|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নির্বাচন  প্রসঙ্গে কথা হলে প্রধানমন্ত্রী শেখহাসিনা বলেন যারা ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসে তাদের দেশের প্রতি কোনও দরদ থাকে না। 
যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন চায় মানুষের ভাগ্যের পরিবর্তন করে, বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত হোক তা চায়- তারা কখনোই যুদ্ধাপরাধী ও মানুষ হত্যাকারী দলকে সমর্থন করতে পারে না।বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা দেশবাসীর কাছে কোন মুখে ভোট চাইবে? তারা কীভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, রাজনীতি করে? 
এসব দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটেরা, খুনিদের দলকে জনগণ কখনো ভোট দেবে না। দেশের মানুষ তাদের ক্ষমতায় আসতে দেবে না। তারাই বা কোন মুখে জনগণের সামনে ভোট চাইবে বলেন তাদেরও লজ্জা সরম বলে কিছু আছেতো ।
তাহলে মাননীয় প্রধান মন্ত্রী আমরা বলিকি জনগণ যেহেটু এসব
চোর সেচরা বোমাবাজদের চায়না সেহেটু নিরদলীয় সরকার রেখে নির্বাচন দিলেই ভালো হবে ।সে ক্ষেত্রে জনগণও আপনার পক্ষেও 
থাকবে এবং আপনাকেই ভোট দিয়ে আগামীতে আবার ক্ষমতায় বসিয়ে দিবে।
 ৩৪ টি
    	৩৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২০
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলো আমাদের জন্য সাইন বোর্ড কলাবাগান ভাই 
২|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: বেশ লিখেছেন।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জনগণের খাইয়া কামকাইজ নাই বোমা খাওয়ার লেইগ্গা বিএনপিরে ভোট দিবো। নিরদলীয় সরকারের হাতে ক্ষমতা রেখে
নির্বাচন দিলে আওয়ামীঃ পাশ হবে । সবাই আমরা তারেই চাই।
৩|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৩
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৩
বেনামি মানুষ বলেছেন: আমরা যে তাঁরে চাই তাতে সন্দেহের অবকাশ নাই।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৬
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই আমরা তারেই চাই।
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৩
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২৩
অলিউর রহমান খান বলেছেন: বেশ দারুণ বলেছেন।
একদম জোস!
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৬
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৫|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৯
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: জনগণের মন বোঝা বড় দায় ?
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৭
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাই আমরা তারেই চাই।
৬|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩০
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৩০
নাইম রাজ বলেছেন: একদম ঠিক কইছেন।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২১
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৭|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:১৮
১৮ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন: 
নির্বাচন যদি নিরপেক্ষ করা হয়, সেটাই হবে শেখ হাসিনার বড় বিজয়; তার আগে ঠিক করতে হবে, বিএনপি-জামাত যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২২
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি ওস্তাদ আমিও সেরকমি বলতে চেয়েছিলাম।
৮|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:০১
১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:০১
ঠ্যঠা মফিজ বলেছেন: এ আর নতুন কি।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও
৯|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২৭
১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২৭
আবু তালেব শেখ বলেছেন: চাদগাজি বলেছেন,,,সেটাই হবে শেখ হাসিনার বড় বিজয়; তার আগে ঠিক করতে হবে, বিএনপি-জামাত যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে।
,,,,, তাহলে কোন দল নির্বাচনে আসবে? শুধু আওয়ামীলীগ?  গনতন্ত্র কি তাহলে বিলুপ্ত হবে?  
   
  
১০|  ১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৩০
১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজের বুঝ পাগলেও বুঝে   
   
  
১১|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:২২
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:২২
আবদুল মমিন বলেছেন: আগে জানতাম কলা বাগানে হাতি ঘুরে ,এখন দেখি দেশি চাগল বিদেশি চাগল সব ই যায় । আহারে বেচারা ম ন তি রি ।
১২|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:২৯
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:২৯
কলাবাগান১ বলেছেন: @আবদুল মমিন
হায়রে কমেন্ট
একজন এইট পাশ লোক ও এর চেয়ে সহজ কিন্তু ইফেক্টিভ  বুদ্ধিদীপ্ত কমেন্ট দিয়ে প্রতিপক্ষের যুক্তি কে খন্ডন করতে পারত। পারবেন কিভাবে, আপনারা হল সেই প্রজাতি যারা একবিংশ শতাব্দী তে এসে ও চাদে সাঈদীকে দেখেন।  পড়ালিখার দৌড় তো এই পর্যন্ত্য ই.....।
১৩|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৪৩
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৪৩
ইফতি সৌরভ বলেছেন:  
   
