|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রিয় সামুতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন যেমন এখন যে সিষ্টেম শুরু হয়েছে কোনও নতুন ব্লগার অথবা লেখক নতুন রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভিশন করার প্রায় ৫ মাস ৬ মাস এমনকি ১ বছরের বেশি হয়ে যাওয়ার পরও অনেক ব্লগার বা লেখকের লেখা প্রথম পাতায় স্থান পায় না। শুধু তাই না যে সকল ব্লগার ভাইদের বোনদের দীর্ঘ সময় ধরে ব্লক বা জেনারেল করে রাখা হয়েছে সে সকল ব্লগার ভাই বোনদের লেখাগুলোর জন্য আলেদা একটা পেজ খোলা বা আলেদা একটা পেজে নেয়া যায় কি না একটু বিবেচনা করে দেখবেন। তাছাড়াও সম্ভব হলে এখন থেকে আলোচিত পোস্টগুলোর জন্য নির্বাচিত পেজের পাশাপাশি আরেকটা পেজ খোলা যায় কিনা বিবেচনা করে দেখবেন।আরেকটু ভালো হয় যদি আলোচিত পোস্ট বা লেখাগুলোর জন্য একজন আলেদা মডারেট নিয়োগ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় যাতে ব্লগারেরা ফেইডব্যাকের পাশাপাশি সরাসরি কৃতপক্ষ বা ব্লগ মডারেটদের সাথে চ্যাটিং করতে পারে সেরকম ব্যবস্থা করতে পারলে ভালো হত।একই সাথে দীর্ঘ সময় কোনও ব্লগারকে ব্লক বা জেনারেল না করে ব্লগারদের অপরাধ অনুযায়ী তাদের জেনারেল বা ব্লক অথবা ওয়াচে রাখা ।সবই আপনাদের ইচ্ছে আমার শুধু মতামত।
 ৪৪ টি
    	৪৪ টি    	 +৭/-০
    	+৭/-০  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম সকলের জন্য বিরাট কিছু পাওয়া হতো।
২|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন হাসু মামা, আমার মত নতুন ব্লগারের একেবারে মনের কথা বলেছেন।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে ধন্যবাদ।
৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৫৬
রিনকু১৯৭৭ বলেছেন: আমি গত ৮--৯ বছর ধরে এই ব্লগ ব্যবহার করছি কিন্তু এখন আমার মন খুব খরাপ হয়েছে বিশেষ একটি কারণে। আমি সিনেমা রিভিউ লিখি। Baby Driver সিনেমা নিয়ে ব্লগ লিখেছিলাম কিন্তু কি কারণে সেটা মুছে ফেলা হলো আর আমাকে সেফ থেকে জেনারেল করা হলো তা আজও জানতে পারলাম না। আমি খুব চাইছি আমাকে সেফ করা হউক জেনারেল থেকে। আমার সামহোয়ার ইন ব্লগ ভালো লাগে। আমার এই ভালো লাগাটাকে হারাতে চাই না।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাই হোক রিনকু১৯৭৭ ভাই কাল্পনিক_ভালোবাসা ভাই যা যা বলেছে তা অনুসরন করা ছাড়া কোন উপায় নাই।
আশা করছি অতি শিগ্রই আপনার জন্য সুব্যবস্থা করা হবে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: Click This Link
৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @রিনকু১৯৭৭: 
যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়, তাহলে পোস্টটি সরিয়ে নেয়া হতে পারে। আমরা অবশ্যই নোটিস পাঠাই, কেননা এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা শুধুমাত্র নিবন্ধিত ঠিকানায় মেইলটি পাঠায়।
পাইরেসি এবং কপিরাইট অধিকার ক্ষুন্ন হয় না এমন যে কোন বৈধ ডাউনলোড লিংক আপনি সংযুক্ত করতে পারেন।
আপনার সমস্যাটি আমরা অনুসন্ধান করে দেখছি।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই উপযুক্ত জবাব দেবার জন্য।  
৫|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
রাজীব নুর বলেছেন: সহমত।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৬|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যে কোন সমস্যায় দ্রুত সমাধান পেতে কিছু নির্দিষ্ট মাধ্যমে সকলে যোগাযোগ করতে পারে। 
ঠিকানাটি হচ্ছেঃ [email protected]
এছাড়া ফেসবুক পেইজেও যোগাযোগ করতে পারেনঃ সামহোয়্যারইন ব্লগের অফিসিয়াল ফেসবুক লিংক
ব্লগে প্রথম পাতায় লেখা প্রকাশের ক্ষেত্রে করনীয় সম্পর্কে আমার একটি পোস্টে উল্লেখ্য করা হয়েছে। সেটা অনুসরন করে অনেকেই সেফ হচ্ছেন।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার প্রথম পাতায় লেখা প্রকাশের পোস্টটি সমমিলিত আমিও নতুন ব্লগারদের জন্য একটা পোস্ট লেখার চেষ্টা করছি। 
হয়ত আপনার সহযোগিতা লাগতে পারে।
৭|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
চাঁদগাজী বলেছেন: 
দেখা যাচ্ছে যে, সামু এসব নিয়ে কাজ করছে
