| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বিধ্বস্ত হওয়া সেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের ৫০জন আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছেন নেপালের সেনাসূত্র। ৯ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছেন তাছাড়া আহত হয়েছে অনেকে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের দেওয়া তথ্য অনুযায়ী ৭৮ আসনের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। এসটু-এইউজি নামে নিবন্ধিত ফ্লাইটটি ঢাকা ছেড়েছিলো দুপুর ১টা ৪৩ মিনিটে।ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮ আসনের বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারীর সঙ্গে ছিল দুই শিশুও। যাদের মধ্যে অন্তত ৩৫-৪০ জন বাংলাদেশি, বাকিরা নেপালের নাগরিক বলেই জানা যায়। অন্যদিকে দুর্ঘটনার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইমরান আসিফ বলেছেন ‘বিমানটি উড্ডয়নের দেড় ঘণ্টা পর আমরা দুর্ঘটনার সংবাদ পাই। হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফ্লাইটে ৬৫ জন বয়স্ক, দুই শিশু এবং পাইলট ও ক্রু চারজন ছিলেন। তাদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি, একজন মালদ্বীপ, একজন চাইনিজ এবং নেপালি ছিলেন ৩২ জন যাত্রী ।
তবে বিধ্বস্ত হওয়া বিমানে ৬২ জন যাত্রীর তালিকা পাওয়া গেছে। তারা হলেনঃ রিজনা আব্দুল্লাহ, ফয়সাল আহম্মেদ, শামরিন আহম্মেদ, ইয়াকুব আলী, আলিফুজ্জামান, আলমুন নাহার অ্যানি, বিলকিস আরা, শিলা বসগেইন, নুরুন্নাহার বেগম, আলজিনা বরাল, চরু বরাল, আক্তারা বেগম, শাহীন ব্যাপারী, সোভিন্দ্র বোহারা, বসন্ত বোহারা, সামিরা বাজানকার, প্রবীণ চিত্রকর, নাজিয়া চৌধুরী, সাজেনা দেবকোটা, প্রিন্সি ধামী, গয়োন্ত গ্রুঙ, রেজোয়ানুল হক, রকিবুল হাসান, মেহেদী হাসান, মো. কবির হোসেন, দিনেশ হুমাগাইন, সানজিদা হক, হাসান ইমাম, মো. নজরুল ইসলাম, শ্রেয়া ঝা, পূর্নীমা লোহানী, মিলি মহারাজন, নিগা মহারাজন, সঞ্জয় মহারাজন, ঝাং মিং, আখি মনি, মিনহাজ বিন নাসির, শেকব পান্ডে, প্রশন্ন পান্ডে, বিনোদ রাজ পাডোয়াল, শঙ্কর হরি পাডোয়াল, সঞ্জয় পাডোয়াল, এফএইচ প্রতিক, তামারা প্রিয়ন্ময়ী, মতিউর রহমান, শেখ রুবায়াত, কৃষ্ণ কুমার শাহানী, উম্মে সালমা, আসেনা শাকিয়া, সানাম শাকিয়া, অঞ্জিলা শ্রেষ্ঠা, সারোনা শ্রেষ্ঠা, সত্য শর্মা, হরিপ্রশাদ সুবেদি, দয়ারাম তাম্রকার, বাল কৃষ্ণ থাপা, সেতা থাপা, কিশোর ত্রিপাঠি, অবদেশ কুমার যাদব, অনিরুদ্ধ জামান নুরুজ্জামান ও রফিক জামান ।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সমবেদনা ছাড়া জাতির হাতে আর কিছু নেই।
তবে রিক্সা না ব্যান বা ঠেলাগাড়ির পাইলট ছিল কিনা সেটা জানা যায়নি।দূরঘটণা দূর্ঘটনাই সেটা কখনো কয়ে বলে
হয় না।
২|
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ![]()
![]()
![]()
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের জন্য সমবেদনা।
৩|
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা ঠিক আছে সম্রাট ভাই ।কিন্ত বিদেশের মাটি কে রাখে কার খবর বলেন।
৪|
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিহতদের আত্নার মাগফিরাত কামনা করছি সেইসংগে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য রইলো সমবেদনা। ![]()
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিহতদের আত্নার মাগফিরাত কামনা করছি সেইসংগে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য রইলো সমবেদনা।
আমিও।
৫|
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: তাদের আত্মার মাগফেরাত কামনা রইল।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো তাই থাকল।
৬|
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: 
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করি আল্লাহু যেন এই শোক সহ করার মত শক্তি আমাদের দেন।
৭|
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ জান্নাতবাসি করুণ।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন।
৮|
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু তাদের জান্নাতবাসী করুক।
৯|
১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: তাদের জন্য বড্ড কষ্ট লাগছে ।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু তাদের জান্নাতবাসী করুক।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
পরিবারগুলোর জন্য কষ্টকর সময়।
সিএনজি ড্রাইভার ট্রাইভার দিয়ে চালাচ্ছিলো কিনা কে জানে!