|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আবিদ ছোট বেলা থেকেই লিখা পড়ায় খুব মনযোগী
ছেলে ছিল।তবে তার এই লিখা পড়া ভালো থাকার 
কারনে ছোটবেলা থেকেই আবিদের ক্লাসের সহপাঠিদের
সাথে তেমন ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারেননি ।
কারন হিসেবে আবিদের ছেড়া ডাইরির পাতা থেকে
জানা যায়,আবিদ লেখাপড়ায় ভালো ছাত্র ছিল বলে তাকে
সকলেই হিংসে করত।ক্লাসের অন্য ছেলেমেয়েরা আবিদের 
সাথে তেমন মিশতোনা।এমনও জানা যায় অনেকে আবিদের সাথে কথাও বলতো না,দুই চারজন যারাও কথা বলতো আবিদের সাথে
তারাও আবিদকে ইনসার্ট করে কথা বলতো,তারা খেলাধূলা করলে
বা কোথাও আড্ডা হইহুল্লো করলে সেখানে আবিদ উপস্থিত হলে আবিদকে তারা সরিয়ে দিত।যদিও কখনও কখনও আবিদ তাদের সঙ্গে মেশা বা খেলাধূলার সুযোগ পেত আর সেই সুযোগে আবিদকে তার বন্ধুদের কাছে থেকে পেতে হয়েছে হয় বলের আঘাত না হলে খেলা ভুলের কারনে শুনতে হয়েছে কড়া কথা।  
আবিদ একটি সময় সকলের কাছে আঘাত পেতে পেতে তার
লিখা পড়ার যে মনযোগটুকো ছিল সেটাও হারিয়ে ফেলেছে।
এখন আর আবিদের বড় ভাই কবির আবিদকে সন্ধের পর ঠিক
সময় মত পড়তে বসতে দেখেন না।
 এভাবে চলতে চলতে একটি সময় এসে আবিদ সকলের কাছ থেকে দূরে সরে যেতে লাগল,এখন আর আবিদ বন্ধুদের সাথে খেলা
ধূলা করতে আগ্রহী না।
আবিদ সকলের চেয়ে আলাদা একজন ছেলে।সে এখন আর কোনও বন্ধুদের সাথে আড্ডা দেয়না ।আবিদ এখন একাকী 
থাকতে খুব পছন্দ করে। আবিদ ইদানিং প্রায় সময় স্কুল ফাকি দেয়ায় হেড মাস্টার আবিদের বড় ভাইকে কম্পিলিন জানিয়েছন আর এর আবিদকে তার বড় ভাইয়ের হাতে মারও খেতে হয়েছে। 
হঠাৎ একরাতে আবিদ তার মোবাইল ফোনে একটা ম্যাসেজ পেল
তুমি কি খুব একাকী ?
আবিদ উত্তর দিল! হ্যা আমি খুব একাকী ।
তুমি কি করো ?
আবিদ উত্তর দিল! আমি পড়া,লিখা করি ।
তোমার মা,বাবা,ওনারা কি করেন ?
আবিদ উত্তর দিল! আমার বাবা একটা সরকারী চাকুরি করেন ।
আর মা ?
মা গৃহিনী ।
তোমরা কয় ভাই বোন ?
আবিদ উত্তর দিল! আমরা দুই ভাই ।কোনও বোন নেই।
তুমি কি বড় না ছোট ?
আবিদ উত্তর দিল! আমি ছোট।
ওহ! তোমার বড় ভাই কি করেন ?
আবিদ উত্তর দিল! সে বিশ্ববিদ্যালয় লিখা পড়া করেন।
এভাবে আবিদের সাথে টাণা কয়েকদিন ম্যাসেজ ও চ্যাটিং চলতে
থাকে,আর এভাবেই আবিদের এবং তার ফ্যামেলীর অনেক
তথ্য ওই ব্যক্তির হাতে চলে যায় ।
এরপর একদিন আবিদকে বলা হল তুমি কি গেম খেলবে ?
আবিদ প্রশ্ন করলো কি গেম ?
ও বললো খুব মজার গেম । যে গেম খেললে তোমার
খুব ভালো লাগবে ।
 আবিদ গেমটি খেললে শুধু তোমার ভালই লাগবে না বরং তুমি নতুন করে তোমার নিঃসঙ্গ একাকি 
জীবনটাকে নতুন করে উপভোগ করতে পারবে।
আবিদ ভাবে আমার হাতে এখন অনেক সময় এখন আমার কোনও বন্ধু নেই যার সাথে আড্ডা দেয়া যায়।
তাছাড়াও কেউ আমাকে তাদের সাথে খেলতে নেয় না,যারাও খেলতে নেয় তারা শুধু আমার সাথে মজা করার
জন্যই খেলতে নেয়।
আবিদ ভাবে আমার মত নিঃসঙ্গ একাকি মানুষের জন্য এরকম একটা খেলা খুবই প্রয়োজন। 
এমন সুন্দর খেলা যা আমায় সময় কাটাতে খুবই সাহায্য করবে । না এমন সুন্দর সুযোগ হাতছাড়া
করা আমার জন্য কোনও মতেই ঠিক হবে না ।
আবিদ চ্যাটিং এর উত্তরে সে গেমটি খেলতে আগ্রহ জানায় । শুরু হয় একের পর এক খেলার
পর্ব ।সব খেলাতেই আবিদের জয় হয় ।
শেষ খেলাটার জন্য আবিদকে ম্যাসেজ দেয়া হয় আবিদ প্রথমে খেলার শেষ পর্ব খেলতে চায়নি 
কিন্তু তাকে কথার মন্ত্র জালে এমন ভাবে ফাঁসানো হল যে কারনে সে নিশ্চিত মৃত্যু জেনেও শেষ
পর্বের খেলাটি খেলতে রাজি হলেন ।
আর ফাসীতে ঝুলে পড়লেন,শেষ হয়েগেল আবিদের ব্লু হোয়েল খেলা।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১২
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও তবুও................ 
২|  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৬
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বাচ্চাদের ভালবাসা উচিৎ, সময় দেয়া উচিৎ, কোথায় কখন কি করছে, খোজ রাখা উচিত।তাহলেই ফিউচারে আর কোন আবিদ আমাদের নাজ থেকে হারিয়ে যাবেনা।
শুভ কামনা হাসু মামা।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১৫
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কঠিন মন্তব্য করছেন ভাই যার তুলনা হয়না ।আপনার সাথে আমিও সহমত।
শুভ কামনা থাকল।
৩|  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১১
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সংশোধনীঃ আমাদের মাঝ থেকে।
  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১৩
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সমস্যা নাই বুঝতে পারছি।
৪|  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩২
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো ভালো পোস্ট আশা করি। এটা ঠিক জমেনি...
  ০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৬
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চেষ্টা চালাচ্ছি একটু দোআ কইরেন আমার জন্য আমি যেন আপনাদের মন রক্ষা করতে পারি।
৫|  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৭
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রথম প্রথমতো সব ঠিক হয়ে যাবে।
৬|  ০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৩
০৭ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: লেখাটি দৃষ্টিনন্দন ভাবে সাজিয়েছেন।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৮
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রথম প্রথমতো সে কারনেই এমন লাগছে ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৬
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৬
বেনামি মানুষ বলেছেন: এভাবে?
পড়ার পরে মনে হলো বাজে!