|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
১। সর্ব প্রথম আল্লাহুর নামে আমাদের দেশের বর্তমান প্রধান মন্ত্রী দেশওনেত্রী 
বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে দিয়ে শুরু করলাম ।আমি জানি হয়ত উনি আপনাদের
অনেকের কাছে অপ্রিয় হতে পারে কিন্তু তিনি আমার বুঝ হওয়া থেকে শুরু করে এ যাবত
দেখা বাংলাদেশের ভালো এবং প্রিয় নেত্রী।
  
 
২ । বঙ্গবন্ধু এবং সাথে বর্তমান সময়ের একজন নেতা ও মন্ত্রী। 
  
 
 ৩। ওনাকে চিনতে আশাকরি কারো ভুল হবে না,আর যারা চিনেননা তাদের
বলছি,ইনিও আমাদের একজন প্রিয় নেতা মওলানা ভাসানী।
  
  
৪। পল্লী কবি জসিমউদ্দীন।
  
  
৫। জাতীয় কবি কাজীনজরুল ইসলামের পরিবার।
  
 
৬। প্রিয় কবি ও নাট্যকার হুমায়ন আহমেদ।
  
  
৭। এই পিচ্চিরে চিনছন ? এইটা আমাগো প্রিয় অভিনতা মোশারফ করিম কইলাম।
  
  
 ৮। ইনি আমাগো প্রিয় অভিনতা আবুল হায়াত । 
 
৯। ইনি বাংলাদেশের সেরা ও প্রখ্যাত জাদু শিল্পী জুয়েলাস। 
  
  
১০। ইনি বাংলাদেশর জনপ্রিয় এবং একজন নন্দিত কন্ঠ শিল্পী কণক চাপা ।  
  
১১।ইনি বাংলাদেশের একজন চিত্র নায়িকা দিতি।
  
 
১২। এই ফটোটার ব্যাপারে আমার কিছু বলার নাই। 
যা বলার আপনেরাই বইলেন তবে ফটো নম্বার ১২ কিন্তু,  
  
  
 
 ১৩। ইনি অভিনেত্রী পূর্ণিমা ।
  
 
 ১৪। পিতার সাথে অভিনেত্রী অরুণা বিশ্বাস। 
তথ্যসূত্র হিসেবে যা বলতে পারি,তা হল, ফটোগুলো ইন্টারনেট থেকে কালেকশন করছি।
 ২২ টি
    	২২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৬
১৫ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওইটা আমাগো চাচ্চুর ছবি।
২|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৫৬
১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৫:৫৬
চাঁদগাজী বলেছেন: 
ভালো
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৪
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৩|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:২০
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:২০
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর ।
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৪
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।
৪|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:২৩
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:২৩
আকিব হাসান জাভেদ বলেছেন: ৬ নাম্বার ছবিটা আমার ছোট কালের ছবিটার মতো । গুরু আগে থেকেই গুরু ছিলেন।
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৫
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৫|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩৭
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৩৭
ইসমত বলেছেন: ১২ নম্বরটা আমাদের জাতীয় সংসদের বিরোধীদলের নেত্রীর, পাশে তার স্বামী (সরকারের উপদেষ্টা জাতীয় কিছু) এরশাদ চাচা।
  ১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৬
১৭ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি ঠিক কইছেন।
৬|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৪০
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৪০
blogermassud বলেছেন: ছবিগুলো দারুন ছিল দেখতে । বারো নাম্বার ছবিটা কি কাক্কুর ছবি ?
৭|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪১
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: পল্লী কবির ছবিটা দেখে ভালো লেগেছে।
৮|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৬
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৬
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যারা বেঁচে আছে তাদের এখনকার অবস্থাটা মনে মনে মিলিয়ে দেখে নিলাম।আর যারা ইহ্জগতে নেই তাদের জন্য তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
৯|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৪
১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: আহারে মায়া চৌধুরী, তখন কি ছিল এখন কি হইছে।
১০|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৫
১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: আমি তো মনে করেছিলাম হাসু মামা পোলাপাইন এখন দেখি বুড়া মানুষ।
১১|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:০৮
১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:০৮
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! দারুন সব ছবির ছড়াছড়ি।ভালো লাগল। ১২ নং ছবিটি কি খলনায়ক চাচ্চু ।
১২|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৬
১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর পোস্ট।
১৩|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৫৮
১৩ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এতো সব মানুষের ছবি আপনার কাছে আসলো কোথা থেকে!!!
১৪|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৪
১৩ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৪
তারেক ফাহিম বলেছেন: ১২ নংটা অজানাই রহিল।
ভাবলাম ব্লগারগণ মন্তব্য কলামে দিবেন   
  
১৫|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  রাত ১১:৫৪
১৩ ই জানুয়ারি, ২০১৮  রাত ১১:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনাকে দেশনেত্রী বলা হয় না, জননেত্রী বলা হয়। দেশনেত্রী বলা হয় খালেদা জিয়াকে।
১৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:২০
১৪ ই জানুয়ারি, ২০১৮  রাত ৩:২০
ডঃ এম এ আলী বলেছেন: বেশ কিছু দুর্লভ ছবি আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১৭|  ২১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:০৩
২১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: ১২ নং ছবিটা এরশাদ চাচার মনে হইতেছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৪:৫৩
১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৪:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ১২ নাম্বার কি আপনি নিজে? তবে সব থেকে মজা পাইছি দুই নম্বর ছবিটা দেখে, মায়াকে এখানে দেখে আমার খালি মায়া লাগ্তাছে।