|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আজ  কদিন থেকেই একটা বিষয় বেশ লক্ষণীয়,পোস্ট মোটামুটি যাই আসছে ভালই আসছে।কিন্তু ব্লগটা কেমন জানি
মরা বাড়ি মরা বাড়ি লাগছে ।হাতে গণা কয়েকটি পোস্ট ছাড়া আর কোন পোস্টই তেমন পঠিত হচ্ছে না ।
না ভাবছি ব্লগার পাঠকরা কি আবার কোন অনশন ডেকে বসলো কি না।নাকি ব্লগাররা বেশ লম্বা সময়ের ছুঁটি নিয়ে
ব্লগ বাড়ি ছেড়ে বাসায় যেয়ে শৈতপ্রবাহের ভয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে।  
 
নাকি নদীর স্রোতের মত সামুতেও জোয়ার ভাটার পর্ব চলছে ? নদীতে যেমন জোয়ার লাগলে অতল পানিতে থৈ থৈ করে,
আবার জোয়ার শেষে ভাটা লাগলে পানি কমতে কমতে নদীর তলদেশ পযন্ত দেখা যায় । ঠিক সামুতেও আমার কাছে কেন
জানি কয়েকদিন থেকে তেমন মনে হচ্ছে,কখনো ব্লগার লেখক আর পাঠকদের জোয়ার চলছে আবার কখনো বা লেখক,পাঠক
এবং কমেন্টকারিদের মাঝে ভাটা চলছে। 
 ৫০ টি
    	৫০ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩১
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও বাদশা ভাই । 
২|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৩
আটলান্টিক বলেছেন: চিন্তার ব্যাপার  
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৬
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি হইল কি ? 
৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৩৭
কুঁড়ের_বাদশা বলেছেন: মামু,চাঁদগাজী ভাইকে একটু রসিকতা শিখানো যায় কেমতে?  
 
একটু বুদ্ধি প্রদান করো? যাই লিখি, সে খালি অপমান করে। 
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫০
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসলে ঘটনা হইছে কি বাদশা ভাই লোকটা যাই বলুক কিন্তু মাথায় প্রচুর বুদ্ধি। সত্যিকার অর্থে তার লেখাগুলো থেকে দেশের
রজনীতি সম্পর্কে আমাদের অনেক কিছু শেখার আছে। আর তার কমেন্টগুলো একটু ঝাল টাইপেরি  তিনি চান দেশের
  তিনি চান দেশের
সব ব্লগাররাই রাজনীতি নিয়ে দেশের ভালোমন্দ দিক নিয়ে বুঝুক লেখুক। এই হলো সমস্যা । একটু মানিয়ে নিন দেখবেন সব
ঠিক হয়ে যাবে আমরা আমরাইতো ভাই,বোন,বন্ধু,স্বজণ,প্রেমিক,প্রেমিকা।  
  
৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: যেহেতু শীতকাল তাই কারো পৌষ মাস কারো সর্বনাশ। আপনারা যারা পাঠকের মনে স্থান করে নিয়েছেন তাদের লেখায় কমেন্টের জোয়ার, আর আমরা কোথায় আছি তা নাই বলি হাসু মামা।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৫
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলছেন আমিতো এই মাত্র আপনার লেখা পঠিত করে এলাম। বেশি বেশি কমেন্ট করুন আর বেশি বেশি পরিচিত হন।
দেখবেন সব ঠিক হয়ে যাবে।শুভ ব্লগীং। 
৫|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:৫৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাই নাকি?
হা.....হা.....হা......
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৭
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা! আপনি খুব সুন্দর হাসেনতো । 
৬|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন: 
@কুঁড়ের_বাদশা ,
স্যরি, মন খারাপ করবেন না, আমি আমার ভুল বুঝার চেষ্টা করছি।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোন সমস্যা নাই ওস্তাদ আমি বাদশা ভাইকে বুঝিয়ে বলেছি ।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন: 
বিজন রয় নেই, ড: আলী আছে কি নেই বুঝা মুশকিল, নাঈম জাহাংগীর নয়ন আসছে যাচ্ছে; কিছু পাঠক কমেছে।
তবে, শ্মশান ঠাকুর, টোকন ঠাকুর, সুখী মানুষ, রেজা ঘটক, আফরোজা সোমা, মুনিম খান মজলিস নিয়মিত হয়েছেন আগের থেকে; সেইদিক থেকে হিসেব করলে পাঠক কিন্তু বাড়ছে!
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:১২
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা ঠিক আছে গুরু । তবে বিজন রয় ভাই, ডঃ আলী ভাই, ,নয়ন ভাই,এবং আরো যারা কমেছে তারাই বা কোথায় ?
তারা কি রেষ্ট নিচ্ছে। 
৮|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২০
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৭ নং কমেন্টের দ্বিতীয় অংশটুকু পুরাই হিলারিয়াস। যারা ধরতে পারবে তারা অনেক বিনোদন পাবে।  
  
