নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগে হিট নামক নতুন একটা ভাইরাস ঢুকছে (সাময়িক পোস্ট)

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১


আবডেট
_____________
২৮/১১/২০১৭

ব্লগার সাহসী সন্তান এর মতামত

সাহসী সন্তান বলেছেন: পুরা একটা ফালতু বিষয় নিয়া লিখছেন! দেশে এত কিছু নিয়া লেখার উপকরণ থাকলেও হুট কইরা আপনি ক্যান যে ব্লগ হিটের পিছনে পইড়া রইলেন ব্যাপারটা ঠিক বোধগম্য হইতাছে না... /:)

আপনি পোস্ট পঠিত সংখ্যা কমানোর জন্য এডমিনের কাছে নিবেদন করছেন। কিন্তু আমার প্রশ্নটা হইল, আপনি কি আসলেই বোঝেন পঠিত সংখ্যাটা কি? আমার ধারনা বোঝেন না। কারণ যদি বুঝতেন, তাইলে কখনোই এই পোস্ট প্রকাশ কইরা প্রথম পাতায় ফ্লাডিং করতেন না।

জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিইঃ- আমার ক্লিকানোর আগ মূহুর্ত্ব পর্যন্ত আপনার পোস্টের পঠিত সংখ্যা ছিল ৫৬৫। যখনই আমি ক্লিক কইরা ভিত্রে ঢুকছি, অমনি সেইটা পঠিত বাইড়া ৫৬৬ হইয়া গেছে। এখন আপনি বলেন এই পঠিত সংখ্যা এডমিন ক্যামনে কমাইবে?

ধরেন ঐ ক্লিকটা যদি আমি না কইরা আপনিও করতেন, তাইলে কিন্তু পঠিত সংখ্যা সেক্ষেত্রেও বাইড়া যাইতো? এখন আমি এইখানে বইসা বইসা যদি আমার পোস্টে বারবার ক্লিক মাইরা বা F5 বাটম চাইপ্পা অথবা অটো রিফ্রেশ সফটওয়্যার ব্যবহার কইরা পোস্ট পঠিত সংখ্যা বাড়াই, তাইলে এডমিন ক্যামনে সেই পঠিত সংখ্যা কমাইবে?

তাছাড়া যদি কমাইতে পারেও, এখন আমার পোস্টের পঠিত সংখ্যা দেইখা এডমিন ক্যামনে বুঝবে কোন পঠিত সংখ্যাটা রিয়েল আর কোনটা ফেইক? এই যে আপনার একটা ফালতু পোস্ট ৫৬৬ বার পঠিত হইছে, এইটার মধ্যে আমার পূর্বে যে ১২ টা মন্তব্য আসছে ধরলাম সেই ১২ জনের জন্য পোস্ট পঠিত সংখ্যা হইছে ১০০। আর এমনি মন্তব্য না করা পাঠকরা আপনার এই পোস্ট পড়ছে ২০০ বার। কিন্তু তার পরেও যে ২৬৬ বার পঠিত সংখ্যা ফেইক বের হইতাছে (আমার হিসাবে)।

এখন এইটা তো আমার হিসাব। এমনও তো হইতে পারে এই ৫৬৬ বার পঠিত সংখ্যাটা রিয়েল। তো তখন যদি এডমিন আপনার এই রিয়েল পঠিতটা কাইট্টা ছোট কইরা মাত্র ২০০তে নামাইয়া নিয়া আসে, সেক্ষেত্রে আপনার মনের অবস্থাডা কেমন হইবে মুন্নি সাহার মত আমার জানতে খুব মুঞ্চাইতাছে! ;)

এক্ষেত্রে এডমিন হয়তো এটা করতে পারে যে, পঠিত সংখ্যাটাকেই ব্লগ থেকে বিলুপ্ত কইরা দিতে পারে। তো ব্লগের জন্য সেইটাও কি সম্ভব? দিলে তো ব্লগেরই লচ, সেইটা কি আপনি জানেন? না জানলে যারা জানে তাদের কাছে জিগাইয়া যাইনা নিয়েন!

