নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমি মনে করি আজ ঐতিহাসিক ২য় বুদ্ধিজীবি হত্যা দিবস

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

২০০৯ সালে আজকের এই দিনে অর্থাত ২০০৯ এর ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস এর সদস্যরা বাংলাদেশের রাজধানী ঢাকা পিলখানা এলাকায় অবস্থিত বিডিআর সদরদপ্তরে বিডিআর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কর্তৃত্বের অবসান, রেশন এবং বেতনবৈষম্য দূর করাসহ বেশ কিছু দাবিতে সশস্ত্র বিদ্রোহের নামে এক ভয়বহ হত্যা কান্ড ঘটান।সেদিন প্রায় ১৫,০০০ বিডিআর সদস্য সম্মিলিতভাবে তাদের উর্ধ্বস্থানীয় ৫৭ জন কর্মকর্তাকে হত্যা এবং কয়েকজনকে জিম্মি করে রেখেছিল। নিহতদের তালিকায় রয়েছেন তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সামরিক কর্মকর্তা ছাড়াও বিডিআর এর গুলিতে কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে সেদিন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ধানমন্ডির ৮এ সড়কের কাছে সাতমসজিদ সড়কে 14.5 ADMG কামান স্থাপন করছে। কামানগুলো পিলখানার দিকে তাক করা। ২৫শে ফেব্রুয়ারি, ২০০৯.
সেদিনের সেই নরকীয় হত্যাকাণ্ডে যে বীর সেনারা আহত এবং নিহত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আপনেরা কে কি মনে করেন আমি জানি না তবে আমি মনে করি আজ শুধু বিডিয়ার হত্যা দিবসই না আজ ঐতিহাসিক ২য় বুদ্ধিজীবি হত্যা দিবস। তাই আজকের দিনটাকে ঐতিহাসিক ভাবে স্বরণ করে রাখার জন্য, আমাদের উচিত আজ ঐতিহাসিক ২য় বুদ্ধিজীবি হত্যা দিবস অর্থাত ২৫শে ফেব্রোয়ারি'কে ঐতিহাসিক বিডিয়ার হত্যা দিবস হিসেবেপালন করা এবং এই দিনটিকে সরকারি ছুঁটি ঘোষনা করা হোক।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: স হ ম ত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ‌জ্বি তেল মাথায় আ‌রো তেল দিন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যা সত্য তাই বলছি ;)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মূল রহস্য কি উদ্ঘাটন করা গেছে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অয়ন ভাই ওটা এখন নয় তবে একদিন ঠিকি সত্যটা আমরা জানতে পারবো।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেনাবাহিনীর প্রতি সবার সহানুভূতি। কতটা ক্ষোভ আর দুঃখবোধ থেকে বিডিআর এর লোকজন এ ধরণের কর্মকান্ডে লিপ্ত হয়েছিলো, সে দিকে কারও নজর নেই।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

সৈয়দ ইসলাম বলেছেন:
কিছু স্বার্থান্বেষীর কারণে জাতি এই কলঙ্ক নিয়ে মরতে মরতে বেঁচে থাকবে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নিন্দুকেরা বলে এর পিছনে নাকি অন্য কাহিনী। সত্যিই যদি তাই হয় তাহলে সেগুলো কি আদৌ জনগন জানবে? নাকি কারো স্বার্থে সেগুলো গোপনেই থেকে যাবে?

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ২৫ শে ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা থাকালীন আমার অভিজ্ঞতা..... ও কিছু অপ্রিয় কথা
view this link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার লেখটা পড়েছি ।অতন্ত দুঃখ জনক।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

পদ্মপুকুর বলেছেন: এই ঘটনার পেছনে শুধুমাত্র চাল-ডালের বিষয় ছিল, এইটা ভেবে কল্পনায় হয়তো স্বর্গের সুখ পাওয়া যাবে, বাস্তবতার ধারে কাছে যাওয়া যাবে না।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আদার ব্যাপারি মামুবাই! ;)

আমগো আবার মুনে করা না করা!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

মাহমুদ তূর্য বলেছেন: ২য় বুদ্ধিজীবি হত্যা দিবস !!!!!!!!!!

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অফিসার হারানো সত্যি দুঃখজনক।
তবে তারা বুদ্ধিজীবী নয়।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা , পরিবার গুলোর প্রতি সমবেদনা।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


যেভাবে অফিসারেেরা আক্রান্ত হয়েছিলেন, তাদের থেকে ৫/১০ প্রান হারানোর কথা; ৫৭ জন প্রাণ হারানোতে, মনে হচ্ছে, উনারা দক্ষ সৈনিক ছিলেন না, কোন কারণে উনরা নিজ প্রফেশান আয়ত্ব করেননি, ও বিশৃংখল ছিলেন; উনাদের বুদ্ধিহীনতা পরিচয়ও পাওয়া গেছে।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


মৃতদেহকে ( ১ং ছবি) কিছুর উপর রাখতে হয়, ও ঢেকে দিতে হয়; ১নং চিত্রে দেহগুলো রাখার সময় একজন 'মানুষও" কি সেখানে ছিলো না? অবশ্যই ছিলো না, ছিলো কিছু বুদ্ধিহীন ইডিয়ট

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮

কোলড বলেছেন: These were good for nothing army officers. It was obvious these officers lost command which is proved by the simple fact that not a single private tipped an officer about the impending doom. A private can give his own life to save a good officer who lead from the front.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.