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেতো হতে হবেই ।
৮|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
Sujon Mahmud বলেছেন: প্রায় তিন মাস যাবত এই ব্লগের সাথে আছি.....কয়েকটা পোস্ট ও করছি কিন্তু একটাও প্রথম পেজে প্রকাশ করা হয়নি
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৫
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: Click This Link
৯|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও দেখছি তাদের দলে।
যারা লেখে। কিন্তু লেখা প্রথম পাতায় আসতে চায় না।
আটকে থাকে । জেলবন্দি কয়েদির মতো।
বাধ ভাঙার  আওয়াজ। অথচ এখানেই কোন আওয়াজ দিলে কারো কানে পৌছে না
  ৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সঠিক বলতে পারি না। আমার সাথে এরকম কিছু হয় নাই।
১০|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সরাসরি কৃতপক্ষ বা ব্লগ মডারেটদের সাথে চ্যাটিং করতে পারে সেরকম ব্যবস্থা করতে পারলে ভালো হত।
আমিও তাই মনে করি
  ৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু হবে বলে মনে হয় না।
১১|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
সুমন কর বলেছেন: যেহেতু মেইল আছে সেহেতু চ্যাটিং-টার দরকার নেই। তাহলে আবার মিস ইউস করা শুরু করবে।
  ৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মেইলে খবর পৌঁছালো কি না জানতে অনেক সময় লাগে।
১২|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
ন্যায়দন্ড বলেছেন: আমি নতুন।
এখানে আমার যায়গা হবে?
  ৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
২৮ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সুন্দর ও প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করেছেন,
কর্তৃপক্ষও সময় দিচ্ছেন, সমাধানের চেষ্টা করছেন
আশা করি উন্নতি হবে। ধন্যবাদ মামু..........
১৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৫৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৫৭
কালীদাস বলেছেন: বিনা পয়সার ব্লগে এত সুবিধা চান?  
 
ওয়েল, আগে জেনারেল আর সেফ ক্যাটাগরির ব্লগারের মধ্যে পার্থক্য ছিল। জেনারেল ব্লগারদের লেখা শুধু প্রথম পাতায় যেত, সেফদের যেত সরাসরি সংকলিত পাতায়। সেটা পরিবর্তিত হয়ে এখনকার অবস্হায় ঠেকেছে।
কেউ একমাস ব্লগিং করেই সেফ হয় আবার কেউ একবছর করেও হয় না। একটু ঠান্ডামাথায় ঘাটিয়ে দেখলে দুজনের কোয়ালিটির পার্থক্য, এক্টিভনেসের পার্থক্য খুব সহজেই চোখে পড়বে। এর বাইরে যারা ভুলে সেফ হয় না, তারা ফিডব্যাকে মেইল পাঠালে সাধারণত জিনিষটার সুরাহা করা হয়।
অটোমেটেড সেফ/ব্যান/ব্লক করার কিছু সমস্যা আছে। আপনি নিজেও ব্যান হয়ে যেতে পারেন মাইনকার চিপায় পড়লে  
 
এত কিছুর চেয়ে জরুরি হচ্ছে নোটিফিকেশন সমস্যাটার সমাধান করা। জিনিষটা বিরক্তিকর এত দিনেও ঠিক না হওয়াতে। সে সাথে, খানিকটা মডিফাই করতে পারলেও খারাপ হত না, অন্য কেউ এড্রেস করে কমেন্ট করলে সেটার নোটিফিকেশন পাওয়ার কোন ব্যাবস্হা করা যায় কিনা। মাঝে মাঝে গালি খেলেও জানতে পারতাম অনেকদিন পরে নিজের আগ্রহে পুরান লিংক চেক করতে গেলে 
১৫|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০০
২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০০
ইসমাইল হামিম বলেছেন: সহমত।
১৬|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০০
২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:০০
সুদীপ কুমার বলেছেন: সহমত।
১৭|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:১০
২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:১০
আবু তালেব শেখ বলেছেন: আমার একটা পোস্ট(যেটা কতৃপক্ষের নিকট অযাচিত মনে হয়েছে) এবং সরিয়ে ফেলে নোটিশ দিয়েছে। 
আমি কি জেলারেল নাকি ব্লক বুজতে পারছি না।
এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি?আমার একটা পোস্ট(যেটা কতৃপক্ষের নিকট অযাচিত মনে হয়েছে) এবং সরিয়ে ফেলে নোটিশ দিয়েছে। 
আমি কি জেলারেল নাকি ব্লক বুজতে পারছি না।
এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি? 