আপনার পোস্ট ৫৬৬ বার পঠিত। জানি না, এই পোস্ট ক্যামনে ৫৬৬ বার পঠিত হয়। আমি যদি প্রশ্ন করি, আপনি যে বিষয়টা নিয়া অভিযোগ উঠাইছেন, নিজে সেইটার সাথে জড়িত (?) তাহলে সেইটা শুনতে আপনার কাছে কেমন লাগবে? জানি না, এই পোস্ট ব্লগের জন্য কোন কাজের কিনা। তবে খুব শীঘ্রই আগামী ছয় ঘন্টার জন্য যে এই পোস্ট আলোচিত পাতায় গিয়া ব্লগের টেকনিক্যাল পরিবেশ বিনষ্ট করবে, সে বিষয়ে আমার মনে কোন সন্দেহ নাই!

আপনার পোস্টের থেকে আমার মন্তব্যটাই বড় হইয়া গেল। :P কিছু মনে কইরেন না আবার! ভাল থাকবেন!


অাজ কয়েকদিন থেকে একটা বিষয় কেউ কি লক্ষ করছেন কি না জানি না,আমি লক্ষ করছি
অনেক ব্লগারেরা ব্লগ লিখে ব্লগে পোস্ট করার সাথে সাথে আকাশ থেকে লাল নীল পরীরা নয়ত
কোনও জীনের বাদশাহ এসে তাদের লেখাগুলো কয়েক মিনিটের ভিতর কয়েকশত বার পঠিত
করে ফেলছে,এমনও হয় হাজারও পার হয়ে যায় । আসলে এ বিষয়টি যেমন ব্লগের সমস্যা করছে
তেমন কিন্তু ব্লগারদেরও ছোট করছে ।আমার নিজেরও কয়েকটি লিখায় এমন অবস্থা লক্ষ্য করেছি ।
দয়া করে ব্লগ অ্যাডমিনগণ কি এই বেশি পঠিত নামক ভাইরাসটার কোন ব্যবস্থা নিবেন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৩

শাহিন-৯৯ বলেছেন: আমি এই সমস্যায় পড়েছিলাম, আপনার দুইটা লেখা আমি খেয়াল করেছি এরকম হয়েছে। আমি পোস্ট দিয়ে ২০ মিনিট পরে এসে দেখি প্রায় ৫০০ বার পঠিত। পরে লেখাটা কিছুক্ষন সরিয়ে রাখি আর একটি সাময়িক পোস্ট দিই সেইটারও একই অবস্থা, পরে সিনিয়র ব্লগার ভাইদের পরামর্শে লেখাটি আবার পোস্টে আনি, আপনি আমার ব্লগে গিয়ে দেখে আসেন প্রায় ৩৯০০ বার যা আমার মাথা ঘুরিয়ে দেয়।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শাহিন ভাই আমি আপনার লেখাটা দেখেছি । আমারও কয়েকটা লেখার একই অবস্থা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৫

চানাচুর বলেছেন: :P হিট বাড়ছে ত। ভালই ত ;)

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ রাত্রী চানাচুর আপু । =p~

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭

চানাচুর বলেছেন: আমার ব্লগে ঢুকলে আমি অভিনন্দন জানিয়ে আকড়িয়ে রাখতাম B-)

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে এই মাঝরাত্রীতে আমার পাগলা লেখায় অভিনন্দণ। ;)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো ভেবেছি আপনি ইচ্ছে করে রিফ্রেস করেন...

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমি তেমন ভালো কিছু লিখতে পড়তে জানিনা সুতারাং আলোচিত থেকে দূরে থাকারাই কি আমার জন্য বেস্ট নয়।
এখন আপনার বিবেচনায় কি বলে ?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭

চানাচুর বলেছেন: আমার ব্লগে ওই ভাইরাস ঢুকলে আমি অভিনন্দন জানিয়ে আকড়িয়ে রাখতাম B-)

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে আমি সেই ভাইরাসটারে বলে দিলাম তয় আপনিতো নতুন কোনও লেখাই পোস্ট করেন না । B-)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪২

চানাচুর বলেছেন: পারতেছিনা :(

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন আপু কাজে কি খুব ব্যস্ত ?

