|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
সামুর প্রিয় সহ ব্লগার বন্ধু,ও ভাই,বোনেরা শুভ দুপুর এবং বিকেলের অগ্রিম শুভেচ্ছা গ্রহণ করুন !
সামুর প্রিয় সহ ব্লগার বন্ধুরা ও ভাই,বোনেরা দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো,সারাটাদিন
নিশ্চয় খুব কর্ম ব্যাস্তটায় কেটেছে আমাদের,তাই বেশি কথা না বলে এই পোস্টটা যে উদ্ধেছে
লেখা সেই আলোচনায় যাই। আমি সামুতে লেখছি প্রায় দের বছরের মত, আর এই দের বছরে
সামুতে আমার ৪১ জনের মত ফোলয়ার হয়েছে ।আমি এ পযন্ত যতগুলো শেয়ার করেছি তা সবগুলোই
কম বেশি পঠিত,মন্তব্য এবং লাইক সহ আলোচিত পাতায়ও ঠাই পেয়েছে।এজন্য আমি সকল সহ
ব্লগারদের কাছে কৃতজ্ঞতা। 
তবে কথা সেটা না;আমার কথা হল একজন লেখকের কাছে তার পোস্টে লাইকের চেয়ে বেশি প্রয়োজন মন্তব্য
তাতে করে লেখক বুঝতে পারবেন তার লেখা পাঠকের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে।
আর পাঠকের এই ফিডব্যাকটি একজন লেখকের জন্য বেশ কার্যকর। ইদানিং আমি দেখছি সামু
ব্লগের ব্লগাররা কমেন্টের দিক দিয়ে বেশ কৃপণপণপা করছেন,ব্লগে এখন যেইটুকো মন্তব্য পরছে,তা শুধু মুখ পরিচিতি
ব্লগারদের মধ্যে হচ্ছে; যা আসলে মোটেও ঠিক না। বিশেষ করে এবিষয়টা নতুন ব্লগারদের জন্য খুব সমস্যা
হচ্ছে বলেই আমার মনে হচ্ছে ।
কেননা একজন নতুন ব্লগার যখন কষ্ট করে একটা পোস্ট লিখবেন,আর সেই লেখা শেয়ার করার পর যদি
লেখায় কোনও কমেন্ট এবং লাইক না পান তাহলে সে লেখার উৎসাহ হারিয়ে ফেলবেন,এটাই স্বাভাবিক।
হ্যা এটা সত্য যদিও কমেন্ট করাটা সম্পূর্ণ যারা যার ব্যক্তিগত বিষয় বা বাকস্বাধীনতা। তবুও আমি বলবো আমরা যতবেশি লেখা পড়বো আর কমেন্ট করবো ততবেশিই জ্ঞানের আলো ছড়াবে । তাছাড়াও সামুতে আসা বা জয়েন্ট
করা নতুন নতুন ব্লগাররা তাদের লেখায় তারা উৎসাহও খুঁজে পাবেন। তাই আসুন প্রিয় ব্লগাররা
ব্লগ পড়া এবং লাইক দেওয়ার পাশাপাশি আমারা বেশি বেশি কমেন্টও করি।আর তাতে এক ব্লগার আরেক 
ব্লগারের আরো কাছাকাছি যেতে পারবো এবং একে অপরের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো।
ব্লগ হল একটা সমাজিক মাধ্যম যার সব থেকে বড় গুনাগুন হল একে অপরের মতামত জানা ও মতামত
দেয়া,যাকে বলে পাঠক পক্রিয়া।
তাই আসুন প্রিয় সামুর সহ ব্লগার বন্ধু,ভাই ও বোনেরা আমরা প্রতিটা লেখা
পড়ার শেষে সেই লেখাটার ভালো খারাপ সম্পর্কে লেখকের
সাথে আলোচনা করি,একই সাথে লেখার মান ভালো হলে
১টা করে লাইক দিতে ভুলি না যেন, মনে রাখবেন,আপনার
মূল্যবান ১টা লাইক এবং একটা কমেন্ট একজন ভালো লেখককে
আরো ভালো লেখার সুযোগ করে দেয়।আরেকটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে,কমেন্ট এবং
পোস্টে লাইক দেয়া পাওয়াটা আসলে একটা লেন দেনের মত,
যেমন আজ আপনি আমার লেখায় কমেন্ট এবং লাইক দিলে
আগামি কাল আপনার লেখা পড়ে আপনার লেখায় আমিও কমেন্ট
এবং দিবো।এ ছাড়াও আমাদের মনে রাখতে হবে যে সকল ব্লগাররা
আমাদের পোস্ট পড়ছে এবং কমেন্ট করছে,আমরা সকলেই তাদের
সকলের কাছে এক প্রকার ব্লগ ঋণী হয়ে থাকছি,আর সে ঋণ পরিশোধ 
করার দায়িত্ব আমাদের সকলেরই।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৯
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডাকে সারা দিয়েছেন জেনে ।
২|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
খালেদা শাম্মী বলেছেন: ভাল বলেছেন। অনেক বিষয়ই নজর এড়িয়ে যায়। এ বিষয়ে লেখায় আশা করি, যারা লেখার ইচ্ছে হারিয়ে ফেলেছে, তারা অনুপ্রাণিত হবে
  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪১
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপু ডাকে সারা দিয়েছেন দেখে । সকল ব্লগাররা বেঁচে থাকুক ব্লগের 
প্রাণ হয়ে।
৩|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একদম ঠিক। আর যদি মেয়ে ব্লগার হয় তাহলেতো কথাই নেই; আলুপটল যাই লিখুক সবই হিট।
  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৮
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার অবস্থা কি ? 