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  
  
আই কিআটটাম ?
আরে অয়ন ভাই দেহি,কেমনে কেমনে আইলান ।
ভালো আছেননি ?
৯|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪৬
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪৬
জুন বলেছেন: আপনি ঠিকি বলেছেন হাসুমামা । এমনকি আমিও জীবনের তাগিদে দৌড়ের উপর থাকায় নিয়মিত উপস্থিত হতে পারিনা :।  তার উপর আজ দুদিন ধরে প্রচন্ড জ্বর আর মাথা ঘোরা  
 
আজ কি একটা পত্রিকায় পড়লাম এটা নাকি ব্রেন টিউমারের লক্ষন  শুনে চিন্তায় পরে গেলাম । পেপার পত্রিকায় যত রোগের উপসর্গ পড়ি সবই মনে হয় আমার হৈছে
 শুনে চিন্তায় পরে গেলাম । পেপার পত্রিকায় যত রোগের উপসর্গ পড়ি সবই মনে হয় আমার হৈছে   
  
দোয়া কৈরেন খাস দিলে।
  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কইরা বলছি জুন আপু এই মাগরিবের ওয়াক্তে আপনার কথা শুনে মনটা কেঁদে ওঠলো,চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহু আপনাকে অতিদ্রুত সুস্থ করুন এই কামনা ।এবং ওইসব ব্রেন টিউমারের মত রোগ থেকে আপনি সহ অন্য সকলকে যেন আল্লাহু
হেফাজত করেন।
১০|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৯
জুন বলেছেন: আপনার জন্য মন থেকে দোয়া করি হাসুমামা। আপনিও পরিবারের সবাইকে নিয়ে সহিসালামতে থাকুন ।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু যেন আপনার দোয়া কবুল করেন।আমীন।
১১|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা আসে প্রাণের টানেই আসে।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা এটাই সত্য কথা ভাই।
১২|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
প্রামানিক বলেছেন: করার কিছু নাই, জোয়ার ভাটার মাধ্যেই সামু টিকে থাক এই কামনা করি।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫০
২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রামানিক ভাই আমরা সকলেই চাই সামু টিকে থাকুক আর আমাদের সকলের এই একটি কামনায় সামুর জন্য।
১৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: সময় এর কত রূপ । হয়তো এখন এমন যাচ্ছে , পরে আবার ভালো জমবে ।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৮
২৭ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই আশায় রইলাম আপু।
১৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সামুতে দীর্ঘদিন থেকে আমার ওঠা বসা।ঘর বাঁধার বেশি দিন  হয় নি।
ব্যস্ততার মাঝেও নিয়মিত হওয়ার চেষ্টা করছি।ভালো লাগা পোষ্টগুলোতে মন্তব্য করছি।বেশ ভালো লাগছে।
লেখারও চেষ্টা চালিয়ে যাচ্ছি।কেমন হবে আল্লাহ মালুম।
@জুন আপুর মন্তব্যে কষ্ট পেলাম।শুধু বলবো মনের রোগ বড় রোগ।একটা পত্রিকা পড়েই এমন আশঙ্কা অমূলোক।
সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
সঙ্গেই থাকুন আমাদের।
শুভ কামনা..
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে কষ্ট করে মন্তব্য দানে কৃতজ্ঞতা । আশা করি জুন আপু দ্রুত সুস্থ হয়ে যাবেন।
১৫|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকি বলেছেন হাসু ভাই! আপাতত আমার পড়েছে দারুণ ভাটা! সময়গুলো কেমন ব্যস্ততায় ভরা!
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই যে আপনারা এসে পড়ছেন ইনশাল্লাহু সব ঠিক হয়ে যাবে ভাই।
১৬|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৪
সুমন কর বলেছেন: কে বলল, কয়েকদিন !! এ তো বেশ কয়েক মাস ধরে চলছে......
৮নং মন্তব্যে লাইক।
  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আপনি দিয়েছেন আর আমি দিয়েছি। 
১৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৫২
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৫২
আবু তালেব শেখ বলেছেন: শের শায়রী নামের ব্লগার কোথায় গেল? উনার জানা অজানার কিস্তি মিস করছি খুব
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩০
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোথায় আছেন এসব পুরানা ব্লগার।
