|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
না না মনের ভিতর এরকম একটা প্রশ্ন জাগাই সম্ভব।আর সেটা শুধু আমারই না বরং আরো সচেতন অনেকে মানুষেরি কাছে
প্রশ্ন জাগতে পারে বা জাগাতাই স্বাভাবিক।দেশে আরো কত গণ্যমাণ্য ব্যাক্তি আছে বা আরো কত বড় বড় ছোট ছোট রাজনৈতিক
নেতা কর্মি আছে তাদের সাথে কিছু হলো না বা শামীম ওসমান তাদের হর্ত্যা করতে চাইলো না কিন্তু আপনাকে হর্ত্যা করতে চাইলো,
না ঘটনাটা বড় ভাবনার বিষয় । তাছাড়াও আপনারা দুজনেইতো একই মায়ের পেটের ভাইবোন তাইনা,মানে বলতে চাচ্ছি দুজনে
একই দলের যে কথা আর একই মায়ের পেটের ভাইবোন একই কথা।আজকাল সয়সম্পতির জন্য নিজের মায়ের পটের ভাই বোনও
যেমন ভাই ভাইকে বা ভাই বোনকে অথবা বোন বোনকে বা বোন ভাইকে হত্যা করতে চায় বা হত্যা করে।
নিশ্চয় আপনাদের মধ্যেও তেমনি কিছু হয়েছে আর সেই ভাগবাটাওরা নিয়েই দন্ড লেগেছে ।হয়তো আপনি বেশি নিয়ে ফেলেছেন
আর নয়ত শামীম ওসমান বেশি নিয়ে ফেলেছে,আর সেটাই হলো আপনাদের দন্ডের কারন। 
১৭ জানুয়ারি,বুধবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনকে বা গণমাধ্যমকে মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন,
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে শামীম ওসমানের লোকজন যে হামলা চালিয়েছে আমাকে হত্যা করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। 
 ১৯ টি
    	১৯ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৮
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমি মনে হচ্ছে।
২|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৮
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৮
চাঁদগাজী বলেছেন: 
এরা ২ জনেই ডাকাত, নাকি শুধু একজন ডাকাত?
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩১
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমিতো ঠেকছে ।
৩|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১২
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১২
নিয়াজ সুমন বলেছেন: রেসারেসি ঘেষাঘেষি 
চলমান রাজনীতির প্রতিচ্ছবি !!!
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৩
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর এই রেষাগেষিতেই দেশ গেল।
৪|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৫
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সব কিছু স্বার্থে আঘাত লাগার জন্য।
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৪
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমিতো দেখছি ।
৫|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৩
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৩
সাইন বোর্ড বলেছেন: ক্ষমতা হাতে থাকলে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা পেতে তেমন একটা সমস্যা হয় না, সমস্য হয় রাঘব দু'জন থাকলে ।
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৫
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন।
৬|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৩
১৮ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: দূরে থেকে আমার যতটা মনে হয় যে, আইভী পাবলিক ঘেষা রাজনীতিবীদ, আর শামীম উসমান সন্ত্রাসী ঘেরা রাজনীতিবীদ। অথচ ওনারা দুইজনই নৌকার মাঝি।
  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৮
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওনারা দুইজনই নৌকার মাঝি। 
আর আমরা হইলাম সেই নৌকার পেসেন্জার। 
৭|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০০
১৮ ই জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০০
লেখা পাগলা বলেছেন: হুম
৮|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
১৮ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুজনই হালুয়া রুটির ভাগ নিয়ে কামড়াকামড়ি করছে। হকারদের চাঁদার টাকা নিশ্চয় কারো ভাগে কম পড়েছে।
৯|  ১৮ ই জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
১৮ ই জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৬
মামদুদুর রহমান বলেছেন: জাতি এদের কাছে কি আশা করে!!!
১০|  ১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৩৮
১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: হামলাটা বিরাট কায়দায় করেছে। কি মাইর!!
১১|  ১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৪০
১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৪০
নাইম রাজ বলেছেন: দেশে ভালো লোকের অভাব।
১২|  ১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৫২
১৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৬:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যতদিন বাংলাদেশের পাবলিকরা ভালোমানুষদের ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসবে না, ততদিন এই ধরনের ক্যাচাল চলতেই থাকবে | যেমন নেতা তেমন পাবলিক - নাকি যেমন পাবলিক তেমন নেতা ???? 
১৩|  ১৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০১
১৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:০১
আটলান্টিক বলেছেন:  
  
  এইটা বাংলাদেশ।এখানে চালকে ডাল বলে চালিয়ে দেয়া যায়।
 এইটা বাংলাদেশ।এখানে চালকে ডাল বলে চালিয়ে দেয়া যায়।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৬
১৮ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: রেষারেষি।