|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আজ নিউজ পোটালে দেখলাম,ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গন মাধ্যমকে জানিয়েছেন আন্দোলনের অক্ষমতাকে নাকি বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের কৌশল হিসেবে প্রচার করছে । তিনি আরো বলেছেন খালেদা জিয়ার সাজার প্রতিক্রিয়ায় নাকি জনগণ কোনো সাড়াশব্দ করেনি। এখন নাকি অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।এটা সত্য কইছেন মাননীয় সেতু মন্ত্রী বিএনপি একটা অক্ষম ধযবঙ্গ দল।তবে জনগণের ভিতরে খালেদা জিয়ার রায় নিয়ে পতিক্রিয়া থাকলেও  জনগণ কিছু বলে না শুধু আপনাদের ভয়ে।কেননা  অন্তত আমি বাংলাদেশের একজন সাধারন নাগরিক হিসেবে বলতে পারি যে,জনগণের হাতেতো আর আপনাদের মততো আর প্রশাসন নেই তাই জনগণও কিছু বলে না। কেননা জনগণ হল এখন শুধুই সিনেমা নাটকের দর্শক।জনগণ কোন দিকে বলবে ? জনগণ যে পথে হাতবে সে পথেই থাকবে কাটা;আপনাদের মানে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার জনগনের দিকে লেলিয়ে দিবে পুলিশ প্রশাসন আর বিপক্ষদের বিরুদ্ধে বললে জনগনকে পড়তে হবে দা, চাপাটি,কুড়াল আর না হলে অশ্রের মুখে,তাই জনগন নীড়ব দর্শক সেজে দেখছে আপনাদের এবং বিরুধি দল বিএনপি ও এরশাদ কাকুর নাটক অভিনয় গুলো।
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৩
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এতা সত্য নিজ দলের কিছু মানুষের জন্যই একটা সময় হয়ত সরকার বিপদে পড়বেন ।
২|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:০১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:০১
চোরাবালি- বলেছেন: বিএনপি উনাদের থেকে অনেক বেশী কৌশলী। তারা তড়িঘরি করে রায় দিয়েছে যেন বিএনপি কঠোন আন্দোলন যেমন- হরতাল অবরোধের মত দেশ ধ্বংশাত্বক কর্মসূচী দেয়। সেই ফাঁকে তারা নিজেরা কোন জ্বালাও পোড়াও করে গণহারে বিএনপি নেতাকর্মীদের কারাগারে ভরে নির্বাচন দিয়ে নিজেরা জয়লাভ করবে। জনগণের কাছেও তারা খারাপ লোক দল হিসেবে চিহ্নিত করতে পারত।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মত। ধন্যবাদ।
৩|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:০৯
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:০৯
সৈয়দ ইসলাম বলেছেন: 
চোরাবালি যা বলেছেন যদি তা সত্য হত তবে রায় প্রকাশের আগের দিন এতো বিপুল নেতাদের ধরপাকড় হওয়ার প্রয়োজন ছিল না।  
লেখক সাহেব, দেশে অনেক আগ থেকেই প্রশাসনতন্ত্র চলে আসছে।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:১১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই 
৪|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:২০
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:২০
তারেক ফাহিম বলেছেন: বাংলাদেশের জনগণ বলতে শুধু বিরোধী দলের সমর্থনরা সিনেমা নাটকের দর্শক।
৫|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:২০
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আগের শুনেছি চোরের মার বড় গলা 
এখন বলতে হয়- স্বৈরাচারের বড় গলা। 
এমন অর্বচানী নেতাদের উস্কানীমূলক চাপাবাজিতে বিএনপি পা দেয়নি দেখৈ জ্বলে পুড়ে মরছৈ- তারই প্রকাশ আবালীয় বক্তিমা!
মাঠৈ আসার সাহস থাকলে প্রশাসন ছাড়া একদিন টিকে থেকে দেখাক! 
আগের বারও বাসে আগুন দেয়ার হোতা তারাই। পত্রিকার নিউজ গুলৌ দেখলেই সব ক্লিয়ার হয়!
হরতাল বা অবরোধের আগে পেট্রোলবোমা সহ ধরা পড়া অধিকাংশই কোন না কোন লীগের লোক!
পাবলিকরে যারা আবাল ভাবে তারাই আবাল! আবালীয় বক্তিমায় আর কোন আছর হবার নয়!
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভ্রাতা 
৬|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৭
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৭
ঠ্যঠা মফিজ বলেছেন: বিদ্রোহী ভৃগু এবং চোরাবালি ভাইদের সাথে সহমত।
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৭|  ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:১২
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:১২
আবু তালেব শেখ বলেছেন: উস্কানি মূলক
  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৩
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের ইতিহাসে, ওবায়দুল কাদের সবচেয়ে অদক্ষ সেক্রেটারী; উনি স্বচ্ছাসেবক লীগের সেনাপতি হওয়ার যোগ্য; শেখ হাসিনা উনার তত্ব প্রয়োগ করেই চলেছন।