নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মাননীয় পুলিশ হাইকমিশনার কাছে একটা খোলা আবেদন পত্র

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩


বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রপলিটন ভাটারা থানা ও গুলশান থানাধীন এলাকায় পুলিশের এসআই দারোগা সাহেবরা নিজেদের প্রোমেসন বাড়ানোর জন্য মিনিটে মিনিটে
অপরাধ করছেন ওই সকল এলাকার সাধারণ মানুষদের সঙ্গে।
তারা ওই সকল এলকায় তল্লাশীর নামে সাধারন মানুষদের ধরেই
দিয়ে দিচ্ছেন ইয়বার ব্যবসাহী বানিয়ে।প্রথমে গ্রেফটার করেন
পরে মোটা অঙ্কের চাঁদা দাবী আর চাঁদা দিতে অস্বীকার করলেই
বড় ধরনের ইয়াবা ব্যবসাহী বানিয়ে মামলায় ডুকিয়ে দেন আর
চাঁদা দিলেও কম পক্ষে পাঁচআনি মামলা করে নিরঅপরাধী মানুষদের
অপরাধী বানিয়ে তারা নিজেদের প্রোমেশন বাড়াচ্ছেন ।
মাননীয় পুলিশ হাই কমিশনার দয়া করে এই সকল থানাধীন এলাকার পুলিশ ও এসআই এবং দারোগাদের প্রতি নজর দিন।
না হলে এরা যেভাবে নিরঅপরাধ মানুষদের অপরাধী বানাচ্ছে বিশেষ করে যে হারে ইয়াবা ব্যবসাহী বানিয়ে মানুষকে বড় মামলার
আসামীবানাচ্ছে,তাতে করে সাধারন মানুষ নিজেদের মামলা চালানোর জন্য সত্যি সত্যিই ভয়ংকর অপরাধী হয়ে ওঠবে।
প্লীজ ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া সহ দেশের সকল বড় বড় পুলিশ কর্মকতাদের প্রতি অনুরোধ
থাকলো এই সকল বিশৃঙ্খলাকারী পুলিশ কর্ম কর্তাদের বিশেষ কোনও ব্যবস্থা গ্রহণ করুন।
এরা মাত্রাহীন অপরাধ করছেন ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


এই পুলিশ বাহিনীর সবাইকে ক্রমশ অন্য চাকুরীতে দিয়ে, এই বাহিনী নতুন করে গঠনের দরকার।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলবো ওস্তাদ বুঝতে পারছি না।

২| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

মানুষ এখন পুলিশকে এড়িয়ে চলে। বন্ধুর পরিবর্তে শত্রু ভাবে।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ভাই।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন মানুষ এখন পুলিশকে এড়িয়ে চলে। বন্ধুর পরিবর্তে শত্রু ভাবে।কথাটা একদম ফেলে
দেবার নয়।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই।

৪| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: শুধু ভাটারা বা গুলশান না সব এলাকায় একই অবস্থা ।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

নাইম রাজ বলেছেন: ভাটারা বা গুলশান থানার দুই একজন পুলিশের নাম দিলেন না ।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা আমার পক্ষে সম্ভব না।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯

ব্লগ মাস্টার বলেছেন: কোথায় কার কাছে যাবো আমরা। :(

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিচ্ছু জানি না ভাই।

৭| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

গোবর গণেশ বলেছেন: ভাই “নাইম রাজ” আপনি পুলিশের লোক কিনা জানিনা, তবে এটুকু বলতে পারি আগের দিনে যেমন মেয়েরা তাদের স্বামীর নাম মুখে নিতেন না, তেমনি পুলিশের নাম মুখে নেওয়া পাপ। একাজ করলে শুধু ইয়াবা ব্যবসায়ী নয় ইয়াবা ফ্যাক্টরীর মালিক হয়ে যাবেন। ভাগ্য খারাপ হলে আরো বড় কিছু হয়েযেতে পারে আপনার সাথে।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ভাই।আমিতো পুলিশ শব্দ মুখে নিতেই ভয়ে বমি করে ফেলি।

৮| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

ক্স বলেছেন: পুলিশ থেকে চাইলেও তো দূরে থাকা যায়না। যদি কোন পুলিশ আপনাকে ফোন করে বলেন, আপনার নামে অমুক অমুক লোক মামলা করেছেন, আপনি থানায় হাজিরা দেন, নইলে আই ও এর সাথে সাথে মিটমাট করে নেন - কি করবেন?

হীরক রাজার দেশে এখন যে কেউ যে কারো নামে মামলা করতে পারে। কেবল প্রকৃত অপরাধেন শিকার যারা, তারাই মামলা করতে ভয় পায় অথবা আসামীর হুমকী ধামকীর শিকার হয়।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব ক্ষমতার অপব্যবহার।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আসলে নীতি নৈতিকতা বর্তমানে কিছুই আর অবশিষ্ট নেই।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় কষ্ট হয় বাপ,চাচা আর মামা,খালুগো উপরে ।কি কারনে কষ্ট হয় সেটা বললাম না। বললে আবার আমারে রাজাকার বলবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.