|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
কাল বিকেলের পর থেকেই খুব সামুতে ঢোকার চেষ্টা করছিলাম,কিন্তু কোন ভাবেই সামুর পেজ ওপেন হতেছিলনা তখন 
ভেবেছিলাম হয়ত সামু আমাকে ব্লক করেছে,মনে মনে অবশ্য অনেক রাগ হল,কিন্তু রাগ করেই বা কি লাভ কোন স্কুলে যদি
টিচার তার স্কুল থেকে কোনও দুষ্টু ছাত্রকে বহিস্কার করে দেন তাহলে সেখানে সেই ছাত্রের কিছু বলার থাকে না ।সামুও কিন্ত
আমাদের অনেকের কাছে একটি বিদ্যালয় সমকক্ষ,সুতারাং এখান থেকে যদি আমাদের মত দুই একজন দুষ্টু ছাত্রকে সামুর 
 মাষ্টারসাহেবরা বহিস্কার করে দেন আমাদেরও কিন্তু কছু বলার নাই।   পরে আমি অন্য এক সাইবারক্যাফ থেকে সামুতে ঢোকার
 পরে আমি অন্য এক সাইবারক্যাফ থেকে সামুতে ঢোকার
চেষ্টা করি সেখানেও একই অবস্থা।  পরে ভাবলাম নাহ! আমি যা ভাবছি তা নয় হয়ত সামুর সকল মডারেটরা এক সাথে অনেক লম্বা
 পরে ভাবলাম নাহ! আমি যা ভাবছি তা নয় হয়ত সামুর সকল মডারেটরা এক সাথে অনেক লম্বা 
ছুটি কাঁটাবেন তাই তারা সামুতে কিছুদিনের জন্য তালা ঝুলিয়েছেন।   পরে আবার ভাবলাম এও হতে পারে না । সামুর মডারেটরা
 পরে আবার ভাবলাম এও হতে পারে না । সামুর মডারেটরা
এত্ত লম্বা ছুটি কখনো কাঁটান নাই যে কারনে সামুর দরজায় তালা লাগাতে হবে ।  যাই হোক এখন টেরাই মারছিলাম আর দেখি যে
 যাই হোক এখন টেরাই মারছিলাম আর দেখি যে
না সামু ঠিক আগের মতই ঠিকঠাক আছে। পরে আমার মাথায় হুস হল আমাদের সামু নিশ্চয় এই দীর্ঘ সময় মালিবাগের না শান্তিবাগের
অশান্তির জ্যামে আটকে গেছিল ।যাই হোক মনে হচ্ছে প্রায় দীর্ঘ  ২০ থেকে ২৪ ঘন্টা পর সামুর জ্যামযট নিরসন হল।
আর  সামুর এই জ্যামযট নিরসন করায়ায় সামুর ট্রাফিক পুলিশ ভাইদের ধন্যবাদ। 
 ২৬ টি
    	২৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৫৭
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক টেনশনে ছিলুম আপু ।যাই হোক এখন ঠিক আছে।শুভরাত্রী।
২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৫৯
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৫৯
পবন সরকার বলেছেন: আমিও আপনার দলে ছিলাম।
  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:০৪
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৩:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৩|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৫
১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:১৫
লেখা পাগলা বলেছেন: কেন সামুর আবার হঠাৎ কি হলো ?
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটু সমস্যা হয়েছিল।সব ঠিক হয়েগেছে।
৪|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:৪৪
১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৪:৪৪
নাইম রাজ বলেছেন: আমরা ধরতে গেলে একপ্রকার সামুর পরিত্যক্ত লেখক।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম
৫|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:০০
১৩ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: যাক আমি সেই কতক্ষন ছিলাম না।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা করছেন।
৬|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০১
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০১
চাঁদগাজী বলেছেন: 
সামু যদি এসব ব্যাপারে ব্লগারদের জন্য একটা "মেসেজ বোর্ড"  রাখতেন আলাদা ওয়েব সাইটে, তা'হলে ভালো হতো
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৮
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক এর পর হতে হয়ত তেমনটা করবেন।
৭|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০২
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: ১২ তারিখ ভোর থেকেই আমি সামুতে ঢুকতে ব্যর্থ, আজ ভোরে সফল হলাম।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৯
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৫:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাপি ব্লগিং 
৮|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১২
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: এখন ঠিক আছে।
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৩৩
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী এখন ঠিক আছে। 
৯|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৬
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৪৬
ফারুক সৈকত বলেছেন: আমি তো প্রথমে মনে করেছিলাম......।নেটে সমস্যা......। পড়ে চিন্তা করলাম না কোন সসম্যা হয়েছে সামুতে------যা আবার আগের মতো ঠিকঠাক মত চলবে-----খুব ভালো লাগছে---------সকালটা
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৮
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন আপআতত আর কোন সমস্যা নেই।
১০|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:১০
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আগে থেকে একটা নোটিশ পেলে আমাদের সুবিধা হতো।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৯
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এ বিষয় নিয়ে সামনে একটা পোস্ট দিবো চিন্তা করছি।
১১|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৩০
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৩০
নতুন নকিব বলেছেন: 
ধন্যবাদ, বিষয়টি তুলে ধরায়। একই বিষয়ে আমারও একটি পোস্ট ছিল। আসলে একটা নোটিফিকেশন সিস্টেম থাকলে ভাল হত।
১২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৪৬
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৪৬
অলিউর রহমান খান বলেছেন: তাহলে আমি একা নই সবারই এমন হয়েছে।
যাক আবার তো ঠিক হয়ে গিয়েছে।
ভালো লাগলো মজার লিখাটি।
১৩|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:০৮
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:০৮
তারেক ফাহিম বলেছেন: কাল সারাদিন ঢুকতে পারি নাই, পরে অন্য পিসিতেও চেষ্টা করে বিফল।
আজ সকালে ঢুকলাম।
১৪|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:১১
১৩ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: সামুর মেশিন নষ্ট হয়ে গেছিল; একারণে মনে দুঃখ পেয়েছিলাম। 
১৫|  ১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৩
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৩
আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি আংকেলের মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করছি
  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৩২
১৪ ই ডিসেম্বর, ২০১৭  ভোর ৬:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী চাঁদগাজি ভাইয়ের মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করছি। 
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৪৯
১৩ ই ডিসেম্বর, ২০১৭  রাত ২:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: মজা করে লিখেছেন তবুও ভালো লাগলো ।
আমরা যে সামু কে কি পরিমান মিস করি , মডারেটরের পক্ষে বুঝা সম্ভব না ।
আমার আপু তো বলেই চলেছে একদম ভালো হয়েছে তোকে ব্লগ থেকে বাদ দিয়ে দিছে ।