|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দেশে এমন একটা সময় আসবে আ বলার লোক খুঁজে পাওয়া মুশকিল
হয়ে যাবে ।কেন ভাই আ বলার মত লোক খুঁজে পেতে মুশকিল হবে কেন ?
না এমনেই বললাম আরকি ! আরে মিয়া এমনে বললাম মানে; কথা বেশি প্যাচাপেচি
না করে খুলে বলেনতো !
সকালে হাটতে হাটতে গুলশানের মরিম টাউয়ারের পাশের লেক দিয়ে যাচ্ছিলাম
হঠাৎ দেখি দুই ভদ্রলোক রঙ চা খাচ্ছেন,তো আমিও দাঁড়িয়ে চা’ওআলাকে এককাপ
রঙ চা দিতে বললাম আর নিজ হাতে একটি টোস নিলাম,রঙ চা দিয়ে টোস ভিজিয়ে 
খাওয়ার মজাই আলাদা ।অনেকদিন পরে পথের ধারে দাঁড়িয়ে শরতের সকালে রঙ চা
আর টোস খেলাম।
সে যাই হোক দাঁড়িয়ে চা খাওয়া ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে বলে ওঠলো 
জানেন ভাই দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে এই হিংসা পরায়ন রাজনীতির পালায় পরে
একটি সময় আমাদের ছেলেমেয়েরাও ভয়ে আ বলতে ভুলে যাবে ।এক কথায় মনে করেন ভাই 
দেশে এমন একটা সময় আসবে আ বলার লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে ।কিন্তু
কেন ? কারন যেমন এখন যে সরকার আছে তারা বিএনপি কে সহ করতে পারেনা । আর
তাই আইনের মারপ্যাচে ফেলে কৌশলে বিএনপির সকল নেতা কর্মীদের মামলায় জড়িয়ে
দৌড়ের ওপর রাখছে ।যদি কখনও ভাগ্যক্রমে বিএনপি ক্ষমতায় আসে তখন তারাও যে এর
চেয়ে কঠিন কোন আইন কৌশল অবল্মবন করবেন না তার কি নিশ্চয়তা আছে বলুন । তখনতো
এমনও হতে পারে যে কোন সাধারন মানুষ আমরা যারা আওয়ামীলিগের সাপট করি জানতে পারলে
তাদের এমনে এমনে ধরেই জেল খাটাবেন বিএনপি সরকার।আর সে ভয়ে হয়ত দেখা যাবে অনেকে 
আ বলতেও ভুলে যাবে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৪
২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বলছি আওয়ামীলিগ ক্ষমতায় আছে তারাই থাকুক অন্য দল ক্ষমতায় এনে দেশে আর সমস্যা সৃষ্টি করার প্রয়োজন নাই।
২|  ২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:০৪
২৬ শে নভেম্বর, ২০১৭  বিকাল ৩:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: হুম প্রথম কমেন্টের উত্তরে খারাপ বলেন নাই।
  ২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০৭
২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩|  ২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:০১
২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জন্যই তো খ আগ বাড়াইয়া সবাইরে মাফ কইরা দিছে। সবাই ধইরাই নিছে বি আসলে আ-এর কী অবস্থা করব 
  ২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০৬
২৭ শে নভেম্বর, ২০১৭  রাত ১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঘটনা হইছে কি ভাই কিছু বেকুবগো  কথা শুনলে মাঝে মধ্যে নিজেরি ব্যক্কল ব্যক্কল লাগে ।গাছে কাঠাল গোফে তেল। 
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
২৬ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
রোকনুজ্জামান খান বলেছেন: Right