|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
জাল মাহল (যার অর্থ পানি প্রাসাদ) রাজস্থানের জয়পুর শহরে ম্যান সাগর লেকের মধ্যবর্তী একটি প্রাসাদ। জাল মাহল প্রাসাদটি রাজপুত ও স্থাপত্যের মুগল শৈলীর স্থাপত্যশৈলীর স্থাপত্যশৈলী হিসেবে বিবেচিত হয়, যা হ্রদে একটি আকর্ষণীয় দৃশ্য এবং আশেপাশের অরাবালির পাহাড়গুলি অবস্থিত। লাল বেলেপাথরটি নির্মিত একটি প্রাসাদ, পাঁচটি তলাবিশিষ্ট একটি ভবন, যার মধ্যে চারটি মেঝে জলের নিচে অবস্থিত এবং যখন হ্রদটি পূর্ণ এবং উপরের তলটি উন্মুক্ত হয়। 
   
  
জলমহল জল প্রাসাদ জয়পুর রাজস্থান মুডি আকাশ ও দর্শনীয় ভূদৃশ্য। জয়পুর, ভারতে এটি একটি জনপ্রিয় শহর স্থাপত্য।
সূত্রঃ
 ৩০ টি
    	৩০ টি    	 +৮/-০
    	+৮/-০  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৭
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইতো দেখছি। আগে জানা ছিল না আমার।
২|  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০৭
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: প্রকৃতির সাথে মিলিয়ে দৃষ্টি নন্দন স্থাপত্যশৈলী, অসাধারন লাগছে ।
  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৫
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন একটা জায়গা।
৩|  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৭
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৭
ব্লগ মাস্টার বলেছেন: দারুন এক তথ্য দিলেন ভাই।
  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৮
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাষ্টার ভাইয়ু।
৪|  ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৮
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ইচ্ছে আছে দেখতে যাওয়ার।
  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু একবার দেখে আসুন ।
৫|  ২০ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৫১
২০ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন: 
ওটা কি বসবাসযোগ্য? আশেপাশের পাহাড়গুলো ধু ধু করছে, দেখলে ভয় লাগে
  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৬
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চলেন ওস্তাদ আপনে আর আমি একবার ঘুইরা দেখে আসি। 
৬|  ২০ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:০৭
২০ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:০৭
নাইম রাজ বলেছেন: যেতে হবে দেখার জন্য ।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২২
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭|  ২০ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৫
২০ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৫
জনতার আদালত বলেছেন: ইচ্ছে আছে যাবো ।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২২
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কেডি পাঠক ভাই। হু একবার ঘুরে আসুন।
৮|  ২১ শে মার্চ, ২০১৮  রাত ২:৪৪
২১ শে মার্চ, ২০১৮  রাত ২:৪৪
ওমেরা বলেছেন: আমাদের এখানেও এরকম জল মহল আছে। ধন্যবাদ শেয়ারের জন্য।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২০
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে সেটা নিয়ে একটা পোস্ট চাই।
৯|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৩৮
২১ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: এমন ইতিহাসগুলো হাত দিয়ে ছুয়ে দেখতে খুব ইচ্ছে করে........ভালোলাগা জানিয়ে গেলাম মামা
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৯
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় সাদা মনের মানুষ ভাই।
১০|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৪১
২১ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: 
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৮
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এত কফি পান করতে করতে আমি কাহিল হইয়া পরলাম। 
১১|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৯
২১ শে মার্চ, ২০১৮  সকাল ৮:০৯
নতুন বিচারক বলেছেন: বেশ ভালো লাগল।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৭
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ বিচারক ভাই।আপনি নতুন লেখা দিচ্ছেন না কেন ?
১২|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০১
২১ শে মার্চ, ২০১৮  সকাল ৯:০১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৫
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
১৩|  ২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৬
২১ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! ফ্লোরগুলো জলের তলায় - বিষয়টি যদি আরো একটু বুঝিয়ে দেন।
শুভেচ্ছা অনন্ত।
  ২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৯
২১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু অংশ জলের ওপরে আবার কিছু অংশ জলের নিচেও।
১৪|  ২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩১
২১ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল পানি মহল সম্পকে জেনে।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৫
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১৫|  ২২ শে মার্চ, ২০১৮  ভোর ৫:৪৪
২২ শে মার্চ, ২০১৮  ভোর ৫:৪৪
ফাহমিদা বারী বলেছেন: এই পানিমহল সম্পর্কে আগেও পড়েছি আর ব্যাপক আকর্ষণ বোধ করেছি।
লেখাটির জন্য ধন্যবাদ।
  ২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৪
২২ শে মার্চ, ২০১৮  সকাল ৯:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার এর সম্পকে আগে কোন ধারনা ছিল না। এবারই হল।পড়ার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৩
২০ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জয়পুর ভারতের একটি জনপ্রিয় শহর স্হাপত্য শিল্পের জন্য।