নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল স্যারের ছুরিকাঘাত জঙ্গি হামলা বলে চিহ্নিত

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

সিলেটে অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যারের ওপর যে আক্রমণ চালানো হয়েছে তা সম্পূর্ণ একটি জঙ্গি হামলা বলে বলছেন র‍্যাব।র‍্যাব-৯এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলি হায়দার আজাদ আহমেদ বলেছেন; আক্রমণের পরপরই ধরা পড়ে যাওয়া যুবকটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে এই তথ্যই দিয়েছে।যুবকটি যে তথ্য দিয়েছে তা হল এই যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে সে ইসলামের শত্রু' মনে করে এবং জঙ্গীবাদে বিশ্বাসী হয়েই সে এই হামলাটি করেছে" বলে যুবক স্বীকারুক্তি দিয়েছে।আক্রমণকারী ফয়জুল হাসানকে হামলার পরপরই আশপাশের লোকজন ধরে ফেলেন এবং ক্রুদ্ধ জনতার পিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।লেফটেন্যান্ট কর্নেল আলি হায়দার আজাদ আহমেদ বলেন আক্রমণকারীকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে , যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত আরো তথ্য বের করা যায়।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখানুসারে মনে হচ্ছে, আক্রমনকারীকে চিকিৎসা দেয়া হচ্ছে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য; না চিকিৎসা রা হতো না।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমটাই মনে হয় ওস্তাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখানুসারে মনে হচ্ছে, আক্রমনকারীকে চিকিৎসা দেয়া হচ্ছে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য; না হয় চিকিৎসা করা হতো না।

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেরকমটাই মনে হয় ওস্তাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আটলান্টিক বলেছেন: অস্বাভাবিক কিছুনা।গত দশ বছর ধরে উনাকে ক্রমাগত হুমকি দেয়া হচ্ছিল।
চাঁদগাজী সাহেবের সাথে সহমত :) :)

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আটলান্টিক মহা সাগর ;)
আমি সব সময় আমার চাঁদগাজী ওস্তাদকে সঠিক মনে করি।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শাহ আজিজ বলেছেন: তা বেশ তা বেশ হাসপাতালে শ্বশুরজী শাহবাগে দামাদজী

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গর্জে ওঠুক বাঙালীর রক্ত। ;)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সৈয়দ ইসলাম বলেছেন:
দেখাগেলো যা বলবো চাঁদগাজী ভাই বলে দিছে। B:-)

তবে পত্রিকার সংবাদের সাথে নিজের মতামতও প্রকাশ মরা যেত। মানুষ পত্রিকা পড়ে এসব জানতে পারে। ব্লগে আসে আলাদা কিছু পাওয়ার জন্য।

ধন্যবাদ ভাই। অজস্র শুভকামনা রেখে গেলাম।

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি মতামত দিমু সামুকে যেমন ভালোবাসি তেমনি ইন্টারনেট ইউজ করি, কসম শুধু সামুর জন্যই ।
আর মতামত দিতে গিয়ে নিজের শ্ত্রী, সন্তানদের, মূল্যবান জীবনটা নষ্ট করার কোনও অধিকার আমার নেই। |-)

৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: স্যারকে যে আক্রমনকারী
তার ব্যাপারে দেশবাসী কি কিছু জানতে পারবে?

০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত আসল সত্যিটা জানবে তবে সময় লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.