![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ভাবে ইহুদী খ্রীস্টানরা ইসলাম ধর্মের মানুষ মুসিমদের পিঁছনে লেগেছে,তাতে বিশ্বের অবস্থা ভালো মনে হচ্ছে না।
ট্রাম্পের কামকাজ ভালো মনে হচ্ছে না। জেরুজালেম ইস্যুতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেনন। মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও নিন্দার ঝড়। ক্ষোভের পরিমাণটা ফিলিস্তিনিদের মধ্যে
অনেক বেশি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিম তীর, গাজা এবং জেরুজালেমের রাস্তায় বিক্ষোভে নামেন
তারা।
অবস্থা এতটাই উত্তেজনক,যা থেকে বিশ্ববাসী মনে মনে ধারনা করছেন, আবারো একটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব।
বিশেষ করে প্রথমত ধারনা করা হয়েছিল, সিরিয়া এবং উত্তর কোরিয়া বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের।এর মধ্যেই আবার ৮ই ডিসেম্বর ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায়,বিশ্ববাসী অনেকেই
ধারনা করছেন;ট্রাম্পের এ সিদ্ধান্ত যেন বারুদ ম্যাছের খোসায় ঘষা দেয়ার মত হল।
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশংকা কিছুটা সেরকমি ভাই।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে তখনই যখন পরাশক্তিগুলোর একটির ইচ্ছা হবে তা শুরু করার | ফিলিস্তিন সমস্যা নিয়ে যুদ্ধ শুরু করার আগ্রহ বা ইন্টারেস্ট কোনো পরাশক্তির বিন্দুমাত্র নেই | কারণ এতে তাদের কোনো লাভ নেই | তাছাড়া একটি যুদ্ধ শুরু হয় একাধিক দেশের মধ্যে চরম বৈরিতার কারণে | ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে ইসরাইলের সাথে বৈরিতায় জড়ানোর সাহস কোনো মুসলিম রাষ্ট্রের আছে বলে মনে হয় না | তার চাইতে অধিক বৈরিতা আছে এক দেশের শিয়া-সুন্নি দ্বন্ধের কারণে এক মুসলিম দেশের সাথে আরেক মুসলিম দেশের |
অধিকাংশ মুসলিম রাষ্ট্রের ক্ষমতাসীনরা চরম দুর্নীতিগ্রস্থ এবং যতরকম অনৈতিক কর্মকান্ডে লিপ্ত | তাই তাদের নূন্যতম মনোবলও নেই ইসরাইলের অন্যায়ের কঠোর (লোকদেখানো নয়) প্রতিবাদ করে অসহায় ফিলিস্তিনদের পাশে এসে দাঁড়ানোর | এদের অধিকাংশই আবার সৌদি বাদশাহের বিরুদ্ধে টুশব্দটি করার মতো সৎ সাহস নেই |
সারাবিশ্বে যা প্রতিবাদ হচ্ছে তার সিংহভাগই হচ্ছে ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রতি মুসলিমদের আবেগের বহিঃপ্রকাশ, এতে ইসরাইল বা ট্রাম্পের পরিকল্পনা বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না | দুর্ভাগা ফিলিস্তিনিদের সমস্যার সমাধান তাদের নিজেদেরই বের করতে হবে | সম্ভবত তা হবে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে এবং তৃতীয় কোনো অমুসলিম রাষ্ট্রের মধ্যস্থতায় |
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে একমত ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনায় বিরাট সমস্যা আছে, ইসরায়েয়েল একটা দেশ, প্যালেষ্টাইন একটা রিফিউজি ক্যাম্প; কার সাথে কার দ্বন্দ্ব?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে ভাই।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
না , এমনটি ভাবার কোনও কারন নেই , তেমনটা হবার সম্ভাবনাও নেই ।
ফিলিস্তিনের ব্যাপারে স্বামী বিশুদ্ধানন্দ এর সাথে একমত ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপনার সাথে একমত ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
ইমরান আশফাক বলেছেন: পরবর্তী বিশ্বযুদ্ধ্ব হবে সভ্যতার সংঘাত যেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পৃথিবীর অধিকাংশ দেশই এখন দেশের ভিতরে অথবা বাইরের কোন না কোন সংঘাতের সাথে যুক্ত। এটি কমার কোন লক্ষন দেখা যাচ্ছে না। যেমন আমরা বার্মার সাথে অনেক যুগ ধরে চেষ্টা করেও কোন সুসম্পর্ক তৈরী করতে পারলাম না। কারন তারা জাতী হিসাবে পৃথিবীর সবচাইতে দূবৃত্ত্বায়িত, অসংযত, অস্হির, হিংস্র এবং মিথ্যাচারী জাতী। আমরা না চাইলেও ওরা ঠিকই আমাদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এভাবেই পৃথিবীর প্রতিটা দেশই সংঘাতে জড়িয়ে পড়ছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাই।আর তা খুব কাছাকাছি মনে হচ্ছে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: এই সামান্য ব্যাপার নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না।
খুব অল্প কিছু দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে না।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
গরল বলেছেন: এটা জাস্ট ইরানকে একটা টোপ দেওয়া হইছে, গিললেই ইরাকের মত গলা টিপে ধরবে। যে যাই বলুক ট্রাম্পের মাথায় ঘিলু আছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আছে বলেই সে ট্রাম্প
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
আবু তালেব শেখ বলেছেন: রাশিয়া বনাম আমেরিকা ছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। মধ্যপ্রাচ্যে সব দালাল শ্রেনির শাষক। এরা জনগনের প্রানের মায়া করে না। এদের মাধ্যমে বিশ্বযুদ্ব বাধার আশংকা একেবারেই নেই
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও হতে পারে।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যুদ্ধ বাধবে না। তবে অনেক ফিলিস্তিনি মারা যাবে।