১৮|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:১৮
২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ১২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ।  চ্যাটিং না থাকায় ভালো ।
১৯|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:২৯
২৯ শে জানুয়ারি, ২০১৮  রাত ২:২৯
কিরমানী লিটন বলেছেন: কার্যকরী এবং যৌক্তিক।
২০|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৩৫
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৩৫
আটলান্টিক বলেছেন: কালীদাসের সাথে সহমত।
সামুর নোটিফিকেশন সমস্যাটার সমাধান এখন জরুরি। আর অবশ্যই সামুর মোডারেটরদের সাথে চ্যাটিং সিস্টেম টা চালু করলেও ব্যাপক উপকার হবে।আপনার পোষ্ট ভাল লেগেছে মামা।পোষ্টে +++
২১|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৫৯
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৫৯
সোহানী বলেছেন: কালীদাস  এর সাথে সম্পূর্ন সহমত।
যদ্দুর মনে পড়ে ঢালাওভাবে সেইফ করার কারনে উল্টা পাল্টা লিখায় ফ্লাড হয়ে গেছিল। তাই এসব নিয়ম কানুন অনেকটা পরীক্ষার নীরিক্ষার পর আজকের অবস্থান।
অার কালীদাস এর সাথে সুর মিলিয়ে বলি নোটিফিকেশান এখন খুবই সমস্যা। কয়েক'শ নোটিফিকেশান কিন্তু ক্লিক করলে কিছু নেই। অথচ বুঝতে পারি কোন মন্তব্যের নোটিফিকেশান কিন্তু বের করা কঠিন।
আরেকটু মামা বাড়ির আব্দার করি কালীদাস এর সাথে, যেমন কোন ট্যাগ করলে যেন নোটিফিকেশান পাই তেমনি যেকোন মন্তব্যের প্রতি মন্তব্যে লেখক ছাড়া ও যেন যে কেউ দিতে পারে সে সুযোগটা.............
২২|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৪১
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৮:৪১
জুন বলেছেন: আলোচিত পাতা নিয়ে যদি কিছু করতো প্রিয় সামু তাহলে ভালো হতো ।
২৩|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১২
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১২
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমার সমস্যার বিষয়টি @সোহানী আপু তুলে ধরেছেন।সেজন্য ধন্যবাদ।
১।আমার নোটিফিকেশন বারে ১৯ নোটিফিকেশন দেখালেও        
    ওপেন করলে বক্সটি ফাঁকা পাচ্ছি।
২।পোষ্ট মন্তব্যে প্রতিমন্তব্যের নোটিফিকেশন প্রায় আসছে 
    না।
৩।ব্লগের ব্যবহৃত ইমো গুলো আরও নান্দনিক করা      
     প্রয়োজন।
৪।মন্তব্যে অনাকাঙ্ক্ষিত ভুল সংশোধন বা মুছে দেয়ার ব্যবস্থা 
     রাখা যায় কিনা সেটা কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।
ধন্যবাদ সকলকে।
২৪|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪২
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই কিছু কছিু ব্যাপারে নতুনত্ব আনতে হবে।
২৫|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪০
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কথা বলছেন।
২৬|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২৬
২৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: নতুনত্ব চাই।
  ৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
৩০ শে জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই।
২৭|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৬
২৯ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:২৬
নতুন নকিব বলেছেন: 
সামু আছে বলে লিখতে পারছি। মন খুলে লেখার এমন বাংলা মাধ্যম দ্বিতীয়টি নেই। 
প্রস্তাবনাগুলোও বিবেচনাযোগ্য। আশা করি, কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখবেন। 
অনেক ধন্যবাদ।
  ৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩১
৩১ শে জানুয়ারি, ২০১৮  রাত ১০:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখাযাক আশায় আছি। 
২৮|  ০৯ ই মে, ২০১৯  রাত ১১:৩৮
০৯ ই মে, ২০১৯  রাত ১১:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম  
  ১২ ই মে, ২০১৯  রাত ১২:০৩
১২ ই মে, ২০১৯  রাত ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে । রমজানের ব্যস্তটার জন্য ব্লগে তেমন আসতে পারিনা । 
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৫:৩৪
কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর লেখেছেন। বিষেশ করে এই লাইনটি আমার ভালো লেগেছে।
সরাসরি কৃতপক্ষ বা ব্লগ মডারেটদের সাথে চ্যাটিং করতে পারে সেরকম ব্যবস্থা করতে পারলে ভালো হত।