একটু জানান আমাদের আমরা ব্লগারা জানতে চাই আপনার সম্পর্কে। সেই ২০১৭ সালের এক দুপুরের একটা পোস্ট এখনো ঝুলছে
এর পর নতুন কোনও পোস্ট নাই।কারন কি ?
৪|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
সুমন কর বলেছেন: নতুন'রা তো পোস্ট দিয়েই চলে যায় ফেবুতে !! তারা মন্তব্য করে না, ব্যাপারটা দুঃখজনক। তারা জানেও না, ব্লগ আর ফেবু এক নয় !!
  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১০
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন দাদু ।কিন্তু ব্লগে যত বেশি মন্তব্য হবে ততবেশি আলোচনা ও জ্ঞান বিজ্ঞ হবে।
৫|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১৪
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১:১৪
তারেক_মাহমুদ বলেছেন: আমিও নতুন চেষ্টা করি, সময় পেলে চেষ্টা করি কমেন্ট করতে।
  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১২
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলো কিছুটা লেনদেনের মত বলতে পারেন ঋণী হওয়া ও পরিশোধ করার মত।
৬|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:০১
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পছন্দ না হলে লাইক দিব কেন ? তবে মন্তব্য করতে তো সমস্যা নেই।
? তবে মন্তব্য করতে তো সমস্যা নেই। 
ব্লগারেরা লিখে বেশী, পড়ে কম, মন্তব্য করে সবচাইতে কম।
  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৪২
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই ।
৭|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫১
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫১
কালীদাস বলেছেন: হো হো কৈরা হাসলাম পোস্টের টাইটেল আর বক্তব্য দেইক্ষ্যা  আপনের পোস্টে লাস্ট ২ বার কমেন্ট কৈরা আইজও রিপ্লাই পাই নাই। হিটের লিগা পোস্ট দিয়া ধরা খাইছিলেন। এখানে আবার সবাইরে নসীহত করতাছেন কমেন্ট করতে। ভালু, ভালু
 আপনের পোস্টে লাস্ট ২ বার কমেন্ট কৈরা আইজও রিপ্লাই পাই নাই। হিটের লিগা পোস্ট দিয়া ধরা খাইছিলেন। এখানে আবার সবাইরে নসীহত করতাছেন কমেন্ট করতে। ভালু, ভালু  
 
একটা ভাল কথা কইয়া যাই যাওনের আগে। দিন তো অনেক গেল, "ফোলয়ার"ও পাইছেন দেখা যায়। এলা বানানের দিকে একটু নজর দেন। কথ্য ভাষায় লেখলে কথ্য ভাষায় লেখেন কুনু সমস্যা নাই। শুদ্ধ ভাষায় এরকম বানান ভুল চউক্ষে আটকায়। আরও "ফোলয়ার" বাড়ব!
  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আইজ লগিন কইরা আগে আপনারেই রিপলাই দিলাম। সাথে কমেন্টেবি লাইকও মারলাম । 
আবে হালায় কন কি মেয়াভাই,বানান না জানলে কি মনের ভাষা প্রকাশ করবার পারমু না ? 
হেইটার লেইগা কি সরকার কুনও সমন জারি ফারি করছে নি ? 
৮|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৪
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: ফাইজলামো বাদ একটু ভালো হওনের চেষ্টা করেন।
  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি কইবার চান আপনে ?
৯|  ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৭
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ২:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
এই কথা আমি বলেছিলাম একদিন
সামুতে আমার পর্যবেক্ষণঃ হাল্কা চটুল ও বিতর্কিত পোস্টই বেশী টানে পাঠকদের
আর বলবোনা,
আপনার এই পোস্টে স্বাভাবিকের চেয়ে বেশী মন্তব্য পাবেন।
  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২০
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক কইছেন ।
১০|  ১৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৬
১৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: মন্তব্য করি। খারাপ লেখা হলেও পড়ে মন্তব্য করি।
  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২০
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর তাই এখন আপনিও হিট । 
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৫
১৮ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৫
করুণাধারা বলেছেন: ঠিক বলেছেন- করলাম মন্তব্য। প্রথম। আবার লাইক দিয়ে দিলাম একটা।