![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৩শে নভেম্বর বাংলাদেশ এবং মিয়ানমারের দুই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে সই করেন। এরপর ১৯শে ডিসেম্বর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় এবং ১৬শে জানুয়ারি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয়। সর্বশেষ অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী দুই দেশের সীমান্তে অস্থায়ী ক্যাম্পে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমার এই দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আজ মঙ্গলবার বাংলাদেশে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সব কিছু ঠিকঠাক না থাকায় তা আজ সম্ভব হচ্ছে না। এখনো পররাষ্ট্রমন্ত্রালয় প্রত্যাবাসন শুরু হওয়া নির্ধারিত কোন তারিখ নিশ্চিত করতে পারেননি। তারা জানিয়েছেন রোহিঙ্গারা কবে বা কখন ফিরে যাচ্ছেন সেটার নির্দিষ্ট তারিখ এখনই বলা যাবে না।তাই পূর্ব নির্ধারত তারিখ অনুযায়ী কোনও ভাবেই আজ প্রত্যাবাসন শুরু করা সম্ভব হচ্ছে না।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে প্রত্যাবাসন এখনও অনেক কিছু বাকি আছে । বিশেষ করে যে সকল রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো হবে তাদের তালিকা এখনও প্রস্তুত করা হয় নাই। এমনকি তাদের জন্য যাচাই বাছাই এবং ট্রানজিট ক্যাম্পও পযন্ত এখনো প্রস্তুত করা হয়নি।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
তারেক_মাহমুদ বলেছেন: ওরা ভয়েই কেউ রাখাইন এ যেতে চাইবে না
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সম্ভবত।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
খসরুল আলম বলেছেন: কেবল ধানাই পানাই করবে
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নারে ভাই রোহিঙ্গারাই ভয়ে আর যেতে চাননা সে দেশে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬
প্রামানিক বলেছেন: ওদের নেয়ার ইচ্ছা খুব কম।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইচছা কমই না শুধু ভাই ওরা কোনও ভাবেই যেতে চান না সেখানে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২
চাঁদগাজী বলেছেন:
সরকার মিথ্যা বলছে, তালিকা প্রস্তুত হয়নি; স্বেচ্চায় যাবার মতো কাউকে পায়নি; "অস্হায়ী ক্যাম্পে" ওরা যাবে না।
স্বেচ্চায় যারা যাওয়া আসা করছে, তারা সরকারী লিষ্টে নাম লেখাবে না।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওরা কোনও ভাবেই যেতে চান না সেখানে আর এটাই সত্য চাঁদগাজী ভাই।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আর হয়ত পাথানো হবেও না।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি যে হবে ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭
জাহিদ হাসান বলেছেন: ছোট হওয়ার পরেও আপনার দেশ এত শরনার্থীকে আশ্রয় দিয়েছে। সেটা প্রশংসার।
আলেক্সান্দ্রো দো রোঁসা
বেলমোপান,বেলিজ
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম ঠিক কইছেন মিয়া ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।