![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে না যত দোষ নন্দ ঘোষ । এখন ধীরে ধীরে পুরো পৃথিবীতে সেরকম অবস্থাই দেখা যাচ্ছে ।
কিছু থেকে কিছু হলেই মুসলীমদের দোষ,মুসলীমরা জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ নানান যত দোষ সবই করে
শুধু মুসলীমরা। আর অন্যান্য ধর্মের লোকেরা যারা হিন্দু, খ্রীস্টান,ও ইহুদি,বৌদ্ধ,হেরা খালি হাতের বুইড়া
চুইষা বেরায়।
কেনরে বেটা ইতর বদমাইস ট্রাম্প জেরুসালেমই তোর চোখে পড়লো কেন ?
আর কোন এলাকা পাইলি না তোদের রাজধানী করার জন্য ।
এই শালা ইহুদীর বাচ্চা শয়তান ট্রাম্প আর বুশ ফুশদের জন্যই আজ পৃথিবীর
এমন করুন অবস্থা।
এই শালাগো লেইগ্গা আজ মানুষের মধ্যে ধর্ম যত হতাহত এবং বিরোধ সব বেড়ে চলছে।
আরে বেটা তোরা ইহুদীরা যখন এতই ভালো তখন মুসলীমদের পিঁছনে এত লাগিছ কেন ?
এই শালা ইহুদীর বাচ্চা গুলাইন যত যত গ্যামজাম আর জঙ্গীবাদ সন্ত্রাসীবাদের মূল শিকর
অথচ সব সময় এই শালারা বলবে যত দোষ মুসলীমদের ।
এই যে জেরুসালেমেরে রাজধানী করলো,এখন যদি এটা নিয়ে কোন মুসলীম দেশ থেকে প্রতিবাদ
বা বিরোধীতা করে তাহলেই বলবে এইযে মুসলীমরা জঙ্গীবাদ সন্ত্রাসীবাদ শুরু কইরা দিছে,অথচ
ঝামেলার মূল কিন্তু ট্রাম্প নিজেরা এবং তাদের পদক্ষেপগুলো ।আরে বেটা ট্রাম্প আজ যদি কোন
মুসলীম দেশ তগো খ্রীস্টান ইহুদী রাষ্ট্রে যাইয়া সেই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম করে তাহলে তোরাতো
এতক্ষণে করুক্ষেত্রই না শুধু যতধরনের বিষাক্ত ক্ষেপনাস্ত্র আছে সেগুলো ছাড়তি ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ওস্তাদ । শুভ রাত্রী,আমাদের এখানে সকাল হলেও মনে হচ্ছে আপনাদের ওখানে এখন রাত।
চাঁদগাজী ভাই শরীরের অবস্থা এখন কেমন ?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৩
অলিউর রহমান খান বলেছেন: -হে ঈমানদারগণ, তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও, তখন সুদৃঢ় থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পার। (পবিত্র সূরা আনফালঃ ৪৫)
ভাই আমাদের ধর্য্য ধারণ করতে হবে। মহান আল্লাহ্’তালা উওম ন্যায় বিচারক ও ফয়সালাকারী।
তারা ভুলে গেছে ফেরাউন, আবুজাহেল, নমরুদের কথা। ভুলে গেছে তারা ও মহাশক্তিধর প্রমাণ করায় ব্যস্ত হয়েছিলো
কিন্তু আল্লাহ্ তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছিলেন। পরিশেষে কঠিন আজাবে তাদের পাকড়াও করেছেন।
আমরাের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। চলার পথে বাঁধা আসবেই, এসব প্রজ্ঞাময় রবের পক্ষ থেকে
আমাদের জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয়। ইনশাল্লাহ্ আমরা এ বিপদে ধর্য্য ধারণ করতে পারলে তিনি আমাদের উওম পুরষ্কার
দান করবেন এবং তা হবে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণময়।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! অনেক সুন্দর একটা কমেন্ট করেছেনতো ভাই। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেখে যেতে হবে এখন অন্য প্রভাবশালী জ্ঞাতি আরব ভাইরা কী করে...
