|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ছদ্মনামে ব্লগীং খারাপ কিছু না তবে ব্লগাররা নাস্তিক ত্যাগ বা কিছু
খারাপ ব্লগারদের জন্য আজ ভালো সৃজনশীল ব্লগাররা ব্লগীং করতে
চান না এবং ব্লগারদের পিঁঠে নাস্তিক নামের একটা শীলমহর লেগেগেছে।
ঠিক তেমনি এক সময় মানুষ বা অনেক মহাগুনি জ্ঞানি মানুষেরা ছদ্মনামে
অনেক ভালো ভালো লেখার জন্ম দিতেন যার কারনে সমাজ অনেক উপকিত
হতেন ।আর এখন মানুষ যে ভাবে ছদ্মনামের ব্যবহার করছেন এতে করে লেখক
বা রচনা কবি সাহিত্যিক ও ব্লগ জগৎটাকে ভয়ংকর ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। 
এরকম খারাপ সময়ে সামহোয়্যার ইন ব্লগের অ্যাডমিন সহ কতৃপক্ষের সকলের কাছে
একটাই অনুরোধ করবো আপনারা আমাদের মত ছোটখাটো ব্লগারদের মাথার ওপর থেকে
দয়া করে আপনাদের ছায়া তুলে নিবেন না। আমাদের মাথার ওপর থেকে আপনাদের হাত সরিয়ে নিবেন না।আমাদের পাশ থেকে সরে যাবেন না প্লীজ । ব্লগে যে সকল ব্লগাররা অশ্লীন নীক এবং অশ্লীল আচারন করছে তাদের বিরুদ্ধে কঠিন কোনও ব্যবস্থা গ্রহণ করুন প্লীজ।এসব অশ্লীল আচরনে এক ব্লগার আরেক ব্লগারকেই না শুধু পুরো ব্লগ সমাজ এবং 
সামহোয়্যার ইন ব্লগের অ্যাডমিন সহ কৃতপক্ষের সকলকে ও ব্লগকে ছোট এবং নিম্ন স্থানে
নিয়ে যাচ্ছে ।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:১৪
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সময় হয়ে আসছে অনেক অসভ্য ব্লগার সভ্য জগতে ফিরিয়ে আনার আর আশা করি সঠিক সঠিক পদক্ষেপ সামু নিশ্চয় নিবেন।
২|  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২২
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২২
নতুন নকিব বলেছেন: 
প্রয়োজনে ব্লগ নীতিমালায় কোনো সংশোধনী আনার দরকার হলেও শক্ত হাতে ব্লগ হ্যান্ডেল না করলে সামনে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।
ধন্যবাদ।
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২৯
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন নাকিব ভাই।
৩|  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২৫
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:২৫
শাহ আজিজ বলেছেন: আগে হাসুমামা নাম পরিবর্তন করে আসল নাম তারপর নসিহত  
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৩১
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও ভাবসি হামনের বছর থেকে শীতকালে গরম পোস্ট দিয়ে ব্লগটাকে হীটে রাখমু 
৪|  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪২
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আবেদনটির সঙ্গে আমিও একমত। কিন্তু  কতগুলি বিষয় একটু যদি রিএডিট করেন- ছদ্মনাম /ছদ্ধ নাম নয় (৩ বার), সৃজনশীল  /সীজন শীল নয়,  কতৃপক্ষ /কৃতপক্ষ নয়(২ বার)  আপনারা / আপনেরা বোধহয় নয়, অশ্লীল /অশ্লীন নয় (২ বার), আচরণ/আচারন নয়।
ধন্যবাদ,ক্ষমা প্রার্থী।
  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪৯
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক করে দিয়েছি।
৫|  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:০৭
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:০৭
রোদ্দূর মিছিল বলেছেন: অশ্লীলতা কোনওভাবেই গ্রহনযোগ্য নয়। পেন-নেইম বা স্যুডোনেইম শ্রুতিকটু না হলে তাতে কোনও সমস্যা দেখি না। শ্রুতিকটু নিকনেইমের কারনে অনেক সময় পোস্ট না পড়েই এড়িয়ে যাওয়ার ব্যাপারটা কাজ করতে পারে অনেকের মধ্যে। সুতরাং এ ব্যাপারে ব্লগাররা ভাবতে পারেন। আই ডি বা পোস্ট/কমেন্ট এগুলোর মডারেট আসলেই জরুরী।
  ২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করি মডারেট স্যার নিশ্চয়ই কোন পদক্ষেপ নিবেন।
৬|  ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৮
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: যে কারণে ফেসবুকে যাইনা সেই একই ঝামেলা এখন ব্লগেও, আমিও চাই মডারেটর ভাইয়ারা শক্ত পদক্ষেপ নিন, যাতে ব্লগে সুন্দর পরিবেশ বজায় থাকে।
  ২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩৫
২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারেক ভাই আমাদের সকলের যাওয়া যে মডারেটর ভাইয়ারা শক্ত পদক্ষেপ নিক।
৭|  ২৬ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
২৬ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৬:০৯
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা  ,
:হাসু মামা  , 
ছদ্ম নাম হলেও তাতে শালীনতা থাকা উচিৎ । শালীনতাবিহীন ছদ্মনাম খারাপ উদ্দেশ্য নিয়ে ধারন করা হয় ।
 একমাত্র মডারেটরগণই পারেন এমন সব নিককে ব্যান্ড করে রাখতে । 
  ২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৩
২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।খুব ভালো একটা কথা বলছেন একমাত্র মডারেটরগণই পারেন এমন সব নিককে ব্যান্ড করে রাখতে । 
কি যে অবস্থা ভাই আজকাল চুরি করে নিরিবিলি ব্লগে ঢুকতে হয়।
৮|  ২৬ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
২৬ শে মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো একটা বিষয় সামনে এনেছেন।
ভালো হতো যদি আপনার দাবী পূরণ করা হয়।
  ২৭ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
২৭ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৯|  ২৬ শে মার্চ, ২০১৮  রাত ৮:০৬
২৬ শে মার্চ, ২০১৮  রাত ৮:০৬
ইউনিয়ন বলেছেন: ব্লগে অশ্লীল ছবি ফ্লডিং হলে শাহ আজিজ সাব মনে হয় খুশি হন। তিনি চশ্মার ফাঁক দিয়ে দেখেন।
  ২৭ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
২৭ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
১০|  ২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৩
২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৩
রায়হানুল এফ রাজ বলেছেন: এরা বাদেও লেখা চোর তো আছেই।
  ২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
২৭ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যথার্ত্ব বলছেন কিন্তু এইসবকিছুর সঠিক পদক্ষেপ সব সোজা হয়ে যাইবো ভাই।মাইরের ওপর কোনও ঔষুধ নাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:১০
২৬ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অ্যাডমিনদের কাছে তো সব খবরই আছে। শক্ত পদক্ষেপের অপেক্ষায়।