১৮|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৩
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।
কিন্তু ক'দিন ধরে আপনার সবগুলো পোস্ট আলোকিত ও আলোচিত।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩২
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাতো জানি না ভাই।
১৯|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৬
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩৬
মামুন ইসলাম বলেছেন: ঠিক আছে তবে আপনি কিন্তু হিট। 
২০|  ২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২৪
২৬ শে জানুয়ারি, ২০১৮  রাত ১১:২৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
২১|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:৪৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: হুম, হাসু মামা ঠিকই বলেছেন।এই যেমন আমি নিজেই থাকতে পারছিনা।আসলে অফিস ,মিটিং, স্ত্রী সন্তান, মা বাবা সবদিক সামলে ব্লগিং করা সত্যিই বেশ কঠিন।এটা আমি হারে হারে টের পাচ্ছি।যাহোক,এসব কোন কথা নয়, কথা হল পজিটিভ হতে হবে।
২২|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৩
সোহানী বলেছেন: এইতো সকলের আওয়াজ পাওয়া যাচ্ছে............
জুনাপু, আরে এসব পত্রিকা দেখলে ডাইবেটিস, হার্ট, ক্যান্সার সব লক্ষন দেখা দিবে......... ডোন্ট ওরি, ওসব কিছু না।
২৩|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৫৫
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিয়মিতই আছি  
২৪|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: কই !!!
আমি তো নিয়মিত ব্লগে আছি, লিখছি, মন্তব্য করছি।
২৫|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: চাঁদগাজী বলেছেন: 
বিজন রয় নেই, ড: আলী আছে কি নেই বুঝা মুশকিল, নাঈম জাহাংগীর নয়ন আসছে যাচ্ছে; কিছু পাঠক কমেছে।
লেখক বলেছেন: সেটা ঠিক আছে গুরু । তবে বিজন রয় ভাই, ডঃ আলী ভাই, ,নয়ন ভাই,এবং আরো যারা কমেছে তারাই বা কোথায় ?
তারা কি রেষ্ট নিচ্ছে। 
আমি আছি, কিন্তু ব্যস্ততা থাকায় পোস্ট দেওয়া হচ্ছে না, মন্তব্যও করা হচ্ছে না।
তবে কয়েক দিনের মধ্যেই আমি নিয়মিত হবো, 
আবারো ব্লগটাকে সচল করে দিব।
আসলে সবসময় তো একই কাজ একইভাবে সমানতালে অনেকদিন ধরে করা সম্ভব হয়ে ওঠে না!!!
সামুকে আবার সচল করতেই হবে আগের মতো।!!
সব প্রিয় ব্লগারকে ধন্যবাদ আর শুভকামনা।
২৬|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২৭
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২৭
ব্লগ বাংলা মেইল বলেছেন: পাঠক কম হবেই কারন এখানে সহজে প্রথম পাতায় লিখতে দেয় না।
২৭|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:২৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
শুধু কি কয়েক দিন? এভাবেই চলার নিয়ম তৈরি হয়েছে। সময় মোতাবেক প্রতিক্রিয়া।
জুন আপার জন্য শুভ কামনা...
২৮|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৪৬
২৭ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:৪৬
জাহিদ  হাসান বলেছেন: Yeah, Because My Imaginary friend Jahid quit blogging....
Alexandro Do Rosa
Belmopan,Belize
২৯|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
২৭ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৯
তারেক ফাহিম বলেছেন: অামি একবারের জন্য হলেও উঁকি দেয়ার চেষ্টা করি।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে তাই যেন হয়।
৩০|  ২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:০৪
২৭ শে জানুয়ারি, ২০১৮  রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমি ইদানিং খুব ব্যস্ততায় আছি
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৮
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি নিয়ে এত ব্যস্ত আছেন ?ক্যামেরা নষ্ট হয়ে গেছে ?
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৮
২৬ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৪:২৮
কুঁড়ের_বাদশা বলেছেন: হাসু মামু, আই কিন্তু আছি !