|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 বুধবার রাজধানী ঢাকার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, আকায়েদ উল্লাহ বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে এমন কোনও প্রমাণ এখনও পযন্ত পাওয়া যায়নি। তাছাড়াও বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গেও তার জড়িত থাকার প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ইন্টারনেটের মাধ্যমে হয়ত তিনি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হতে পারেন। সূতারাং বাংলাদেশের মাটিতে আকায়েদের জঙ্গি কর্মকাণ্ডের কোনও প্রমাণ এখনো মেলেনি। 
তথ্যসূত্র,মানব কন্ঠ।
 ২৫ টি
    	২৫ টি    	 +০/-০
    	+০/-০  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০১
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব কুলাঙ্গারদের কঠিন সাজা দেয়া প্রয়োজন যাতে তা দেখে এমন কাজ করার সাহস আর কেউ না পায়।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৫৬
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন: 
তাকে কি "সন্দেহ করেছে", নাকি আক্রমনস্হল থেকে আটক করা হয়েছে?
বাংলাদেশের গোয়েন্দা  উনার ভাষ্য দিয়েছেন, পোষ্টে আপনার বক্তব্য কি? সংবাদ পরিবেশণ?
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০৭
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছুটা হাইলাইট করার মতই বিষয় এগুলো।
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৩
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৩
নাইম রাজ বলেছেন: হাসু ভাই আপনিও দেখছি দুই নম্বার হিট খোর হয়ে যাচ্ছেন। 
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:১৩
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৪
নাইম রাজ বলেছেন: এত্ত বেশি হিটখোর হওয়া ভালো না।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:১৩
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৭
মামুন ইসলাম বলেছেন: এসব লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩৩
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব কুলাঙ্গারদের কঠিন সাজা দেয়া প্রয়োজন যাতে তা দেখে এমন কাজ করার সাহস আর কেউ না পায়।
৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৫১
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৫১
হাঙ্গামা বলেছেন: উট পাখির ডিম সিদ্ধ করে গরম গরম ওর পশাদ্দেশ দিয়ে দেয়া হোক।
সাথে হাসু মামার জন্য ও একটা বরাদ্দ রাখা হোক।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩৫
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি মুরগগির সিদ্ধ গরম ডিম খেতে পছন্দ করি ।
৭|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০২
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০২
গন বলেছেন: গত কাল দৈনিক জনকন্ঠ তথ্য দিয়েছিল আকায়েদ জামায়াত শিবিরের ক্যাডার। সেই তথ্য কেন বাংলাদেশ পুলিশ অস্বীকার করছে? বুঝলাম না,আসল সত্যিটা কি?
৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৫
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তার চেয়ে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে বেশী তৎপর। হোলি আর্টিজানের হামলার পরেও আইএসের বাংলাদেশে তৎপরতার কথা অস্বীকার করেছে তারা। 
তবে আকায়েদ জামায়াত-শিবিরের হওয়ার খবর সত্যি হোক বা না হোক, এদেশে বহু আকায়েদ যে বিদ্যমান আছে হুজুরদের ওয়াজের আর নসীহতের কল্যাণে, তা বলার অপেক্ষা রাখে না।   
  
আসলে জান্নাতের হুরদের রূপের আকর্ষণ বড় ভয়াবহ। নিতান্ত সাধাসিধা মানুষকেও এ লোভ পাষন্ড বানিয়ে ফেলে।
৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৮
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৮
আল-শাহ্রিয়ার বলেছেন: ৫ লাইনের অনলাইন থেকে কপি করে ব্লগে পোস্ট দারুন। কোনটা ফেসবুক আর কোনটি ব্লগ লেখক মনে হয় বুঝতে পারেন না!
১০|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০২
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: ফালতু পোষ্ট।
১১|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৩
তারেক ফাহিম বলেছেন: অপ্রয়োজনীয় পোষ্ট
১২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
কানিজ রিনা বলেছেন: আমেরিকায় এপর্যন্ত কম সন্ত্রাস হামলা হয়
নাই। অন্য কোনও ধর্মালম্বি ধরা পড়লে
বলবে মস্তিস্ক এবনর্মাল আর মুসলিম হলেতো
আলকায়দা জঙ্গী আরও অন্নান্য অনেক
সন্ত্রসী গোষ্ঠির সাথে জুড়ে দেওয়া হয়।
ডাবলবুশ ট্যাম্পু ওপেন সন্ত্রাসী এরা গোপন
সন্ত্রাসী। এতে দিমোত থাকার কারন নাই।
ওপেন সন্ত্রাসী কার্জকলাপে নিরীহ জনগন
মাড়া পরে গোপন সন্ত্রাসীরাও নিরীহ জনগন
মাড়ে। একই মুদ্রার এপাসওপাস।
ওপেন সন্ত্রাসী আমেরিকা অত্যাধুনিক বোমা
এটম নানান রকম আধুনিক অস্ত্র ব্যবহার
করে। গোপন সন্ত্রাসী সুইসাইড বোমা ব্যবহার
করে। 
আমেরিকার সৃষ্টি লাদেন আলকায়দা। ধন্যবাদ।
১৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০০
১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০০
এখওয়ানআখী বলেছেন: আমি ঠিক জানিনা একে বালপুস্ট বলে কিনা। কারোর জানা থাকলে দয়া করে জানায়েন কিন্তু।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৯
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০০
১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ১:০০
এখওয়ানআখী বলেছেন: আমি ঠিক জানিনা একে বালপুস্ট বলে কিনা। কারোর জানা থাকলে দয়া করে জানায়েন কিন্তু।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৯
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:১৬
১৪ ই ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:১৬
শোভন১ বলেছেন: আদালত যতক্ষন না কাউকে অপরাধী বলে রায় দেবে ততক্ষন সে "সন্দেহভাজন"। বোমা যদি সবার সামনে এমনকি ক্যামেরার সামনে ঘোষনা দিয়েও ফাটায়, তারপরও অফিসিয়ালি সে "সন্দেহভাজন"।
১৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৭
নাঈমুর রহমান আকাশ বলেছেন: সঠিক ইসলামের শিক্ষা থেকে দূরে সরে কট্টরপন্থীদের সঙ্গ ধরলে এমনই হয়। প্রথমে দেশে সংখ্যালঘুদের ওপরে হামলা, এবার বাইরের দেশে।
আল্লাহ এসব কট্টরপন্থীদের থেকে সবাইকে রক্ষা করুন। আমীন।
১৭|  ১৫ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৫
১৫ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:০১
১৪ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: এসব কুলাঙ্গারদের কারণে আমাদের মুখে চুন কালি পড়ছে, আমেরিকায় বাঙালীদের জীবন বিপন্ন হচ্ছে। এদের অবশ্যই দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া চাই। যাতে ভবিষ্যতে কেউ এই পথে পা বাড়াতে চাইলে দুইবার ভাবে।