নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশ গ্রহণ করার সম্ভবনা ৯৯% আছে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০১


সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দণ্ডিত হয়েও ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে লড়াই করেছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর।২০০৭ সালের ২৬শে জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল আওয়ামী লীগের এই নেতা মহীউদ্দীন খান আলমগীরের। পরে তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করেন। এমন অবস্থায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে দেন। এই আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ৮ই ডিসেম্বর নির্বাচন কমিশনও তার মনোনয়নপত্র বাতিল করে দেন। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। ১৫ই ডিসেম্বর হাইকোর্টে রিট খারিজ করে দেয়।তারপর আপিল বিভাগে যান মহীউদ্দীন খান আলমগীর। আর চেম্বার জজ অন্তবর্তীকালীন আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন। ফলে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান তিনি। নির্বাচনে জয়ী হন ম খা আলমগীর।নির্বাচনের পর ২০০৯ সালের ১৫ই জুলাই আলমগীরের পক্ষে দেয়া রায় বাতিল করে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার দেয়া রায় বহাল রাখেন চেম্বার জজ। ফলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। ২০১০ সালের ২২শে সেপ্টেম্বর পদ বাতিল করে গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন।তারপর ২০১১ সালের ৫ জানুয়ারি গেজেট প্রকাশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে নবম সংসদের পূর্ণ মেয়াদই সংসদ সদস্য পদে বহাল থাকেন মহীউদ্দিন খান আলমগীর।জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত আওয়ামী লীগেরই আরেক নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।মায়া ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর মায়া দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মায়া।তবে ২০১৫ সালের ১৪ জুন সে সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ তিন সদস্যের আপিল বেঞ্চ মায়াকে খালাস দিয়ে দেয়া আদেশ বাতিল করে আবার শুনানির নির্দেশ দেয়।এরপর মায়ার সংসদ সদস্য পদ এবং মন্ত্রিত্বের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৭ জুলাই রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। কিন্তু পরে একই বছরের ১৯ নভেম্বর সে রিট খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এখনও মায়া মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে বহাল আছেন।


ছবি গুগল।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


জয়ী হওয়ার সম্ভাবনা ১%

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সঠিক বলা যায় না। :)

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: উপরের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেয়া যায়না ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত থাকলে নির্বাচনী বৈতরনী পার হওয়া আওয়ামী লীগের পক্ষে হবে প্রায় অসম্ভব যদি সুষ্ঠু নির্বাচন হয়। সেক্ষেত্রে বিজয়ী হতে হলে ইউপি এবং উপজেলা নির্বাচনের মত আওয়ামী লীগকে কেন্দ্র দখলের আশ্রয় নিতে হবে। তাতে হয়তবা আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে কিন্তু বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে সহায়ক হবে।

নির্বাচন বর্জন করাটা বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে। কারন এর আগে ২০১৪ তে যেরকম প্রতিরোধ গড়েছিল তা শেখ হাসিনার সরকার কৌশলে নস্যাত করতে পেরেছে। এবারে বিএনপি সেরকম প্রতিরোধ করতে পারবে না, মানুষও সেটা সমর্থন করবে না কারন যেখানে ভবিষ্যত নেই সেখানে মানুষের কোন আগ্রহ থাকে না।

নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিলে বিএনপির কর্তব্য হবে তারেকের বৌ জুবায়দা আর কন্যা জাইমাকে দিয়ে নির্বাচনী প্রচারনা চালানো। এতে সহানুভূতি ফ্যাক্টর বেশী কাজ করবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল আপনার মতামত।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


@উম্মু আবদুল্লাহ ,

ভালো বলেছেন, তারেকের কিশোরী মেয়ে লন্ডন থেকে এসে নির্বাচনী প্রচারণা চালালে বেশী ভোট পাবে; এদিকে আমাদের কিশোরী মেয়েগুলো রাস্তার ডিভাইডারে ঘুমায়ে রাত কাটাতে থাকুক; আপনার জীবন সুখময় হোক, আপনার আইডিয়া সু্দর।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



@উম্মু আবদুল্লাহ ,

আপনার আইডিয়া সু্দর, আপনার জীবন সুখময় হোক, তারেকের কিশোরী মেয়ে লন্ডন থেকে এসে নির্বাচনী প্রচারণা চালালে বেশী ভোট পাবে।

কোকোরও ২ টি মেয়ে আছে মাqলয়েশিয়ায়, ঐগুলো আনলে আরো বালো ফল পাওয়া যাবে।

সামান্য একটি সমস্যা হচ্ছে, শেখের ১টা মেয়ে আছে ঢাকায়!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: করেন ! :)

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

আবু তালেব শেখ বলেছেন: এক পার্সেন্টে সন্দেহ কেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যদি কপাল দুই আঙ্গুলের হয় সে ভয়ে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

আটলান্টিক বলেছেন: :P :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: B-)

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

মামুন ইসলাম বলেছেন: আমাদের দেশের নোংড়া রাজনীতি সারাজীবন নোংড়াই থেকে যাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত একটা সময় সব ঠিক হয়ে যেতে পারে।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

সাইন বোর্ড বলেছেন: খালেদা জিয়াই যেখানে মূল টার্গেট সেখানে অাইন তাঁকে সাপোর্ট করলেও বিভিন্ন কৌশল নেবে সরকার ইতিহাসের চোখকে ধুলো দিয়ে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল জানতে পেরে তথ্যগুলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই জনেছেন বলে B-)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় বদলালে সব উলট পালট হয়ে যাবে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাই নিয়ম হয়ে আসছে।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: "আপনার আইডিয়া সু্দর, আপনার জীবন সুখময় হোক, তারেকের কিশোরী মেয়ে লন্ডন থেকে এসে নির্বাচনী প্রচারণা চালালে বেশী ভোট পাবে।

কোকোরও ২ টি মেয়ে আছে মাqলয়েশিয়ায়, ঐগুলো আনলে আরো বালো ফল পাওয়া যাবে।

সামান্য একটি সমস্যা হচ্ছে, শেখের ১টা মেয়ে আছে ঢাকায়! "

@ চাদগাজী

শেখ হাসিনাও টিউলিপ রূপন্তী রেহানাকে দিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। নির্বাচনী প্রচারনায় স্বজনদের উপস্থিতি বিশ্বব্যাপী রাজনীতির অংশ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মন্তব্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.