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

মানিজার বলেছেন: :-Pমুজা পাইলুম ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথায় আছেনা কারো পৌষমাস আর কারো সর্বনাশ । দেখি মেনাজার সাব কুনদিন মাইনকার চিপায় পরে যদি :)
সেইদিন আমরাও মজালুটামু :P

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: এই বিষয়টা আমি ও লক্ষ করছি। এবং হিটের ভিত্তিতে নির্বাচিত পোষ্টে চলে যাচ্ছে, বিষয়টা অবশ্যই প্রতারণার পর্যায়ে পড়ে। এটা নিয়ে আমি পোষ্ট দিব ভাবছিলাম ও। কর্তৃপক্ষ বরাবর অনুরোধ থাকবে সবচেয়ে বেশি পঠিত পোষ্টের বিকল্প কিছু ভাবতে। কারণ নিজের পোষ্টে নিজেই অনেক বার ক্লিক করে সবচেয়ে বেশি পঠিত করে নিতে পারছি আমরা।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কারো কারো পোস্ট হিট তো মন হিট ;)

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মিস করে ফেললাম বোধহয়।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয় ।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুম।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা :)

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যথার্থ বলেছেন হাসু মামা।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

জুন বলেছেন: ২০১৬ এর ফেবরুয়ারী মাসে আমার একটি পোষ্টে আতংকিত হয়ে এই বিষয়টি লক্ষ্য করি । আমার চোখের সামনেই পঠিত সংখ্যা বেড়ে চলেছিল হু হু করে যা ১৪৫৭৩ বারে গিয়ে থামে, যা আগে বা পরে কখনো ঘটেনি । কেউ বল্লো অনেকবার শেয়ার হয়েছে তাই। তারপর ও আমার খুতখুতানি কমে নি বিষয়টিতে । চিন্তার বিষয় :(

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো একি অবস্থা । এটা বড় চিন্তার বিষয় ।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: পুরা একটা ফালতু বিষয় নিয়া লিখছেন! দেশে এত কিছু নিয়া লেখার উপকরণ থাকলেও হুট কইরা আপনি ক্যান যে ব্লগ হিটের পিছনে পইড়া রইলেন ব্যাপারটা ঠিক বোধগম্য হইতাছে না... /:)

আপনি পোস্ট পঠিত সংখ্যা কমানোর জন্য এডমিনের কাছে নিবেদন করছেন। কিন্তু আমার প্রশ্নটা হইল, আপনি কি আসলেই বোঝেন পঠিত সংখ্যাটা কি? আমার ধারনা বোঝেন না। কারণ যদি বুঝতেন, তাইলে কখনোই এই পোস্ট প্রকাশ কইরা প্রথম পাতায় ফ্লাডিং করতেন না।

জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিইঃ- আমার ক্লিকানোর আগ মূহুর্ত্ব পর্যন্ত আপনার পোস্টের পঠিত সংখ্যা ছিল ৫৬৫। যখনই আমি ক্লিক কইরা ভিত্রে ঢুকছি, অমনি সেইটা পঠিত বাইড়া ৫৬৬ হইয়া গেছে। এখন আপনি বলেন এই পঠিত সংখ্যা এডমিন ক্যামনে কমাইবে?

ধরেন ঐ ক্লিকটা যদি আমি না কইরা আপনিও করতেন, তাইলে কিন্তু পঠিত সংখ্যা সেক্ষেত্রেও বাইড়া যাইতো? এখন আমি এইখানে বইসা বইসা যদি আমার পোস্টে বারবার ক্লিক মাইরা বা F5 বাটম চাইপ্পা অথবা অটো রিফ্রেশ সফটওয়্যার ব্যবহার কইরা পোস্ট পঠিত সংখ্যা বাড়াই, তাইলে এডমিন ক্যামনে সেই পঠিত সংখ্যা কমাইবে?

তাছাড়া যদি কমাইতে পারেও, এখন আমার পোস্টের পঠিত সংখ্যা দেইখা এডমিন ক্যামনে বুঝবে কোন পঠিত সংখ্যাটা রিয়েল আর কোনটা ফেইক? এই যে আপনার একটা ফালতু পোস্ট ৫৬৬ বার পঠিত হইছে, এইটার মধ্যে আমার পূর্বে যে ১২ টা মন্তব্য আসছে ধরলাম সেই ১২ জনের জন্য পোস্ট পঠিত সংখ্যা হইছে ১০০। আর এমনি মন্তব্য না করা পাঠকরা আপনার এই পোস্ট পড়ছে ২০০ বার। কিন্তু তার পরেও যে ২৬৬ বার পঠিত সংখ্যা ফেইক বের হইতাছে (আমার হিসাবে)।