   সুন্দর বক্তব্য । খেয়াল করে দেখলাম,  বি এন পি অথবা নতুন কোন দল সরকার গঠন করলে (প্রায় অবাস্তব) একই বক্তব্য পুনরায় ব্যবহার করতে পারবে
  সুন্দর বক্তব্য । খেয়াল করে দেখলাম,  বি এন পি অথবা নতুন কোন দল সরকার গঠন করলে (প্রায় অবাস্তব) একই বক্তব্য পুনরায় ব্যবহার করতে পারবে
১৪|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৪৭
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: যাই হোক নতুন কেউ আসুক । সেই কামনাই করি । 
আপনার লেখা ভালো লাগলো
১৫|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৫
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৫
জিল্লুর রহমান রিফাত বলেছেন: চিন্তা কচ্চি নতুন একটা দল গঠন কইরা ফালামু এই সুযোগে।
Bnp কেত নির্বাচনে আসতে দেবেনা আমাদের চাঁদ ভাই।
জাতি কি আমার সদ্য জন্মনেয়া দলকে মেনে নিবে?
১৬|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:০২
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: কোন কারণে বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার বেঁচে থাকার সম্ভাবনা কম। বিএনপি দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন কোথায় আছেন ভাই জান্নাতে বুঝি। যাক তবুও আপনাদের সৌভাগ্য বেঁচে থেকেই জান্নাত পেয়েগেছেন হুম।
১৭|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৫
১৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:২৫
নতুন নকিব বলেছেন: 
@রূপক বিধৌত সাধু,
বিএনপি না হয় জাহান্নাম বানাবে, বুঝলাম। কিন্তু, সত্য বলার অপরাধে যেখানে স্বয়ং প্রধান বিচারপতিরই টুটি টিপে ধরা হয়, সেই দেশটি কি আপনাদের কাছে জান্নাত বলে বিবেচিত? 
  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাই বলেন নাকিব ভাই আমরা আগামমীতে আবারো তারেই চাই 
১৮|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:১০
১৯ শে ডিসেম্বর, ২০১৭  দুপুর ২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: জান্নাতে আছি কোথায় বললাম? ভালো নেই ঠিক আছে । কিন্তু ২০০১-২০০৬ পর্যন্ত দেশের কী অবস্থা ছিলো খেয়াল আছে? মোটামুটি ২৫+ হলে তো বোঝার কথা। 
তৃতীয় কোন শক্তি হলে ভিন্ন কথা! বিএনপি বাতিল মাল!
  ২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৭
২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১৯|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৫৫
১৯ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৪:৫৫
নতুন নকিব বলেছেন: 
@রূপক বিধৌত সাধু,
২০০১-২০০৬ তো ছাড়িয়ে গেছে সেই কবে! এ্যা! ২৫+? এতক্ষনে একটা হাসির কথা বললেন! আমিতো আপনাকে চিনি! আপনি কেন যে ভুলে যান! সেদিনও তো আপনার ভালুকা থেকে ঘুরে এলাম!
বিএনপি আমলের সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে ভারতের কোথাকার কোন রাস্তায় জানি দিকভ্রান্ত অবস্থায় পাওয়া গিয়েছিল? 
২০০১-২০০৬ টার্মে কোন মন্ত্রী টন্ত্রী গুম হয়েছিল? দেখুনতো মনে করতে পারেন কি না দু'একজনের নাম! আমার আবার আস্তে আস্তে স্মৃতি ....!
সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে বিবিসি দীর্ঘ প্রায় ছয় মাস পরে কোথা থেকে জানি আবিষ্কার করেছিল একটু মনে করিয়ে দিতেন যদি!
২০০১-২০০৬ টার্মে রাষ্ট্রীয় উদ্যোগে এরকম গুম কয়টা হয়েছিল, একটু যদি মনে করিয়ে দিতেন!
তৃতীয় শক্তি কোথায় পান? বি চৌধুরী, কামাল হোসেন জোট? নাথিং! এরশাদ? পুরনো কাঁসুন্দি! পরিত্যক্ত, বাসী, পঁচা সৈরাচার! নষ্টের হোতা! কলুষ-কালিমায় আকীর্ন সর্বস্ব নষ্টামো!
  ২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩১
২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নাকিব ভাই। শুধু ছাড়িয়েই যায়নি আমরা কচিকাঁচা থেকে এখন পাইক্কা যাচ্ছি 
২০|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৪৩
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: নির্দিষ্ট কোন দলের প্রতিনিধি নই যে ঐ দলের কোন কর্মকান্ডের দায়ভার কাঁধে নেবো। মন্দের ভালো যেটা আমার কাছে মনে হয়েছে, সেটাই বলেছি। যেহেতু প্রশ্ন তুলেছেন, আমারও জানতে ইচ্ছে করে একুশে আগস্ট গ্রেনেড হামলা, গোলাম কিবরিয়া-আহসান উল্লাহ মাস্টার সহ হাজারো নেতাকর্মী হত্যাকান্ড, ৬১ টা জেলায় এক যুগে বোমা হামলা কখন যেন হয়েছিলো? শেখ হাসিনাকে ক'বার যেন হত্যাচেষ্টা হয়েছিলো? রাজপুত্তুর এর সম্পৃক্ততার খবর পাওয়া গিয়েছিলো কি না? কখন যেন দেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো? হাওয়া ভবন যেন কী? ভাঙা সুটকেস কখন যেন ফুলে ফেঁপে গিয়েছিলো?
২১|  ১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৪৬
১৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ঘৃণ্য যোদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রীর আসনে বসানোর ইতিহাস চেপে গেলাম আপাতত।
  ২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৭
২০ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগছে যুক্তি তর্ক। তবে চলুক আলোচনা। 
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৯
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০৯
কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনার মন্ত্রীর বাড়ী....হাওয়া ভবনের সাথে তুলনা করে দেখুন
