|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
শুনছি এখন আবার নাকি মাননীয় প্রধান মন্ত্রী সেদিন  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক
সরকারের আমলে যারা গ্রেফতার করিয়েছিলেন তাদের হিসাব-নিকাশও নেয়া হবে।তার অভিযোগ হলো তখন ক্ষমতায় থেকে অত্যাচার নির্যাতন করেছিল বিএনপি সরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম গ্রেফতার করা হলো তাকে। সে তো সরকারের ছিল না।
তাই তিনি বলেছেন কারা এই কাজ করেছে তা তিনি ভালো করেই জানেন আর সে জন্য তাদের হিসাব-নিকাশও পরে করবেন তিনি। 
আমি এই দেশের একজন সাধারন নাগরিক হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীকে বলছি হ্যা মানছি যাদের বা নির্দেশেই আপনাকে নিয়ে ধরে থাকুক এটা আপনার ওপরে অবশ্যয়ই অন্যায় করেছে তবুও বলবো আপনার ওপরে শাররীক কোনও নির্যাতন হয়নি সে জন্য আল্লাহুর 
কাছে লাখ লাখ শুকরিয়া করছি।অথচ আপনার বিপক্ষ অপজিশন পাটি বিএমপির কথা একবার ভেবে দেখুন সে একই সময় তাদেরকেও
একের পর এক গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং কি অত্যাচারই না করা হয় তাদের ওপরে ।বলতে গেলে বিএমপি যে ভুল বা পাপা
করেছিল ক্ষমতার কিছু অপব্যবহার তার অনেটাই মিটিয়ে দেয়া হয়েছে সে এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ।
আপনিও ক্ষমতায় আসার পর গত দশ বছরে বহু বিচার আচার করেছেন অনেককে অনেক পাপের সাজা বুঝিয়ে দিয়েছেন।কিন্তু এখন আস্তে
দেশের অবস্থা ব্যবসা,বানিজ্য সব তলানিতে যাচ্ছে,দেশের মানুষের পিঁঠ আজ দেয়ালে যেয়ে থেকেছে ।দেশের অর্থনীতিক অবস্থা খুবই
বিপর্যয় ।তাই দয়া করে এখন একটু যদি দেশের মানুষের দিকে নজর দিতেন তাহলে দেশের মানুষ সারাজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতো।
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪২
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাও খারাপ বলেন নাই 
২|  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:০২
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:০২
সৈয়দ তাজুল বলেছেন: 
বিরোধী পার্টিও কিন্তু দেশের নাগরিক, ওদের দিকে দৃষ্টি দেয়া প্রত্যেক ক্ষমতাসীন দলের উচিত; এটাই ভারতবর্ষের রাজনীতি। বিএএনপি আসলে এমনটাই করবে, তখন অন্য একজন এমন আরেকটি ব্লগ লেখবেন। এটাই স্বাভাবিক তথাকথিত এই শিক্ষিতের দেশে। 
কার্ল মার্কসের মত আশা করতেই পারি সুদিনের।
  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৩
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাই সুদিন ফিরে আসুক।
৩|  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১৬
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আরো একটু যোগ করতে হয় -- একই ভাবে খালেদা জিয়াও দেশকে তার স্বামীর সম্পদ মনে করেছিল!!
  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৪
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাও ঠিক। 
৪|  ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৫
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: যে যখন ক্ষমতায় আসে তখনই সে মনে করে দেশ আমার পৈতৃক সম্পত্তি আর না হয় মোহরনা বাবদ পাইছি …নজর দেওয়ার সময় কই
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: 
৫|  ২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০১
২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০১
মামুন ইসলাম বলেছেন: দেশে অবস্থা ভালই আছে।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বুঝি ?
৬|  ২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৮
২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০৮
তারেক_মাহমুদ বলেছেন: ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে তোলে। দুঃসময়ে ঠিকই বুঝতে পারবেন কি কি ভুল করছেন সেদিন আর শোধরানোর পথ থাকবে না।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩১
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চলে গেলে সময় আর আসে না ফিরে।
৭|  ২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৯
২৮ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:৫৯
হাঙ্গামা বলেছেন: নিজের আর নিজের দেশের ভবিষ্যতের কথা ভেবে আমি দুঃশ্চিন্তিত, আতঙ্কিত।
দেশের অবস্থা খুব ভালো এবং কোথাও কোন সমস্যা ছাড়া দেশ এগিয়ে যাচ্ছে বলে যারা তৃপ্তির ঢেকুর তুলছে তারা সুবিধাভোগী ছাড়া আর কিছুই না। 
তবে সব কিছুরই শেষ আছে।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩৩
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবারই একই হালতবিদ এই আর কি।
৮|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৬
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৬
বরুন মালাকার বলেছেন: এটা কি সম্ভব? মনে হয় না, শুধুই ফাকা আওয়াজ, ভয় নেই আর্মিদের।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩৪
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে তেমনি।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৮
২৮ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেন ক্ষান্ত হবে? দেশ স্বাধীনে নেতৃত্ব দিয়েছে তার বাবা সুতরা দেশ তার পৈতৃক সম্পদ; আর পৈতৃক সম্পদ আপনি যে ভাবে ইচ্ছা ভোগ করতে পারবেন, তাই নয় কি?