এখন এইটা তো আমার হিসাব। এমনও তো হইতে পারে এই ৫৬৬ বার পঠিত সংখ্যাটা রিয়েল। তো তখন যদি এডমিন আপনার এই রিয়েল পঠিতটা কাইট্টা ছোট কইরা মাত্র ২০০তে নামাইয়া নিয়া আসে, সেক্ষেত্রে আপনার মনের অবস্থাডা কেমন হইবে মুন্নি সাহার মত আমার জানতে খুব মুঞ্চাইতাছে! ;)

এক্ষেত্রে এডমিন হয়তো এটা করতে পারে যে, পঠিত সংখ্যাটাকেই ব্লগ থেকে বিলুপ্ত কইরা দিতে পারে। তো ব্লগের জন্য সেইটাও কি সম্ভব? দিলে তো ব্লগেরই লচ, সেইটা কি আপনি জানেন? না জানলে যারা জানে তাদের কাছে জিগাইয়া যাইনা নিয়েন!

আপনার পোস্ট ৫৬৬ বার পঠিত। জানি না, এই পোস্ট ক্যামনে ৫৬৬ বার পঠিত হয়। আমি যদি প্রশ্ন করি, আপনি যে বিষয়টা নিয়া অভিযোগ উঠাইছেন, নিজে সেইটার সাথে জড়িত (?) তাহলে সেইটা শুনতে আপনার কাছে কেমন লাগবে? জানি না, এই পোস্ট ব্লগের জন্য কোন কাজের কিনা। তবে খুব শীঘ্রই আগামী ছয় ঘন্টার জন্য যে এই পোস্ট আলোচিত পাতায় গিয়া ব্লগের টেকনিক্যাল পরিবেশ বিনষ্ট করবে, সে বিষয়ে আমার মনে কোন সন্দেহ নাই!

আপনার পোস্টের থেকে আমার মন্তব্যটাই বড় হইয়া গেল। :P কিছু মনে কইরেন না আবার! ভাল থাকবেন!

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না,না, কিছু মনে করি নাই নেন এইবার আপনার মন্তব্য যোগ কইরা দিয়া পোস্ট খানা মন্তব্যের চেয়ে বড় কইরা দিছি । ;)
ঠেলা সামলান । :P

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এ নিয়ে লেখার জন্যে ধন্যবাদ। আমিও এ নিয়ে কালকে পোস্ট দিয়েছি।

সাহসী সন্তানের সাথে আমি একমত নই।

ইউটিউবে একই ব্রাউজার থেকে ৮-১২ বারের বেশি রিফ্রেশ কাউন্ট হয় না। এটা করতে পারে একটা প্রোগ্রামের কারণে।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা ছাড়া আর কিছুই করার নেই ভাই।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

সাহসী সন্তান বলেছেন: পোস্টে আমার মন্তব্য এড কইরা দেওয়ার বেশ খুশি খুশি লাগতাছে। মনে হইতাছে বহুদিন পর কারো প্রকৃত ভালুবাসায় সিক্ত হইলাম। কিন্তু কথা হইতাছে, আপনি কি আসলেই আমার মন্তব্যটা বুঝছেন?

মনে তো হয় না। কারণ বুঝলে বরং মন্তব্য এড না কইরা পোস্টটাই ডিলিট মাইরা দিতেন! এই ব্যাপারটা নিয়া আমার ব্যক্তিগত মতামত হইল, এভাবে মডু ফডু ডাইকা আসলে পোস্টের পঠিত সংখ্যা কমানো সম্ভব না। বরং প্রত্যেকটা হিট সিকিং মেন্টালিটির ব্লগাররা যদি নিজের থেকে তার মানসিকতার পরিবর্তন না করে, তাইলে দিন-রাত গেঁজানোর পরেও শেষে সেই গল্পের মত হইবে সীতা কার বাপ! /:)

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইউটিউবে একই ব্রাউজার থেকে ৮-১২ বারের বেশি রিফ্রেশ কাউন্ট হয় না। এটা করতে পারে একটা প্রোগ্রামের কারণে।

