![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর তালার চাবি হারিয়ে গেছিল তা আবার ফিরে পাওয়া গেছে
আবারো দীর্ঘ সময়ের প্রতিক্ষার পালা কেঁটে গেল ! আর সেই প্রতিক্ষার শেষ সময় পৌঁছে
আমরা যে ফলাফল পেলাম তাতে দেখলাম সামু আমাদের সাথে ফাকিবাজী করেছে ।
থুক্কু সামু না সামুর সার্ভার আমাদের সাথে ফাকিবাজী খেলছে। আর সেই ফাকিবাজীটা হল
আইজকাল সামুর সার্ভার আমাদের না জানাইয়া না কইইয়া হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে
যায়। তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এইটুকো ছিল সামু ওপেন হওয়ার আগে আমার
ভাবনা আর সামু ওপেন হওয়ার পর এইবার যা বুঝতে পারলাম আসলে মাঝে মাঝে আমাদের সামুর
তালার যে চাবিটা আছে,সেইটা হারাইয়া যায় আর সেজন্যই সামুর তালা মাঝে মধ্যে দীর্ঘ সময়
আটকা পড় যায় ।সেই চাবি আবার খুজে বের করে তালার লক খুলতে হয় । এখন আমার কাছে
মনে হচ্ছে সামুর তালার সেই চাবিটার পহরীকে আরো ভালোভাবে চাবির ভার গ্রহণ করতে হবে।
কেননা এখন মানুষের কাছে জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি। তাই এই ভাবে হুটহাট বার বার
চাবি হারাইয়া গেলে যে সময় নষ্ট হয় ও চাবি খুঁজার জন্য যে অর্থ ব্যায় হয় তা দিয়ে সামুর অনেক
উন্নয়ন করা সম্ভব ।তাই সামুকে তার চাবি সামলে রাখতে আরো ভালো দক্ষতা অর্জন করতে হবে।
যাই হোক চাবি পাওয়ার জন্য,চাবির ভার বহণকারীকে অনেক ধন্যবাদ এবং সুপ্রভাত।
আসলে সবটুকোই মনের ভাবনা নয়ত ফান কথা তাই বিচলিত হবারও কোন কারন নেই
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আবারো সার্ভার টেকনোলজি সমস্যা হয়েছিল মনে হয়। আশা করি এখন সব ঠিক আছে ।
২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬
কানিজ রিনা বলেছেন: সরারই তাহলে একই অবস্থা ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জী আপু সবার একই অবস্থা,এখন অবশ্য সব ঠিক আছে ।শুভ সকাল আপু।
৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
কাছে ধারে ছিলাম না। কোনো কিছু জানি না বলে কোনো কষ্ট দু:খও অনুভব করিনি। আপনার পোস্ট না দেখলে জানাও হত না, সামুর কিছু হয়েছিল।
যাক, সামু সচল দেখে ভাল লাগলো। সামু দীর্ঘজীবি হোক। ব্লগার ভগ্নি-ভ্রাতাদের প্রত্যেকের জন্য শুভকামনা। বিষয়টি তুলে ধরায় আপনাকে অভিনন্দন।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নকিব ভাই এবং শুভ সকাল ।
৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২
তারেক_মাহমুদ বলেছেন: বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ হাসু মামা, আমিও গতকাল থেকে অনেক চেষ্টাকরেও সামুতে লগইন করতে পারছিলাম না।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক এখন মুটামুটি সবাই আসতে পারছি এটাই অনেক কিছু।
৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল বিকালে আমিও লগইন করতে পারিনি, আজ পারলাম।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক সবার মাথার ওপর দিয়েই তাহলে এই সাইকোলজিটা গেছে।
৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ফান হিসেবেই নিলাম।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে ।
৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
নতুন বিচারক বলেছেন: এটা আড় নতুন কি ?
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৮| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
ব্লগ সার্চম্যান বলেছেন: কয়েকদিন ধরে ব্লগে আসতে পারি না তাই কিছু বলতেও পারি না।তবে এইটুকো যেন মন ছুঁয়ে গেল।
আসলে সবটুকোই মনের ভাবনা নয়ত ফান কথা তাই বিচলিত হবারও কোন কারন নেই
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
নাঈম রেজা বলেছেন: তুমি সামুকে নিয়ে এত ভাবো? ধন্যবাদ তোমার
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে না ভাই কি যে কন আমাদের অত ভাবনার সময় কোথায়।
১০| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
আবু তালেব শেখ বলেছেন: বিষয়টা গতকাল অনুভব করেছি
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ কষ্ট দায়ক ছিল।
১১| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০
মামুন ইসলাম বলেছেন: এখন বেশ ভালই লাগছে।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।আপনাকে আগের মত নিয়মিত দেখিনা,কি হয়েছে লেখা লেখী কি ছেড়ে দিয়েছেন ?
১২| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথা-নেই বার্তা নেই হঠাৎ কইরা সমস্যার শুরু
তখন কি যে করি, ভেবে না পাই গুরু।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মাইদুল ভাই।
১৩| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৮
তারেক ফাহিম বলেছেন: টেকনিক্যাল সমস্যা ছিলো মনে হয়।
যাক আবার প্রিয় প্রাঙ্গনে আসতে পারছি।
১৪| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
হাসাইলেন !!!!!!!
সামু কি একটু আধটু ডেটিংয়ে যেতে পারেনা ? তা কি বলে কয়ে ঘোষনা দিয়ে যেতে হয় ?
কি যে কন না..................
১৫| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪
নূর-ই-হাফসা বলেছেন: সামুর হঠাৎ হঠাৎ উধাও হ ওয়া দেখতে দেখতে অভ্যস্ত হওয়া ছাড়া উপায় নেই ।
ভালো বলেছেন কথা গুলো মজার ছলে
১৬| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আমিও পারিনি লগইন করতে ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক, অবশেষে প্রতীক্ষার পালা শেষ হল, লগইন করা গেল। সামুর এসব চোর-পুলিশ খেলা হতাশাজনক।
