|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার বিরুদ্ধে এবার লরেচরে বসেছেন রাশিয়া। শুধু তাইনা রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারিও জানিছেন।বিবৃতিতে আরো বলা হয়েছে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে আবারও নতুন একটি সংকটের জন্ম দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সে বিবৃতিতে আরও জানানো হয়েছে ফিলিস্তিন প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সবগুলো প্রস্তাবের প্রতি সমর্থন জানায় রাশিয়া। আর একই সঙ্গে আরব দেশগুলোর শান্তি পরিকল্পনার প্রতিও রাশিয়ার সমর্থন আছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে বায়তুল মুকাদ্দাসের ব্যাপারে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটা ট্রাম্পের একতরফা পদক্ষেপ এবং এই ঘোষণা কখনই শান্তির পক্ষে যেতে পারেনা। 
সূত্র:  এএফপির 
 ১৮ টি
    	১৮ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৫৩
০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও তেমন কিছুই মনে হচ্ছে ।ইনাদের ভাবমতি বুঝা দায়। ধন্যবাদ কালীদাস ভাই।শুভরাত্রী।
২|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১০
০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১০
চাঁদগাজী বলেছেন: 
আপাতত নতুন করে তেমন কোন বড় ঘটনা ঘটেনি; ইহুদীরা  জেরুসালেমের নতুন কোন এলাকা দখল করেনি; তবে, বেশী টাকায় ক্রমেই ইহুদীরা জেরুসালেম কিনে নেবে আরবদের থেকে।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৫
০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে একই কথা এখনও দখল করেনি তবে আস্তে আস্তে ঠিকই দখল করে নিবে।
৩|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৪
০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাড় দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন চাই...
  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৭
০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু সেটা কি ভাবে? 
ইহুদীরা ফিলিস্তিনকে ছাড়বে বলে মনে হয়না।
৪|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৪২
০৯ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৪২
অলিউর রহমান খান বলেছেন: আজ আমাদের নিজেদের জন্যই আমাদের এ অবস্থা। এ পরাজয়ের জন্য দায়ী আমাদের উদাসীনতা ও বিভক্তিকরণ।
আল্লাহ্ মুমিনদের সাহায্য করার কথা ঘোষণা করেছেন
মুমিনদের বৈশিষ্ট্যর কথা ও উল্লেখ আছে। কি কি গুণের অধিকারী হলে একজন মানুষ মুমিন হয় তা যদি
আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে লাখে এক জন মুমিন। এ জন্যই আমাদের এই অবস্থা আজকে।
✔️মুসলমানদের সরলতাকে পুঁজি করে ইহুদি-খ্রিস্টান চক্র মুসলমানদের বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং উদাস-সরলতা নয়, পূর্ণ সতর্ক থাকতে হবে। আল কুরআন মুসলমানদের সরলতার পরিচয় দেয়ার পাশাপাশি সতর্ক থাকতে, অশ্রু বিসর্জন দেয়ার সঙ্গে সঙ্গে শত্রু মোকাবেলায় শক্তি সঞ্চয় ও প্রস্তুতি গ্রহণ করার কথাও বলেছে।
✔️‘হে মুমিনগণ সতর্কতা অবলম্বন কর, এরপর পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়।’ [সুরা নিসা, আয়াত নং ৭১]।
কুরআনে কারিমে আরও ইরশাদ হয়েছে, ‘কাফেররা চায় যে, তোমরা অস্ত্রশস্ত্র, আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, তাহলে তারা তোমাদের ওপর একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে।’
এখনও সময় আছে, আমাদের আল্লাহর পথে ফিরে আসতে হবে,
নামাজ কায়েম করতে হবে।
সবার আগে ঈমান ঠিক করতে হবে, তাহলেই আসবে বিজয়।
ইনশাল্লাহ্ আল্লাহ্ আমাদের সাহায্যে করবেন।
  ১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৪১
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আল্লাহ্ নিশ্চয় মুসলিমদের সাহায্যে করবেন। তিনিই আমাদের একমাত্র রব । তিনি ছাড়া আর কেহ নাই।
৫|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: ট্রাম্প তো অতি দুষ্টলোক।
  ১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৪
১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই ট্রাম্পকে দেশে একটা সাইজ দেয়া প্রয়োজন।
৬|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
০৯ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: ঘোড়ার গাছ কাটবে রাশিয়ানরা।
  ১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৫
১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন মাস্টার ভাই ।
৭|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:১১
০৯ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:১১
নতুন নকিব বলেছেন: 
আজকের রাশিয়া হিসেবের মধ্যে পরে না। বৃথা আস্ফালন ছাড়া তাদের আর কিছু করার ক্ষমতা অবশিষ্ট নেই।
ক্ষমতা যা ছিল তার অপব্যবহার তারা পূর্বেই করে শেষ করেছে। আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান ইত্যাদি সীমান্ত ঘেঁষা দেশ-জনপদগুলোতে একসময়কার ব্যাপক খুন-খারাবীতে মত্ত বিশ্ব মোড়ল আজকের লেজকাটা অথর্ব রাশিয়া। এদের চিতবাত নিষ্ফল। সাদা চামড়ার এই জাতিটির হাতও ইঙ্গ-মার্কিনীদের মত অসংখ্য বনি আদমের রক্তে রঞ্জিত। এরা আফগান এবং সন্নিহিত অঞ্চলে গত কিছুকাল পূর্বেও খুনের মহড়া দিয়ে বেড়ানোকে তাদের পূন্যের কাজ বিবেচনা করতো। মানুষের রক্ত নিয়ে হোলি খেলার কারনে সাহস হারিয়ে এরা এখন স্রেফ অথর্ব জাতি।
  ১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
১১ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওই একই কথা ভাই রাশিয়াগো দিয়া ট্রাম্প তার ঘোড়ার গাছ কাটাইবো।
৮|  ০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫০
০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকে তৈরি করা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আর উত্তরও আগেই তৈরি ছিল।
  ১০ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৪৯
১০ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন ?
৯|  ১০ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩২
১০ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৩২
জ্ঞান ক্ষুধা বলেছেন: সবই ফাপর 
ফিলিস্তিন ইস্যুতে রাশিয়ার কোন ফায়দা নাই শুধু ইরান ও তুরস্কর এর জন্য তারা বিবৃতি দেয়। তবে ইউরোপিয় ইউনিয়ন একটা ফ্যাক্ট
  ১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৩৯
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহ্ নিশ্চয় মুসলিমদের সাহায্যে করবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৪৮
০৯ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:৪৮
কালীদাস বলেছেন: এইটা করাতে ট্রাম্পের জন্য আরও ভাল হবে। লাভ হবে এই জন্য যে পরে সে এটাকে ব্যবহার করতে পারে নিজের অতি রুশভক্তির কমপ্ল্যানগুলোর এগেইনস্টে।
এমনে ট্রাম্পের কোন যায় আসেনা রাশিয়া কি ভাবে আমেরিকাকে নিয়ে। কোল্ড ওয়ার শেষ কয়েক যুগ হয়, এখন আর রাশিয়ার সেই দিন নাই যে রাশিয়ার ভয়ে আমেরিকার প্রেসিডেন্টের রাতের ঘুম হারাম হবে।