- কথা সত্য। কিন্তু আমি নিজে বইসা বইসা যদি F5 চাইপা অথবা বারবার লিংকে ক্লিক কইরা নিজের হিট নিজে বাড়াইয়া নিই, তাইলে সেক্ষেত্রে আপনি কি কইবেন? আমার ধরনা, কোন টেকনিক্যাল সমস্যার সমাধান কইরা আসলে এই সমস্যার প্রকৃত সমাধান করা যাইবে না।

তার থেকে ভাল হয়, এসব ব্লগাররে সুলেমানী ব্যান করার লাইগা আসেন মডুগো কাছে আবেদন করি। ব্যান না করলে মডুগো বিরুদ্ধে দূর্বার আন্দুলোন গড়ে তুলুম! ;)

কিন্তু তাই যদি হয়, তাইলে সেই আন্দুলোনের প্রথম ব্যক্তি হিসাবে মামু আপনি নিজেই ব্যাড় পইড়া যান কিনা সেইটা নিয়া মনে যথেষ্ট সন্দেহ দেখা দিতাছে। খুব খিয়াল কৈরা... :P

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারে ওইসব ফ্যান স্যানের ভয় দেখাইয়া কোন লাভ নাই। ভালো হইয়া যান ভালো হইতে টাকা লাগেনা ;)

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: কোনটা নাচারাল রিডিং আর কোনটা আনন্যাচারাল উহা পাবলিক জানে, বুঝে!!

সো অতো টেনশন নেয়ার দরকার নাই!!


তবে খারাপ লাগে অনেকেই সর্বাধিক পঠিত ভাইরাস দিয়ে আলোচিত ব্লগে ইজিবিজি লেখা লটকিয়ে রাখে দেখে!!

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: [sbতবে খারাপ লাগে অনেকেই সর্বাধিক পঠিত ভাইরাস দিয়ে আলোচিত ব্লগে ইজিবিজি লেখা লটকিয়ে রাখে দেখে!!]
এটাই ছিল পোস্টের মূল বক্তব্য কেহ বুঝে নাই ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: আহারে কি আর কমু, মাঝে মাঝে কিছু গল্প লিখি, সারা দিন চাইয়া থাকি দশটা হিটও পড়ে না, অথচ অনেকের দশ মিনিটে হাজার হাজার হিট পইড়া যায়। কারো কারো ক্ষেত্রে এটা সমস্যাই মনে হয়।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে আপনার কথা শুইন্না মনটা দুঃখে ভইরা গেল।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

কালীদাস বলেছেন: সাহসী সন্তানের সাথে একমত।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকেই না আপনারা কজন ছাড়া।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: সাহসী সন্তানের সাথে একমত। আপচুুচচচচচ আমার পোস্ট এমন হয় না............হাহাহাহা

আমি চাইও না।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মনে হয় আলোচিত ব্লগের তালিকা থেকে 'সর্বাধিক পঠিত' পোস্টটা বাদ রেখে অন্যগুলো ঠিক রাখলে হিটখোররা আর এই ন্যাক্কারজনক কাজটা করত না।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

জাহিদ হাসান বলেছেন: আমার আজকে দেয়া নতুন পোস্ট ‘৫০০ বার পঠিত’ !
তবে মনে হয়না আপনার বলা কিছুর মত কিছু ঘটেছে।
আমি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে পোস্ট দেই। সুতরাং এত ভিজিটর স্বাভাবিক।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

আবু তালেব শেখ বলেছেন: প্রতারনা করে পঠিত সংখ্যা বাড়ালে কি লাভ? কত কোটি টাকার মালিক হবে তারা? হইতো কিছুকাল হিট লিস্টে থাকবে।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: যেহেতু কুরআন করীমে জ্বীনের অস্তিত্ব স্বীকার করা হইয়াছে, এবং বিভিন্ন সময়ে গ্রামগন্ঞ্জে জ্বীনের উপদ্রবের গল্প পাওয়া যাচ্ছে সুতরাং তারা যে ব্লগেও আক্রমণ করতে পারেন এটা অস্বীকার করা যায় না।
আমাদের উচিৎ কোনও কামেল হুজুরের শরণাপন্ন হওয়া। তিনি তাঁর পোষা জ্বীন দিয়ে তড়িৎগতিতে এই রহস্য সমাধা করিতে পারিবেন।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন মজার কথা বলেছেন জাহাঙ্গীর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.