|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
মাঝে মধ্যে বেকুপ না হয়ে উপায় দেখি না।বিশেষ করে আমাদের দেশের মন্ত্রীদের কথা শুনে ।যেমন গত কাল আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে ? আরে বাপু যে দেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়া নাই
সে দেশ কি চলে না বা যে দেশে শেখ হাসিনা আর খালেদা জিয়া নেই সে দেশ চলে কি করে ?
শুধু শেখ হাসিনা কেন খালেদা জিয়া সহ এদের দুইজনের একজনও না থাকলে দেশ আরো ভালো চলবে । বঙ্গ বন্ধুর মৃত্যুর পরেও দেশ
চলেছে,জিয়ার মৃত্যুর পরেও দেশ চলছে,এরশাদ কাকু জেলে থাকার পরেও দেশ চলছে,এর পর আসলো খালেদা জিয়া ওনা পরে শেখ হাসিনা,আবার আসল খালেদা জিয়া এর পর আবার শেখ হাসিনা।এভাবে পালাক্রমে ক্ষমতার রতবদল হয়ে আসছে যে ভাবে ঠিক সে ভাবেই
রতবদল হবে। ক্ষমতা কারো চিরস্থায়ী না।আমার জানা মতে যেখানে হযরত সোলায়মান (আঃ) একজন নবীর বংশ এবং নবীর দাউদ (আঃ) ও বাথসেবার সন্তান ও সোলায়মান (আঃ) তিনি নিজেও একজন প্রত্যাদিষ্ট নবী ছিলেন । হিব্রু বাইবেল অনুসারে, তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজা ছিলেন ।শুধু তাই না হযরত সোলায়মান (আঃ) ছিলেন পুরো বিশ্বের সম্রাট। খ্রিস্টপূর্ব ৯৭০-৯৩১ পর্যন্ত টানা প্রায় ৪০ বছর হযরত সোলায়মান (আঃ)পুরো পৃথিবী শাসন করেন। তিনি শুধু মানুষের সম্রাটই ছিলেন না ছিলেন উদ্ভিদ ও প্রাণীকূলেরও সম্রাট ছিলেন। সোলায়মান জীব-জগতের সকলের ভাষা হৃদয়ঙ্গম করতে পারতেন।এত্ত ক্ষমতাবান মানুষ থাকা সর্ত্বেও 
আল্লাহুর ইচ্ছায় যখন হযরত সোলায়মান (আঃ) কে ক্ষমতা ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে,তখন আমাদের এটাই মেনে নেয়া উচিত
ক্ষমতা এবং জীবন এর কোনটাই মানুষের জন্য চিরস্থাই না।আজ একজন যাবে কাল আরেকজন আসবে,আর পৃথিবী শেষ না হওয়া
পযন্ত পালাক্রমে এভাবেই চলতে থাকবে ।আল্লাহু বড় দয়ালু ক্ষমশীল তিনি আমাদের ক্ষমা করুক এবং বোঝার মতো তৌফিক এবং
শক্তি এনায়েত করুক।
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১২
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন কোন গতি নেই ? আমরা কেন অন্যায়কে পশ্রয় দিবো ? এক সাথে গর্জে ওঠো তরুন প্রজন্ম ।আসলে ভবে যাইতে হবে
যাওয়া ছাড়া গতি নাই। 
২|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: ঠিক। কুল্লু নাফসান যায়িকাতুল মাউত। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৩
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আন্টি।
৩|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৮
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৮
চাঁদগাজী বলেছেন: 
শেখ সাহেব দেশ চালানোর মত দক্ষা ছিলেন না; জিয়া জাতিকে  পাকিস্তানী বানায়েছে; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা জাতির ভয়ংকর ক্ষতি করেছে।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৯
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে আসুন ওস্তাদ মিলাই হাত ।
যত তারাতারি সম্ভব জাতির ভয়ংকর ক্ষতিকরকারী এই সকল লোকদের ক্ষমতা থেকে দেই বাদ। 
৪|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৯
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তরুন প্রজন্ম রাজনীতি বোঝেনা, পছন্দও করেনা (জাস্ট হেট ইট)। তারা বেকারত্ব, হতাশা, প্রেম, ইয়াবা নিয়ে ব্যস্ত। আর যারা ছাত্র রাজনীতি করে, তারা মানুষ থাকে না----
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩০
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা মন্দ কন নাই ভাই।
৫|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৫
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @চাঁদগাজীঃ
 যুদ্ধ বিদ্ধস্ত একটা দেশকে গড়ে তোলা খুবই কঠিন কাজ। শেখ সাহেব দেশ চালাতে তার চেষ্টার কোন ত্রুটি করেন নি। তবে একথাও সত্য তিনি কাঙ্খিত সফলতি পান নি। তার মানে এই নয় যে, দেশ চালানোর মত দক্ষা তার ছিলেন না।
এ বিষয়ে বিস্তারিত একদিন লিখবো।
  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩২
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে লোকের একটা ভাষনে সারা দেশের মানুষ যুদ্ধে নেমেছিল তার সবই ঠিক ছিল,তবে ছিল কি ভুল?
৬|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৪
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বড়দের ভুল ধরতে নাই!! 
হয়তো সেটা ভুলও নয়। তার দুর্বলতা, সরলতা, মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা, মিরজাফরদের সাধারণ ক্ষমা ঘোষনা করা, ওগুলোই ছিল তার বড় ভুল। 
যে মানুষটা দেশের জন্য সারা জীবন কষ্ট করল, আর আমরা কিনা-----


৭|  ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৪
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:৪৪
পদ্মপুকুর বলেছেন: আসলে শেখ হাসিনা বা খালেদা জিয়া থাকলে যতটা না সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা আসলে এইসব অমেরুদন্ডি প্রাণীগুলো.... নিজস্ব মানসম্মান বলে কোনো বস্তু এদের অবশিস্ট নেই।
৮|  ২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সবচেয়ে বড় কথা পরিবারতন্ত্র এবং লেজুড়বৃত্তি রাজনীতি যতদিন থাকবে ততদিন আমরা এই দুই মহিলার কবলথেকে রক্ষা পাবোনা।
৯|  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৭
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৭
সাইন বোর্ড বলেছেন: হাসিনার উচিৎ ১০১টা শকুন ধরে এনে অায়ু-পূজা করা, কারন ক্ষমতা তার পাকা । উনার অভাবে দেশ অচল হয়ে যাবে । অন্যরা অাপাতত কিছু না ।
১০|  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৭
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো বলছেন ভাই হাসু মামা।
১১|  ৩০ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৪
৩০ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৪
এম আর তালুকদার বলেছেন: ০৩ নং মন্তব্যে চাঁদগাজী সাহেবের মন্তব্যটি ভাল বুঝতে পারিনি ! সবাই মিলে এবার দেশটা ওনাকে চালাতে দিন।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
২৯ শে মার্চ, ২০১৮  সকাল ১০:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল হাসু মামা।
আমাদের দেশের মন্ত্রী/এমপির বুদ্ধি কত মাত্রার সেটাতো সবারই জানা। তবে সত্য কথা হচ্ছে দেশে তরুন নেতা তৈরী হচ্ছে না/তরুন নেতা নাই। তাই আমাদেরও কোন গতি নাই।