যেত তাহলেত কাজই হত । কি বলেন ভাই ?

৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


@এম এ মুক্তাদির ,
আপনি বলেছেন, " চাঁদগাজী বলেছেন যে, বিএনপি যদি আসলেই সেনাবাহিনী চায়, মুখে বলতে হবে, "সেনাবাহিনী চাই না", খুবই সহজ কৌশল। সব কিছু কি এতো সহজ ? "

-বিএনপি যা চায়, আওয়ামী লীগ তার উল্টোটা করার কথা।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

blogermassud বলেছেন: ভালো বিষয় আলোচনা করছেন । :)

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন ভাই ? তাই নাকি ?

৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

শামচুল হক বলেছেন: রাজনীতি কম বুঝিরে ভাই।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সময়মত সব বুঝবেন । :)

৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

ব্লগ মাস্টার বলেছেন: আমি রাজনীতি করতে পারিনা।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন বুঝেন না ?

৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত কথা বুঝিনারে ভাই, শুধু আমার ভোটটা আমি দিতে চাই যা গত দুই টার্ম পারিনি।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও প্রথম ভোটার হওয়া সর্তেও এখনো ভোট দিতে পারি নাই :|

১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

আল ইফরান বলেছেন: মিলিটারি, আম্লীগ, বিম্পি কিছুই বুঝার দরকার নাই।
শান্তিমত ভোটের দিন ভোট দিতে পারলেই খুশী :)

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার ভোট আমি দেবো যাকে খুশী তাকে দেবো । কি বলেন ? :)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মিঃ আতিক বলেছেন: বিএনপির টিউমার( জামায়াত) অপারেশন না করে দল শক্ত করা সহজ হবেনা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কথা শুইন্না আমার বেটকি মারা হাসা আইছে। =p~

১২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেনাবাহিনী থাকলেও যদি শেখ হাসিনার আন্ডারে হয় তাহলে বি এন পি জিততে পারবে না। আর বি এন পি'র দল গোছানোর কিছু নেই। অটোমেটিক ক্ষমতায় আসবে নির্দলীয় সরকারের অধীনে। বাংলাদেশের ভোটাররা মার্কা দেখে ভোট দেয়...

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেনাবাহিনী থাকলেও যদি শেখ হাসিনার আন্ডারে হয় তাহলে বি এন পি জিততে পারবে না।
ভাই আমিও কিন্তু এটাই বুঝাইবার চাইছি,তয় আমি গুছাইয়া লিখবার পারি নাই। :)

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১২

লেখা পাগলা বলেছেন: হুম.............. :(

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার আবার কি হইল।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

কলাবাগান১ বলেছেন: বিএনপির টিউমার( জামায়াত) অপারেশন না করে দল শক্ত করা সহজ হবেনা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এই সব কিছু বুঝিনা। =p~

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: মোটামুটি বিভিন্ন ধরণের নির্বাচনই দেখেছি। সেই এরশাদ আমলের ভোট থেকে নির্বাচনে এসেছে নানা ধরণের অভিনবত্ব। গেলো কয়েকটি নির্বাচনে চাক্ষুষ করেছি ভোট গ্রহণে দায়িত্ব পালন করতে গিয়ে। যা দেখেছি, যা অভিজ্ঞতা লাভ করেছি। তাতে করে এটা বুঝেছি সেনাবাহিনী কেন বিমান বাহিনী নিয়োগ করলেও ক্ষমতাসীনরা যদি চায় তবে যেই লাউ সেই কদুই থাকবে তরকারী হবে না।। তবে, যাই হোক বিএনপির নির্বাচনে আসা উচিৎ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.