০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা ছাড়া আর উপায় কি ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
আলামিন বাদশা বলেছেন: ফাইন
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
স্বতু সাঁই বলেছেন: এখনই দেখার সময়, তথাকথিত মুসলমানের ইমানের জোর কতো এবং তথাকথিত মুসলমানের আল্লাহ কি করে দেখায়।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সময় হলেই যা করার করবে তবে তখন আর এখনই দেখার সময়, তথাকথিত মুসলমানের ইমানের জোর কতো এবং তথাকথিত মুসলমানের আল্লাহ কি করে দেখায়। এটা লেখার সময় পাইবেন না।তখন আপনার নীকের মত সাই হইয়া
যাইবেন স্বতু সাঁই ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতিতে মুসলিম বিশ্বের ক্ষোভ
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
লেখা পাগলা বলেছেন: @স্বতু সাঁই মুসলমানের ঈমানের কি দেখছে কে জানে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলে এদের লাভ নাই।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এই তার ছিড়া ট্রাম্প যতদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবে ততোদিন পৃথিবীতে সমস্যা শুধু বাড়তেই থাকবে.........
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লামাবুদেই জানে কবে শেষ হইব এই জালিমের জালিমানী।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সূরা রা’দের ১১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
"মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ অবশ্যই কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ যদি অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ করার কেউ নেই। এবং তিনি ব্যতীত তাদের কোন অভিভাবক নেই।" (১৩:১১)
মুসল্মান নামধারী লেবাস ধারি সসিডি গংয়ের হাতে ক্ষমতা রেখে কিছুই হবে না!!!! মুস্লিম জাতিকেই আগে নিজেদের নেতৃত্ব ঠিক করতে হবে! তবেই যদি কিছু হয়!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মুসল্মান নামধারী লেবাস ধারি সসিডি গংয়ের হাতে ক্ষমতা রেখে কিছুই হবে না!!!! মুস্লিম জাতিকেই আগে নিজেদের নেতৃত্ব ঠিক করতে হবে! তবেই যদি কিছু হয়!
দশ কথার এক কথা একশত ভাগ সত্য কথা বলছেন ভাই।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মুসলমানরা শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছে। এ জন্য তারা পিছিয়ে পড়েছে। শুধু ধর্ম নিয়ে বসে থাকলে চলে না, পৃথিবী অনেক এগিয়ে গেছে। গোটা পৃথিবীর সাথেই তাল মিলিয়ে চলা জরুরি! ধর্মীয় বিভাজন প্রগতির পথে অন্তরায়।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাধু ভাই তাল মিলিয়ে চললে ভালো সেটা যেমন সত্য তেমন সব বিষয় তাল মিলানও যায়না।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০১
নতুন নকিব বলেছেন:
স্বতু সাঁই, খালি আল্লাহর সাথে চ্যালেঞ্জে যেতে চায় ক্যারে? মাঝে মাঝেই তাকে এমন করতে দেখা যায়। আমার চিন্তা লাগে, হ্যায় কি কয় দিন পরে আবার কইবো নি যে, 'আমিই সব কিছু করি, পৃথিবী আমার হুকুমেই চলে। সুতরাং, এখন থেইক্যা আমিই .......!'
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যার কথায় এমনই মনে হয়
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
নতুন নকিব বলেছেন:
হাসু মামা,
শিরোনামের শব্দটা 'মুসলিম', 'মুসলীম' নয়। ঠিক করে দেয়া হলে ভাল হত।
ধন্যবাদ।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক করে দিয়েছি।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
নতুন নকিব বলেছেন:
ঠিক করেছেন বলে ধন্যবাদ। কিন্তু আবার 'মুসলিম' শব্দের পরে ইনভার্টেড কমা (' দেয়ার প্রয়োজন ছিল না। এটা অতিরিক্ত। ইচ্ছে করলে ঠিক করে নিতে পারেন।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক করে দিচ্ছি।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
মুসলমানরা বিশ্বের সাথে তাল মিলায়ে চলতে পারছে না; বাংলাদেশ থেকে বিএনপি'র নেতারা পালিয়ে কোথায় অবস্হান করছে? সিরিয়ানরা দেশ ছেড়ে কোথায় গেছে? এগুলো বড় বড় সমস্যার সৃষ্টি করছে