|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি যদি মানুষের ভালো করে থাকি,তাহলে মানুষের কাছে আমার মুখ ফুটে কিছু চাইতে হবে না বরং
আমি চাওয়ার আগেই মানুষই আমাকে ভালোবেসে অনেক কিছু দিবে ।
এ সরকার ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন করছে সেটা স্বীকার করতে কারই কোন
দ্বিধা থাকার কথা নয়।মাননীয় প্রধান মন্ত্রী দেশের অনেক উন্নয়ন করছেন,যেমন বেশকিছু
ফ্লাইওভার বানিয়েছেন অন্যদিকে পদ্মাসেতুর কাজও বেশ এগিয়ে চলছে,অবশ্য এগুলোর
জন্য দেশের সাধারন জনগণের রক্তপানি করা ঘাম জরানো বহু অর্থ সরকার বিভিন্ন ভ্যাট ফ্যাট
নামে কেঁটে নিয়েছেন ।সে যাই হোক তবু সে আমাদের প্রধান মন্ত্রী তার জন্যই দেশের এত উন্নত
হওয়া সম্ভব হয়েছে। সুতারং দেশের জনগণ প্রধান মন্ত্রীর পক্ষেই আছে তাই তার উচিৎ দেশকে সত্যিই
যদি ভালোবাসে তাহলে তার ক্ষমতা ছেড়ে আগামিতে তত্যাব্ধায়ক সরকারের অধিনে সকল দল মতে 
একটা নির্বাচন দিয়ে সাধারন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন।আর এই কাজটি করতে পারলে 
আগামিতে জনগণের সমর্থনে বৈধ ভাবে আপনি আবারো দেশের প্রধান মন্ত্রী হবেন।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উহা আপনার বুঝিয়া লইতে হবে ওস্তাদ।আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই।
২|  ০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: সময় ফুরালে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগের সরকারে যাওয়ার সম্ভাবনা কম।
আওয়ামীলীগ দেশের মানুষের চাওয়া পাওয়া পূরণে ব্যর্থ হয়েছে।
  ০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে কে বলেছে আওয়ামীলিগ ব্যাথ সরকার ।উনি সম্পূর্ণ ভাবে একজন সফল সরকার।
আর  নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হলে উনি পাশই না শুধু এমনও হতে পারে আজীবনের জন্য পাশের বিপরীতে
চলে যেতে পারেন। 
৩|  ০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ++++ দিতে বাধ্য হইলাম। এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা ছাড়া উপায়ও নেই।
  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৪|  ০৭ ই মার্চ, ২০১৮  রাত ৯:১১
০৭ ই মার্চ, ২০১৮  রাত ৯:১১
আবু তালেব শেখ বলেছেন: দোষে গুনে মানুষ এটা চরম সত্য। হাসিনা বা খালেদা যে দেশের ভালো করবে সেই ভালো। ব্যস
  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৫|  ০৭ ই মার্চ, ২০১৮  রাত ১১:২২
০৭ ই মার্চ, ২০১৮  রাত ১১:২২
সাইন বোর্ড বলেছেন: চাঁদগাজীর ট্রাক্টরের তেল মনে হয় শেষের পথে, তাই উনি নির্দলীয় সরকার পর্যন্ত যেতে পারছেন না, উনাকে বুঝাতে সাহায্য করা উচিৎ ।
  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। 
৬|  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:০৭
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:০৭
টারজান০০০০৭ বলেছেন: @সাইন বোর্ড      গাজী ট্যাংকে পানি এখনো ভরপুর। উনার ট্রাক্টর পানি দিয়া চলে, তেলে নহে ! 
লেখকরে কহিতেছি, সরকারবাহাদুর ক্ষমতা হস্তান্তর করিয়া কাহারে দিবে?  ২৭ বছর আবাল গণতন্ত্রের মঞ্চনাটক দেখিয়াও কি বিনুদুনের সাধ মিটে নাই? আরো দেখিবেন ?
  ০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৭
০৮ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এতো আরো বেশি বিনদুন দেখাইতেছেরে ভাই । 
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
০৭ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
"নির্দলীয় নির্বাচন"টা কি রকম নির্বাচন?
উনি তো ভোটে হারেননি এখনো, ক্ষতা হস্তান্তরের ভাবনা আসছে কেন? নাকি আগামী নির্বাচনে হারার সম্ভাবনা আছে?