|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আইনজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বা সুপ্রিম কোর্ট বার ২০১৮-১৯ বর্ষের নিবার্চনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করেছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ মোট ৪টি পদে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে এবারও নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩৬৯ টি। একই পদে ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছে ২ হাজার ৩১৫ ভোট।
সম্পাদক পদে এবারও নির্বাচিত হযেছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৬১৬ ভোট।অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী শেখ মোঃ মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।
একটি সভাপতি, দুটি সহসভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, দুটি সহসম্পাদক; সাতটি সদস্য পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়দের জন্য আইনজীবীরা এই নেতৃত্ব নির্বাচন করেন।
বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি-সম্পাদক ছাড়াও সহ-সভাপতি ড. মোঃ গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মোঃ আহসান উল্লাহ এবং মোহাম্মদ মেহদী হাসান জয়ী হয়েছেন।
অপরদিকে, সাদা প্যানেল থেকে সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা  এবং  শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।
সুপ্রিম কোর্ট বারে বিএনপি-জামায়াত সমর্থকদের নিরঙ্কুশ এই জয়ে কি প্রমান হয় ?
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৫
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রাফাপু বা ভাইয়ু আপনার মত আমিও হাসতে হাসতে শেষ । 
২|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি প্রমান হয়!
উত্তরঃ কয়েক বছর পর মানুষ ছোটখাট কজেও রাজনীতিকে জড়াবে
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৭
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর বাকি বা কি আছে কে জানে ? 
৩|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৪
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৪
কলাবাগান১ বলেছেন: ঢাকা বার এ ২২ হাজার এর উপরে বেশী ভোটার সেখানে তো আওয়ামী লীগ সমর্থিত আইনজীবিরা প্রায় পূর্ন প্যানেলে জয়ী হয়েছেন.....এই বছরে ই..সুতারাং...৫ হাজার ভোটার এর দাম বেশী নাকি ২২ হাজার ভোটারের ফল বেশী
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৯
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আওয়ামীলিগ মোট ৪টি পদে বিজয়ী হয়েছেন।আর বি,জা,এরা ১০টায় হয়েছেন ।
৪|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৫১
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৫১
কলাবাগান১ বলেছেন: আপনি বলছেন সুপ্রিম কোর্ট বার এর কথা....আমি বলছি ঢাকা বার নির্বাচনের কথা
  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ও আচ্ছা বয়স কমতো তাই মাথাও আওলা জাউলা হচ্ছে  
৫|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৯
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৯
তপোবণ বলেছেন: এই নির্বাচনের মেটার এবং সংসদ নির্বাচন এক পাল্লায় মাপা কি ঠিক? এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের মাপকাঠি নয়।
  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৪
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছোট থেকেই বড় হয় মানুষ ।জন্মের সময় একটা মানুষের কতটুকো থাকে আর পাঁচ বছর বয়সে তার ওজন কতটুকো হয় ? 
৬|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হাসব, কাঁদব না মুখ বুজে থাকব আগে ভেবে নিই তারপর মন্তব্য করবানে।
  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৬
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভালা হবানি। 
৭|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:০৫
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:০৫
চাঁদগাজী বলেছেন: 
বিএনপি হলো দুষ্ট ও বাংগালী-সমাজবিরোধীদের মিলনমেলা। বাংলাদেশের আইনবিদরা হচ্ছে ভয়ংকর শ্রেণী, জামাত কৌশলে দেশে  আইনবিদদের নিজের দলে নিচ্ছে।
এসব অপ্রয়োজনীয় সংস্হাগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখার দরকার।
  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:২২
২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবু ওস্তাদ কিছু হিসাব গরমিল হগে মিলাতে পারিনা। 
৮|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১৯
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১৯
পলাশবাবা বলেছেন: প্রমান হয়ঃ কেন্দ্র দখল হয় নাই। 
( ব্লগে লি আছে তা তো শিরোনাম দেখেই জানা গেছে। তবু এসেছিলাম চাঁদগাজীর মন্তব্য পড়তে। মন্তব্য পড়ে মনে হচ্ছে উনার Ice Cool Pricly Heat Powder লাগবে। শরীরের জ্বালা কমবে।  )
  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩২
২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মালুম এভাবে বলতে নেই  
৯|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২২
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২২
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  ,
:হাসু মামা  , 
প্রমান হয় যে , জনগণকে দ্রব্যমূল্য, তেল-গ্যাস, বেকারত্ব, অসহায়ত্ব ইত্যাদির যাতাকল থেকে মুক্ত করার চেয়েও  " খালেদা জিয়াকে মুক্ত করতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন" ; বিএনপির মির্জা ফখরুলের এমন আহ্বানে,  জাতীর জন্যে একমাত্র ফরজ এই  মহত্বর কাজটির জন্যে একঝাক কালো পোষাকের লোকেরা জেহাদে নামার লাইসেন্স পেলেন । 
  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:২৮
২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মাথায় কিছু ডুকে নাকো ঢুকে না প্রিয় কবি আহমেদ জী এস ভাই। 
১০|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৩
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: একটাই প্রমান হয়। তা হল সুপ্রিম কোর্ট বারে এখনও সরকার তার পেশী শক্তি প্রয়োগ করে একদলীয় মাস্তানী পুরোপুরি কায়েম করতে পারেনি।
১১|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:২২
ক্স বলেছেন: এতে প্রমাণ হয় যে, ছাগলের গোস্তের দাম এখনও আর সবকিছুর চেয়ে বেশি। ছাগল তার যত্ন আত্তিতে এতটাই অভিভূত, তাকে যে জবাই করা হবে - এটি চিন্তাতেও আনেনা।
১২|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব নয়া। এই বিষয়ে আমি কিছুই জানি নয়া। বুঝিও নয়া।
১৩|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৫
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: আমরা কিছু বুঝিনা কিন্ত আপনি কি বুঝেন ?
১৪|  ২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২৬
২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:২৬
ব্লগ মাস্টার বলেছেন: ছাগলামি কথাবার্তা যত সব ।
১৫|  ২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:২০
সাইন বোর্ড বলেছেন: প্রমাণ হয় সংখ্যাগরিষ্ঠতা যতই থাক তবু তোমরা ন্যায্য বিচার পাইবা না।
১৬|  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৫
ডার্ক ম্যান বলেছেন: কোন কিছু প্রমাণ হয় না
  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৭
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই বুঝি মনে হয়।
১৭|  ২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১:২০
২৫ শে মার্চ, ২০১৮  দুপুর ১:২০
কানিজ রিনা বলেছেন: আইনজ্ঞরা কেন বিএনপি ভোট দিয়েছেন
তা আইনজ্ঞরা ভাল জানেন। ধন্যবাদ
  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩০
২৬ শে মার্চ, ২০১৮  রাত ২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন কানিজ রিনা আপু।কিন্তু আমার মাথায় ঢুকে না 
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৪১
রাফা বলেছেন: প্রমাণ হয় বাংলাদেশে গণতন্ত্র নেই।হা..হা..হা.।