![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল থেকে আজ এ অবধ্যি নানান জনের নানান অনূভুতি দেখলাম টাইগার্স বনাম পাঠাণদের ফাইলান খেলার ম্যাচটা
নিয়ে।আমি ব্যাক্তিগত ভাবে বলবো,কালকেও বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার্সরা যথেষ্ঠ পরিমাণ ভালো খেলেছেন,তাই
এখানে তাদের খারাপ বলার কিছু আছে বলে আমি অন্তত তেমন কিছু দেখি না,হতে পারে এতা হয়ত আমার ব্যাক্তিগত
ভাবনা বা না অনূভুতি অন্যের কথা বলতে পারি না ।আমাদের একটা বিষয় স্পস্ট মনে রাখতে হবে পৃথিবীতে জয়,পরাজয়
বলে দুটো বাক্য আছে যা সকলের মেনে নিতে হবে । জয়ের বিপক্ষে পরাজয় আর পরাজয়ের বিপক্ষে জয়,এক কথায় বলতে
গেলে এরা দুটি ভাই ।তাই কেউ জয় লাভ করলে তার বিপক্ষ পাটিকে অবশ্যয় পরাজয় মেনে নিতে হবেই আর কেউ পরজয়
হলে তার বিপক্ষকে জয় মেনে নিতে হবে এটাই সত্য এটাই ভাগ্যের নিয়তির লিখন এবং আসল সত্য বিচার।গতকালকেও
টাইগার্সরা আগের তুলনায় অনেক ভাল খেলেছে,হয়ত ভাগ্যে নাই তাই ম্যাচ জিতে নাই,এতে মন খারাপের কিছু নাই।
আর ম্যাচ জিতে নাই বলেই যে তাদের খারাপ বলতে হবে সেটাও ঠিক না।আজ পারে নাই কাল পারবে ।ধর্য্য ধারণ করতাই
সব থেকে এবং মহৎ এর কাজ। ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার্স তোমাদের।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক আগামীতে আবার আমাদের বীররা জয় করবে।
২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: ওরা চেষ্টা করেছে এবং হেরেছে!
ওরা পালিয়ে যা্য়নি! লড়াই করে মরেছে!
ওরা আমাদের বীর!
রেসপেক্ট!
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।একবার না পারিলে দেখও শতবার।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন,তবে আমার মনে হয় নাগিন ড্যান্স ওদের কিছু ক্ষতি করছে
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৪| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ঠিক।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
ক্লে ডল বলেছেন: টাইগার্সদের অনেক অনেক ধন্যবাদ। তারা এগিয়ে যাক।
ভাগ্য সাহায্য করেনি তাই একটু মন খারাপ হয়েছে।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ আগামীতে হবে।একবার না পারিলে দেখও শতবার।
৬| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
ঢাবিয়ান বলেছেন: মুস্তাফিজ জয় সুনিশ্চিত করার পর এই হার মেনে নেয়া যায় না। খেলার লাস্ট দুই ওভার অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। রুবেল এর আগের তিন ওভারে যেখানে এত ভাল বল করল, সেখানে তার শেষ ওভারে ২২ রান এবং খেলার শেষ ওভার একজন ব্যটসম্যান দিয়ে বোলিং করানোটা মেনে নেয়া কঠিন হচ্ছে সবার জন্য।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৭| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
ভুয়া মফিজ বলেছেন: ম্যাচ জেতার জন্য ভাগ্য এবং পারফর্মেন্সের একটা কম্বিনেশান লাগে!
ভাগ্য এবার আমাদের পক্ষে ছিল না (
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই মনে করি।
৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: একটা অনায়াসে জিতে যাওয়া ম্যাচ হেরে গেল বাংলাদেশ। সাকিব খেলোয়ার হিসেবে যতটা সফল, অধিনায়ক হিসেবে ততটাই ব্যর্থ নয়? সৌম্যর মত একজন ব্যটসম্যান কেন শেষ ওভার বোলিং করবে? একজন মাশরাফির অভাব বোধহয় পুরন হবার নয়। রুবেল মনযোগ দিয়ে প্ল্যানিং করেনি। রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অধিনায়ক হিসেবে ততটা ব্যর্থ হলেও যে কিছু করার নাই ভাই।সব মেনে নিয়েই ভাগ্যের ওপর চলছে গাড়ি।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ম্যাচাটা যদি একতরফা হত তাহলে হয়তো কোন কথা হত না।
কিন্তু জেতার দ্বারপ্রান্তে গিয়ে হেরে যাওয়াতেই এত কথা হচ্ছে।
বাংলাদেশ এবার খুব ভাল খেলেছে।